রেসিপি : পটল পোলাও

in hive-129948 •  2 years ago  (edited)

নমস্কার বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ। আজ আপনাদের সামনে আরো একটি নতুন ও মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম আর সেটা হলো পটল পোলাও। আমার আজকের রেসিপিটি আমার বাংলা ব্লগের ইউনিক পটলের রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ।

'পটলের পোলাও', নামটা যেন কেমন তর। পটলের আবার পোলাও হয় নাকি! পটলের সাথে মাংসের দূর থেকেও কোনো সম্পর্ক নেই অথচ সেটা দিয়ে পোলাও। বেশ গোলমেলে ঠেকছে, তাইনা?

আসলে বিষয়টা হয়েছে কি, আমাদের hafizullah দা ইউনিক ধরনের রেসিপি চাইছিলেন। আমিও চিন্তা করতে বসলাম কি রান্না করা যায়। হঠাৎ করে খেয়াল হলো পটল দিয়ে ডিমের কিছু পদ রান্না করলে কেমন হয়? আহা! খুব সহজেই রেসিপির ধারণা পেয়ে, মনে মনে বেশ খুশি হলাম।

যদিও সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হলোনা, কিছুক্ষন পরে মনে পড়লো হাফিজ দা নিজেই স্বয়ং ডিম দিয়ে পটল ফ্রাই রেসিপি আমাদের সাথে ভাগ করে নিয়েছিলেন। যাহ! নতুন করে আবার চিন্তা শুরু করে দিলাম। আমি নিজে রান্না করতে পারবো এমন কিছু পদের কথা কিছুতেই মাথায় আসছেনা। যা কিছু মাথায় আসছে সবই খুবই কঠিন রান্না, আর সময়াভবে রান্না করে উঠতে পারবো কিনা তাতেও সন্দেহ আছে। শেষমেশ মায়ের দ্বারস্থ হলাম। মা উপায় বাতলে দিলো, পটলের পোলাও বানা।

আর বেশি ভাবনা চিন্তা ভাবনা করিনি মায়ের কথা মতো রান্না সেরে ফেললাম, পটলের পোলাও। কথা না বাড়িয়ে চলুন তো রান্নার দিকে যাওয়া যাক।


উপকরণ

  • ৩০০ গ্রাম পটল
  • ১০০ গ্রাম আতপ চাল
  • ২ টো আলু
  • ১/২ চামচ গোটা জিরে
  • ১ টা দারুচিনি
  • ১ টা ছোটো এলাচ
  • ১ টা তেজপাতা
  • ১/২ চামচ ঘি
  • ২ টো শুকনো লঙ্কা
  • ১/২ চামচ হলুদ গুঁড়ো
  • ১/২ চামচ জিরে গুঁড়ো
  • ১/২ চামচ লঙ্কা গুঁড়ো
  • নুন
  • তেল


উপকরণ


রন্ধনপ্রণালী

ধাপ ১

  • কড়াই চাপিয়ে নিয়ে তাতে অল্প তেল গরম হতে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর ধুয়ে রাখা আতপ চাল গুলো কড়াইতে দিয়ে ভাজতে শুরু করলাম।


ধাপ ২

  • আতপ চাল ভাজা ভাজা হয়ে এলে চাল গুলো একটা পাত্রে নামিয়ে রাখলাম।


ধাপ ৩

  • কড়াইতে আবার খানিকটা তেল দিয়ে দেবো তারপর গোটা জিরে, তেজপাতা, দারুচিনি ও ছোটো এলাচ দিয়ে ফোড়ন দিয়ে নিলাম।


ধাপ ৪

  • ফোড়ন দেওয়া হয়ে গেলে কেটে রাখা পটল ও আলু কড়াইতে দিয়ে দেবো তারপর স্বাদমতো নুন এবং হাফ চামচ হলুদ দিয়ে সবজি গুলো নাড়াচড়া করে নেবো।


ধাপ ৫

  • পটল ও আলু গুলো ধীরে ধীরে ভাজতে থাকবো। আমি একটু তাড়াতাড়ি ভাজার জন্য বারবার একটা পাত্র দিয়ে কড়াইটা ঢেকে রাখছিলাম


ধাপ ৬

  • পটল এবং আলু ভাজা ভাজা হয়ে এলে হাফ চামচ করে জিরে ও লঙ্কা গুঁড়ো দিয়ে মসলা গুলো কষাতে থাকবো।


ধাপ ৭

  • মশলা ভালোমতো কষে যাওয়ার পর আগে ভেজে রাখা আতপ চাল গুলো কড়াইতে দিয়ে দেবো।


ধাপ ৮

  • পটল ও আলুর সাথে আতপ চাল ভালো ভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো।


ধাপ ৯

  • আতপ চাল পটল ও আলুর সাথে মিলে যাওয়ার পর কড়াইতে দেড় কাপ জল দিয়ে ফুটতে ছেড়ে দেবো।


ধাপ ১০

  • মিনিট দশেক ফুটে যাওয়ার পর জল শুকিয়ে চাল সেদ্ধ হয়ে গেছে। তারপর হাফ চামচ ঘি দিয়ে সবকিছু নাড়াচাড়া করে নিতেই আমাদের পটল পোলাও তৈরী।


পটল পোলাও


পোস্ট শেষ হয়ে গেলো অথচ পটলের পোলাও নামকরণের কারণটা খুঁজে পেলেননা, তাইতো? আসলে নামটা নিয়ে আমি বেশি ঘাটাই নি। সাধারণ পোলাওয়ের মতো রন্ধন প্রণালী সাথে ঘি। বাকিটা কল্পনাশক্তি 😁।





Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই প্রথম আপনার পোষ্টের মাধ্যমে পটল পোলাও রেসিপি সম্পর্কে জানতে পারলাম এর আগে কখনোই জানিনি এবং শুনিনি। রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি লোভনীয় ছিল সেই সাথে সুস্বাদুও বটে। মজাদার এই রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

দাদা আপনার পটল পোলাও এর রেসিপি দেখে সত্যিই জিভে জল চলে এসেছে। চমৎকারভাবে উপস্থাপন করেছেন এই রেসিপিটি। আমি তো ভাবতেই পারছি না যে পটল দিয়ে এই ধরনের রেসিপি তৈরি করা যায়। সত্যি একদমই অনেক একটি রেসিপি শিখে নিলাম। অবশ্যই সময় করে পটল দিয়ে এই পটল পোলাও তৈরি করে খেয়ে দেখব। অনেক ধন্যবাদ আপনাকে এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

খেতেও মন্দ লাগলো না। ধন্যবাদ 🤗

দাদা আপনার পটল পোলাও এর রেসিপিটি খুবই সুন্দর হয়েছে। এভাবে আমার আগে কখনো পটল পোলাও রান্না করে খাওয়া। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমার কাছে আপনার রেসিপিটি সম্পূর্ণ একটি ইউনিক রেসিপি। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

আমি এখন পর্যন্ত পটলের যে কয়টি রেসিপি দেখেছি তার মধ্যে আপনার রেসিপিটি আমার কাছে সবথেকে ইউনিক মনে হয়েছে ভাইয়া।পটল পোলাও এর রেসিপি তৈরি করে আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে থাকে উপস্থাপনা করেছেন। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে আমার জিভে জল চলে এসেছে। এত সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

দাদা পটল দিয়ে পোলাও রান্না করা যায় তা জানাছিল না। আপনার পোস্টের মাধ্যমে শিখেনিলাম।আমার কাছে রেসিপিটি একটি ইউনিক ছিল।খেতে মনে হয় অনেক সুস্বাদু হয়েছে। এভাবে একদিন বাসায় ট্রাই করব। আপনার জন্য শুভকামনা রইল।

পটল পোলাও দারুণ ইউনিক রেসিপি করেছেন দাদা।দেখেই লোভ লেগে গেল, পটলের নানান রেসিপি হয়।আমার খুবই ভালো লাগে পটল খেতে বিশেষ করে ভাজি করে।যাইহোক আপনার রেসিপিটা সেই স্বাদের হয়েছে ,কালারটি চমৎকার।ধন্যবাদ আপনাকে।

অনেকগুলো পটলের রেসিপি এর সাথে আমি পরিচিত হয়েছি। কিন্তু আপনার পটলের রেসিপি টা দেখে সত্যিই অনেক ইউনিক দেখাচ্ছে। পটল পোলাও এর রেসিপি অনেক সুন্দর ভাবে তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার জিভে জল চলে আসছে। এ ধরনের রেসিপি খেতে অনেক মজাদার হয়ে থাকে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি আমাদের উপহার দেওয়ার জন্য।

দাদা নমস্কার
আশা রাখছি ভালো আছেন ৷দাদা আপনার পটলের রেসিপি টি দেখে মন ভরে গেল ৷খুব সুন্দর করে ধাপগুলো উপস্থাপন করেছেন ৷একদম একটা ইউনিক ব্লগ শেয়ার করেছেন ৷
ধন্যবাদ দাদা

পটলের পোলাও এর আগে হয়নি মানে কেউ করেনি এই যে আপনি করলেন এরপর থেকে হবে। সত্যি পটলের পোলাও ভাবা যায় হি হি। দারুণ তৈরি করেছেন রেসিপি টা। এইরকম কিছু যে হতে পারে কল্পনার বাইরে ছিল।দারুন ইউনিক ছিল দাদা।ধন‍্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

নমস্কার দাদা। অসাধারণ হয়েছে দাদা আপনার পটলের পোলাও, আগে কখনো পটলের পোলাও খাওয়া হয়নি। দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই চমৎকার হবে, দাদা আপনি প্রতিটি ধাপে ধাপে রেসিপি টি বুঝিয়ে দিয়েছেন তাই খুব সহজেই তৈরি করা যাবে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবো পটলের পোলাও। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

আসলে ভাইয়া ভিন্নধর্মী একটি রেসিপি দেখলাম। বেশ ভালো লাগলো । আমি কখনো পটল পোলাও খাইনি মনে হচ্ছে খেতে খুবই দারুণ। খেতে পারলে ভালো হতো🌝🌝।

পটল পোলাও রেসিপিটি বেশ ইউনিক একটি রেসিপি। পটল দিয়ে যে পোলাও বানানো যায় তা আগে জানা ছিলো না। বেশ সুন্দরভাবে রেসিপিটি উপস্থাপন করেছেন। আমিও চেষ্টা করবো বাসায় এটি বানানোর।

ওয়াও আপনি অনেক সুন্দর ভাবে পটল পোলাও করেছেন দাদা ।আপনার পটল পোলাও দেখে আমার জিভে জল চলে আসলো । আসলেই এমন ধরনের রেসিপি তেমন একটা খাওয়া হয় না ।দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি অনেক সুন্দরভাবে কিভাবে রেসিপিটা তৈরি করতে হয় আমাদের মাঝে শিখিয়ে দিয়েছেন ।সময় পেলে একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখব দাদা । আপনার জন্য শুভকামনা রইল।

আমি প্রথম বার রান্না করলাম। বেশ ভালই খেতে।

পটল পোলাও রেসিপি এই প্রথমবারের মতো দেখলাম। এর আগে কখনো খাইনি তবে আপনার রেসিপি দেখে শিখে নিলাম দাদা। ধন্যবাদ আপনাকে ইউনিক রেসিপি শেয়ার করেছেন।

আসলে দাদা পটল নিয়ে যে এতগুলো রেসিপি দেখলাম তা ভোলার নয়। আমি ছোট থেকে কেমন জানি পটল পছন্দ করতাম না। তবে একেকজনের এত সুন্দর সুন্দর রেসিপি দেখে মন মুগ্ধ হয়ে গেল।

নিঃসন্দেহে চমৎকার একটা আইডিয়া ছিল দাদা পটল দিয়ে পোলাও রান্নার এই ব্যাপারটা। আমার তো অসম্ভব ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে পেয়াজ রসুন ছাড়া যে রান্না করেছেন সেজন্য। অল্প করে ঘিও দিয়েছেন দেখি। স্বাদে ভরপুর পুরো।

দাদা একদম জমে গেছে। পটল পোলাও রেসিপি প্রথম দেখলাম এবং শিখে নিলাম। আপনি ইউনিক রেসিপি দেওয়ার চিন্তা করতে করতে আসলেই চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। আমার কাছে পটল পোলাও রেসিপিটি খুব ভালো লেগেছে। নিশ্চয়ই খেতে অনেক সুস্বাদু হয়েছিল। পটল পোলাও রেসিপির ধাপ গুলো আপনি খুব দারুণভাবে উপস্থাপন করেছেন। আমি বাসায় নিশ্চয়ই একদিন ট্রাই করে দেখব।
ধন্যবাদ আপনাকে।

আসলে পটলের রেসিপি দেখতে দেখতে এখন পটলের আসল রূপ সেটা ভুলেই গিয়েছি। আপনি আজকে পটল পোলাও রেসিপি তৈরি করেছেন দাদা এরকম রেসিপি আসলে কখনোই খাওয়া হয়নি। তবে আপনার রেসিপি আমার কাছে বেশ ভালো লেগেছে। আর মনে হচ্ছে যে এটা খেতেও অনেক বেশি মজা হবে। অনেক ধন্যবাদ আপনাকে পটলের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন দাদা পটলের পোলাও নামটা যেন কেমন লাগছে। কখনো এমন নাম শুনিনি পটলের পোলাও রান্না করা যায় জানা ছিল না। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে পটলের পোলাও তৈরির পদ্ধতি বর্ণনা করেছেন। মনে হচ্ছে এই পোলাও খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমার কাছে আপনার রেসিপি অনেক ইউনিক লেগেছে। ধন্যবাদ মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

পটল পোলাও এর রেসিপি দেখে সত্যি জিভে পানি চলে আসলো। রেসিপিটি দেখতে খুবই লোভনীয় হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে পটলের খুবই ইউনিক এবং দুর্দান্ত একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

অসাধারণ একটি পোস্ট করেছেন দাদা আসলে পটল রেসিপি কনটেস্টে আমার মনে হয় এটাই সবচেয়ে ইউনিক রেসিপি ‌🥰 আসলে এই রেসিপিটা আমি আগে কখনোই খাইনি তবে আপনি যেভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। ধন্যবাদ আপনাকে দাদা ভালোবাসা নেবেন। 🙏

পটল দিয়ে যে এত সুন্দর করে পোলাও রান্না করা যায় এর আগে আমি জানতাম না। পটল দিয়ে পোলাও রান্নার প্রক্রিয়া গুলো পড়ে সত্যি আমি সম্পূর্ণরূপে মুগ্ধ হয়ে গেছি। আমার জন্য সম্পূর্ণ নতুন একটি রেসিপি পোস্ট। অনেক সুন্দর করে পটল দিয়া পোলাও রান্নার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

উফফ, কী দেখছি! পটল পোলাও! সেরা লাগছে দেখতে। খেতেও যে ভালো হবে। বোঝা শেষ। দারুন দাদা। শুভ কামনা রইল।

পটল পোলাও রেসিপিটা খুবই সুন্দর হয়েছে দাদা ।জিভে জল আসার মত। খুব ভালো করেছেন একেবারে ইউনিকm উপস্থাপনা ও বর্ণনা ও ভীষণ সুন্দর হয়েছে। ধন্যবাদ দাদা।।

বেশ দারুন তো ভাই আপনি মায়ের কথামতো পটলের পোলাও রান্না করেছেন। খুব সুন্দরভাবে পটল দিয়ে কিভাবে পোলাও তৈরি করতে হয় তা আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দাদা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনার প্রতি অনেক শুভকামনা রইল।