নমস্কার বন্ধুরা,
বড়িশাতে চমৎকার দুখানি পুজো মণ্ডপ ঘুরে বেহালা পৌঁছতেই চমক পেলাম। সেই চমক এলো অজানা অচেনা ছোটো পুজো সমিতির হাত ধরে। সেইখান থেকে সোজা পৌঁছলাম, বেহালা নূতন দলের দুর্গা পুজোতে। নূতন দল খুবই সুপরিচিত এবং তারা কেন কলকাতা শহরতলির অন্যতম আকর্ষণীয় পুজো সেটা তাদের মণ্ডপে ঢুকেই বুঝতে পারলাম। চলতি বছরে নূতন দল পুজো কমিটি এক বিশেষ দৃষ্টিকোণ থেকে তাদের পুজোর ভাবনা বেছে নিয়ে উদযাপন করছে। পুজোর মূল থিম হলো ভারত এবং আয়ারল্যান্ডের কূটনৈতিক সম্পর্ক, যা ৭৫ বছরে পদার্পণ করলো। দুই দেশের সুদীর্ঘ সম্পর্ক নিয়ে পুজোর ভাবনা এক অন্য রকম নজির। দুই দেশের মেলবন্ধনকে উদযাপন করতে নতুন দলের পুজোয় মণ্ডপ ও প্রতিমা গড়ে তোলা হয়েছে।
বেহালার নূতন দল দু দেশের ঐতিহাসিক মুহূর্তকে তাদের পুজোর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। দুই দেশের শৈল্পিক ঐতিহ্য মিশিয়ে তৈরি হয়েছে মন্ডপ। মা দুর্গার সাথে মণ্ডপে স্থান পেয়েছে আইরিশ দেবী "দনু"। মন্ডপের ভাবনায় সামিল হয়েছেন দুই আইরিশ শিল্পী। নুতন দলের এবছরের থিম "কল্পনা," যা দুই দেশের শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনকে উদযাপনের ভাবনা। মন্ডপের পাশপাশি প্রতিমায় আয়ারল্যান্ডের দেবী দনু এবং দেবী দুর্গার এক অভূতপূর্ব সমন্বয় ফুটিয়ে তোলা হয়েছে। মন্ডপটি পুরোপুরি রূপে পরিবেশবান্ধব উপকরণ, যেমন বাঁশ ও কাঠ দিয়ে তৈরি, যা দুই দেশের ঐতিহ্যবাহী শিল্পকলার মেলবন্ধন প্রকাশ করে।
নূতন দলের পুজো শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ভারত ও আয়ারল্যান্ডের সম্পর্ক, দুদেশের সাংস্কৃতিক আদান-প্রদান এবং ঐতিহাসিক মেলবন্ধনের একটি জ্বলন্ত উদাহরণ হিসেবে ফুটে উঠেছে। বাঁশ, কাঠের মতো উপাদান দিয়ে তৈরি হয়েছে মন্ডপ ও মায়ের প্রতিমা। প্রকৃতিকে মূল ভাবনায় রেখে স্তরে স্তরে প্রাকৃতিক উপাদানকে শিল্পের রূপে সাজানো হয়েছে।
মা দুর্গার প্রতিমা এখানে দুদেশের মেলবন্ধনের অদ্ভুত নজির। ভারত ও আয়ারল্যান্ড, দুই দেশের শিল্পের ছোঁয়ায় সেজে উঠেছেন মা।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেহালার পুজো মন্ডোপটির চিত্রকর্মগুলো অভাবনীয়। আহ এক দেখাতেই চোখ জুড়িয়ে যাচ্ছে! কি নান্দনিক ভাবে সব কিছু সাজানো তাও আবার বাশ এবং কাঠ দিয়ে। শিল্পীদের প্রতিভার কোন তুলনা হয়না।মুগ্ধতা রেখে গেলাম দাদা প্রশংসা করার ভাষা পাচ্ছি নাহ!অনেক ইতিহাস জানতে পারলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেহালার আরেকটি পূজা মন্ডপ আপনার পোস্টে দারুন সুন্দর করে উঠে এলো। বেশ কিছুদিন ধরে আপনার পোস্টগুলি যেন পুরো পুজো পরিক্রমা করিয়ে দিল আমাদের। আর বেহালার নুতন দল পূজা মন্ডপটি দারুন সুন্দর হয়েছে। আপনার ছবিগুলির মাধ্যমে সেই পূজাটি দর্শন হয়ে গেল আমাদের সকলের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেহালা নূতন দলের থিমটা তো দেখছি দারুণ। ভারত এবং আয়ারল্যান্ডের কূটনৈতিক সম্পর্ক আসলেই খুব ভালো। যাইহোক তাদের সম্পূর্ণ আয়োজন দেখে ভীষণ ভালো লাগলো দাদা। তাছাড়া ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit