টিভি সিরিজ : দ্য উইচার - আ গ্রেন অফ ট্রুথ

in hive-129948 •  3 years ago 

নমস্কার বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ। আপনাদের মাঝে আমি নেটফ্লিক্স টিভি সিরিজ দ্য উইচারের দ্বিতীয় সিজনের পর্ব গুলির রিভিউ নিয়ে হাজির হলাম। আগে আমি দ্য উইচারের প্রথম সিজনের আটটি পর্ব রিভিউ করে ফেলেছি আজ থেকে নতুন সিজনের রিভিউ পর্ব শুরু করলাম।

দ্য উইচার সিরিজ পোল্যান্ডের উপন্যাসিক আন্দ্রেজ সাপকোস্কির দ্য উইচার নামক উপন্যাসেরর উপর ভিত্তি করে তৈরী হয়েছে। দ্য উইচারের গল্প মধ্যযুগীয় প্রেক্ষাপটে দ্য কন্টিনেন্ট নামক জায়গার উপর। যেখানে জেরাল্ট দ্য উইচার অফ রিভিয়া, প্রিন্সেস সিরিলা ও ইয়েনেফার অফ ভেঙ্গাবার্গ হলো মূল চরিত্রে।


প্রাপ্তি : YouTube


পর্ব
আ গ্রেন অফ ট্রুথ
পরিচালক
স্টিফেন সার্জিক
অভিনয়
হেনরি ক্যাভিল, আনয়া চলত্রা, জোয়ি ব্যাটি, ফ্রেয়া আ্যলান
চিত্রনাট্য
ডেকলান ডে ভারা
মুক্তি
১৭-শে ডিসেম্বর, ২০২১
দেশ
আমেরিকা
ভাষা
ইংরেজি
সময়
৬৩ মিনিট

পটভূমি

শুরুতেই দেখি মধ্যরাতে এক বণিক ও দুই মহিলা ঘোড়ার গাড়িতে চেপে একটি পরিত্যক্ত গ্রামে পৌঁছে পান্থশালার সন্ধান করছে কিন্তু সেখানে কোনো জন মানুষের দেখা নেই। যদিও কিছুক্ষণ পরে হঠাৎ একটি অজানা প্রাণী তাদের আক্রমণ করে মেরে ফেলে।

অন্যদিকে সোডেন হিলের যুদ্ধের পর জেরাল্ট ও সিরির সাথে জাদুকরী টিসিয়ার দেখা হয়। টিসিয়া জেরাল্টকে জানায় ইয়েনেফার যুদ্ধে মারা গেছে। জেরাল্ট তারপর সিরিকে নিয়ে যুদ্ধেক্ষেত্র থেকে চলে যায়।


ইয়েনেফারের জ্ঞান ফিরে আসলে বুঝতে পারে ইয়েনেফারকে ফ্রিঞ্জিলা কিছু নিলফগার্ডিয়ান সেনার মদতে বন্দি করেছে।


পথে অন্ধকার নেমে এলে জেরাল্ট সিরিকে নিয়ে তার বন্ধু নিভেলেনের প্রাসাদে যায়। প্রাসাদে পৌঁছলে এক সিংহের মতো মুখওয়ালা প্রাণী তাদের আক্রমণ করে বসে কিছুক্ষণ পর সেই প্রাণী নিজের পরিচয় দেয়, সেই আসলে নিভেলেন। নিভেলেন বলে যে টেম্পেলের এক প্রিস্ট তাকে অভিশাপ দেয় ফলে সে জন্তুতে পরিণত হয়ে গেছে। প্রাসাদে নিভেলেন জেরাল্ট ও সিরির খাওয়া দাওয়ার ব্যবস্থা করে।

রাত বাড়লে জেরাল্ট নিকটবর্তী গ্রামে তদন্ত করতে যায় সেখানে গিয়ে জেরাল্ট বণিকদের দেহ খুঁজে পায়। দেহ গুলো পরীক্ষা করে জেরাল্ট বুঝতে পারে ব্রুক্সা জাতের ভ্যাম্পায়ার বণিকদের আক্রমণ করেছিলো। আর ব্রুক্সার জন্যই গ্রামবাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়।

জেরাল্ট তারপর প্রাসাদে ফিরে এসে নিভেলেনের ঘরের কাছে যায়। জেরাল্ট দেখতে পায় ব্রুক্সা নিভেলেনের রক্ত ​​পান করছে। জেরাল্টকে দেখতে পেয়ে ব্রুক্সা আক্রমণ করে। দুজনের মারামারি হয়। শেষ পর্যায়ে গিয়ে ব্রুক্সা সিরিকে খুন করতে উদ্যত হয় তখন নিভেলিন সেটিকে হত্যা করে। তারপর জেরাল্ট ব্রুক্সার মৃতদেহে আগুন ধরিয়ে দেয় যার ফলে নিভেলেনের অভিশাপ উঠে যায়।

নিভেলেন তখন স্বীকার করে যে সে ব্রুক্সাকে ভালোবেসে ফেলেছিল তাই তার পাশের গ্রামে আক্রমণ করা থেকে তাকে থামাতে পারেনি। নিভেলেন তারপর জেরাল্টকে তাকে হত্যা করার জন্য অনুরোধ করে, কিন্তু জেরাল্ট তা করতে অস্বীকার করে। জেরাল্ট সিরিকে নিয়ে নিভেলেনের প্রাসাদ থেকে বেরিয়ে চলে যায়।


অপর দিকে ফ্রিঞ্জিলা ইয়েনেফারকে বন্দী করে সিনট্রার দিকে নিয়ে যাওয়ার পথে রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে এক জায়গায় রাত কাটানোর জন্য ডেরা বাধে। সেখানে অতর্কিত হামলা হয় তার ফলে ফ্রিঞ্জিলা আর ইয়েনেফার বাদ দিয়ে বাকিরা মারা যায়।


আমার অভিমত

রোমাঞ্চ আমার খুবই পছন্দের। উইচার সিরিজের প্রথম সিজনের পর দ্বিতীয় সিজনের অধীর অপেক্ষায় ছিলাম।সিজনের প্রথম পর্বই রোমাঞ্চে ভরপুর। চরিত্র নির্বাচন থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি, গল্প প্রতিটি দিক থেকেই অসাধারণ।

জেরাল্ট চরিত্রে হেনরি ক্যাভিল দারুন মানিয়েছে। প্রেক্ষাপট অনুযায়ী সিনেমাটোগ্রাফি অসাধারণ। প্রথম পর্বে সিরিকে নিয়ে জেরাল্ট তার বাড়ির পথে রওনা হয়েছে। অন্যদিকে ইয়েনেফার বন্দি হয়ে অদৃশ্য আক্রমনের সম্মুখীন হয়েছে।


রেটিং

পরিচালনা১০
কাহিনী১০
অভিনয়১০


Support @heroism Delegating your SP

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দুনিয়াতে মানুষ যেমন রয়েছে বিভিন্ন দৃষ্টিভঙ্গির ঠিক তেমনি তাদের চাওয়া পাওয়া ভালোলাগার অনুভূতিগুলো ভিন্ন রকমের হয়ে থাকে। আপনি সুন্দর একটি সিরিজ নিয়ে আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন। জানিনা শুনে খারাপ লাগবে কিনা, তবে আমি এই জাতীয় অভিনয় গুলো মোটেও পছন্দ করি না। আপনার রিভিউ টা বেশ পছন্দ হয়েছে আমার।

টিভি সিরিজ : দ্য উইচার - আ গ্রেন অফ ট্রুথ
সিরিজটির রিভিও দেখে মনে হচ্ছে ভালোই রোমাঞ্চকর হবে। কিন্তু এই সিরিজটি কিভাবে পাব। এর কি কোন লিংক দেয়া যায়। ধন্যবাদ দাদা, এত সুন্দর ভাবে রিভিউ দেয়ার জন্য।

দ্য উইচার। আমার দেখা সর্বকালের সেরা ওয়েব সিরিজের তালিকায় এই নামটি অবশ্যই থাকবে। এর প্রত্যেকটি চরিত্র এত সুন্দর ভাবে অভিনয় করেছে এবং চিত্রগুলো এতটা বাস্তবিক ভাবে ফুটিয়ে তুলেছে যা সত্যিই প্রশংসনীয়। আপনার রিভিউটি ও চমৎকার ছিলো।