নমস্কার বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ। আপনাদের মাঝে আমি নেটফ্লিক্স টিভি সিরিজ দ্য উইচারের দ্বিতীয় সিজনের দ্বিতীয় পর্বের রিভিউ নিয়ে হাজির হলাম।
দ্য উইচার সিরিজটি পোল্যান্ডের উপন্যাসিক আন্দ্রেজ সাপকোস্কির দ্য উইচার নামক উপন্যাসের উপর ভিত্তি করে তৈরী হয়েছে। দ্য উইচার মধ্যযুগীয় প্রেক্ষাপটের উপর দ্য কন্টিনেন্ট নামক জায়গায়, যেখানে জেরাল্ট দ্য উইচার অফ রিভিয়া, প্রিন্সেস সিরিলা ও ইয়েনেফার অফ ভেঙ্গাবার্গ হলো মূল চরিত্র।
ইয়েনেফারের স্বপ্নে দেখছে তার ও জেরাল্টের সুখের কিন্তু হঠাৎই তার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হলো যখন ইয়েনেফার ও জেরাল্টের সন্তানের দোলনাটিতে আগুন লেগে গেলো।
দুঃস্বপ্ন দেখার পর ইয়েনেফারের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ইয়েনেফারের ঠাহর করতে পারে তাকে ও ফ্রিঞ্জিলাকে এলভেন সেনাবাহিনী বন্দী করেছে। জ্ঞান ফেরার পর ইয়েনেফার ও ফ্রিঞ্জিলাকে এলভেন সেনাপ্রধান ফিলাভ্যান্ড্রেল এলভসদের নতুন প্রধান ফ্রান্সেসকার কাছে নিয়ে যায়। ফ্রিঞ্জিলা সেখানে গিয়ে নিজের পরিচয় দেওয়ার মাত্র ফ্রান্সেসকা ফ্রিঞ্জিলাকে জাদুর সাহায্যে অজ্ঞান করে দেয়। তারপর ফ্রান্সেসকা ফিলাভ্যান্ড্রেলকে প্রশ্ন করে যে সে কেন ওই দুজনকে এখনও হত্যা করেনি। ফিলাভ্যান্ড্রেল উত্তরে বলে যেহেতু ইয়েনেফার ও ফ্রিঞ্জিলাকে দুজনেই মানুষ তাই তারা পরে কাজে লাগতে পারে, কিন্তু ফ্রান্সেসকা তাতে আশ্বস্ত হয় না। ইয়েনেফার তখন নিজের এলফ বংশের কথা বলে, তাতেও ফ্রান্সেসকা আশ্বস্ত হয়না৷ ফ্রান্সেসকা তারপর ফিলাভান্ড্রেলকে মনে করিয়ে দেয় "হোয়াইট রোবড ওয়ান" তাদের পথ পরিদর্শন করে নিয়ে চলেছে আর তারা যখন গন্তব্যে পৌঁছে যাবে তখন ফিলাভ্যান্ড্রেল যেন ইয়েনফার এবং ফ্রিঙ্গিলার মাথা এলভেন গৌরবের স্মারক হিসাবে আরেতুজাতে পাঠিয়ে দেয়।
অন্যদিকে জেরাল্ট সিরিকে নিয়ে জেরাল্টের আশ্রয়স্থল কের মরহেনে পৌঁছায়। সেখানে জেরাল্ট অন্যান্য উইচারদের সাথে পুনর্মিলিত হয়। সবাই জেরাল্টকে গলা জড়িয়ে ধরে স্বাগত জানায়। ভেসেমির তখন আরো একটি শীতকাল বেঁচে থাকার জন্য সবাইকে অভিবাদন করে। ঠিক তখনই, আরেক উইচার এসিকিয়েল প্রবেশ করে ও জেরাল্টকে আলিঙ্গন করে। এসিকিয়েল তার লড়াইয়ের কাহিনী শোনায়। সেই কথা শুনে সিরি হেসে ফেলে। ভেসেমির তারপর কের মরহেনে সিরিকে আনার জন্য জেরাল্টকে জিজ্ঞাসাবাদ করে। জেরাল্ট ল অফ সারপ্রাইজের কথা বলে, ভেসেমির তখন জেরাল্টকে সতর্ক করে দেয়।
অপরদিকে ইয়েনেফার ও ফ্রিঞ্জিলা দুজনেই স্বপ্নে লাল এবং কালো পোশাকের পরিহিত অবয়ব দেখেতে পায় তারা সেকথা ফিলাভান্ড্রেলকে বলে ও পরামর্শ দেয় যে তারা সম্ভবত এলভদের সাহায্য করতে সক্ষম হবে।
ফ্রান্সেসকার আদেশে এলভসরা এক ধ্বংসপ্রাপ্ত মনোলিথের কাছে খনন কার্য শুরু করে। ফ্রান্সেসকার বিশ্বাস যে তার স্বপ্নের ব্যক্তি হলেন এলভেন দেবতা ইথলিন যিনি মুক্তি পেলে এলভসদের পুরোনো গৌরব ফিরিয়ে আনতে পারবেন। তারা মনোলিথের ভেতরে একটি বেদীর আবিস্কার করে। ইয়েনেফার বেদীটির কাছে গিয়ে মন্ত্র পাঠ করে যা মনোলিথের নীচে একটা সুড়ঙ্গ হয়ে যায় যা জঙ্গলের মধ্যে কুঁড়েঘরের দিকে নিয়ে যায়।
কুঁড়েঘরের কাছে গেলে জাদুকরী প্রকট হন। জাদুকরী তিনজনকে আলাদা আলাদা সত্ত্বা দেখান। ইয়েনেফার ছোটবেলার টিসিয়াকে দেখতে পায়, ফ্রিঞ্জিলা সম্রাট ইমিরকে আর ফ্রান্সেসকা ইথলিনকে দেখে। তারপর তারা অজ্ঞান হয়ে যায়।
জঙ্গলে মাঝে ইয়েনেফারের জ্ঞান ফিরে আসে। সেখানে আবার ফ্রিঞ্জিলার সাথে ইয়েনেফারের দেখা হয় ফ্রিঞ্জিলা তাকে জানায় যে তারা আর বন্দি নয়, ফ্রিঞ্জিলা এখন ফ্রান্সেসকার সেনার সাথে যোগ দিয়েছে। পুরানো দেবতারা এলভস ও নিলফগার্ডের মধ্যে জোট চান তাই তাদের এই পদক্ষেপ। ইয়েনেফার উভয়কেই বোকা বলে, কারণ হিসেবে বলে তারা যে দুষ্ট জাদুকরীটির মুখোমুখি হয়েছিল সে কোনো দেবতা নয়, কিন্তু ফ্রিঞ্জিলা তা বিশ্বাস করতে অস্বীকার করে।
অন্যদিকে কের মরহেনের পার্টি শেষের পর জাদুকরদের মেডেলগুলি কাঁপতে শুরু করে যেটা ইঙ্গিত দেয় যে কাছে পিঠেই কোনো জন্তু আছে। জেরাল্ট দূর্গে খুঁজতে করে। জেরাল্ট খুঁজে পায় এসকিয়েলই লেশে রূপান্তরিত হয়েছে। লেশ রুপি এসকিয়েল বাকি উইচারের আক্রমণ করলে জেরাল্টকে তাকে হত্যা করে দেয়।
উইচাররা তারপর এসকিয়েলকে উৎসর্গ করে স্মৃতিচারণ করে।
সবকিছু শেষ হলে জেরাল্ট সিরিকে দূর্গের বাইরে নিয়ে গিয়ে তার প্রশিক্ষণ দেওয়ার কথা বলে প্রশিক্ষণ দেওয়া শুরু করে।
অন্যদিকে ইয়েনেফার পোর্টাল খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। ইয়েনেফার বুঝতে পারে যে সে শক্তিহীন হয়ে পড়েছে।
রোমাঞ্চ আমার বরাবরই খুবই পছন্দের। দ্য উইচারের প্রথম সিজন দেখার পর থেকেই দ্বিতীয় সিজনের জন্য অধীর ভাবে অপেক্ষা করছিলাম। প্রথম সিজনের মতোই দ্বিতীয় সিজনও নিরাশ করেনি। চরিত্র নির্বাচন, সিনেমাটোগ্রাফি, গল্প সব গুলো দিকই অসাধারণ হয়েছে।
দ্বিতীয় পর্বের শুরুটা তেমন ভালো না লাগলেও শেষের দিকে এসকিয়েলের সাথে যুদ্ধ আর অন্যদিকে ইয়েনেফারের জাদু শক্তি হারিয়ে যাওয়া দুই মিলিয়ে জমজমাট হয়ে যায়। পরের পর্বে কি হয় সেটাই এখন দেখার অপেক্ষা।
পরিচালনা | ৯ |
কাহিনী | ৯ |
অভিনয় | ৯ |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আশা করি দাদা, ভালো আছেন? আজকে আপনি খুব চমৎকার একটি ওয়েব সিরিজ রিভিউ দিয়েছেন দেখে খুব ভালো লাগলো। অত্যন্ত রোমাঞ্চকর এই টিভি সিরিজ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আবার দাদা তামিল ছবির অনেক ভক্ত প্রতিদিন তামিল ছবি না দেখলে আমার ঘুম আসেনা। আগে অনেক ইংলিশ মুভি দেখতাম কিন্তু এখন ইংলিশ ছবির প্রতি আগ্রহ আসেনা। তোকে এডভান্সার মূলক গল্প ও কাহিনী পড়তে আমার অনেক ভালো লাগে। অস্ট্রেলিয়া সিরিজের গল্পগুলো অনেক পড়েছি। তবে তিন মিনিটের ট্রেইলার ভিডিওটি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ দাদা অ্যাডভেঞ্চার' মূলক একটি সিরিজ সম্পর্কিত ধারনা আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit