শুভ জন্মদিন দাদা 👑

in hive-129948 •  18 days ago  (edited)

1000063602.png

Made with Canva & Snapseed

নমস্কার বন্ধুরা,

আজকের দিনটি আমার বাংলা ব্লগের আমাদের বৃহত্তর পরিবারের কাছে অত্যন্ত বিশেষ একটি দিন। আজ আমাদের প্রিয় @rme দাদার জন্মদিন। আমাদের ভালোবাসার মানুষ, আমাদের সকলের মাথার মহীরুহ, আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদার শুভ জন্মদিন। উনি আমার শুধুমাত্র দাদা নন, আমার জীবনের পিতৃসম আশ্রয়, পথপ্রদর্শক, এবং অনুপ্রেরণা। আজকের তার বিশেষ দিনে আমি আমার লেখার মাধ্যমে সেই মানুষটির কাছে শুভেচ্ছা বার্তা ও ভালোবাসা পাঠিয়ে দিতে চাই।

আজ "আমার বাংলা ব্লগে" আমার প্রায় চার বছর হয়ে গেছে, এই চার বছরে দাদার কাছ থেকে কতো কিছু পেয়েছি, কতো কিছু শিখেছি ও শিখেই চলেছি। দাদার জন্য শুধু আমার আর্থিক সচ্ছলতা হয়েছে তাই নয়। প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে দাদাকে পাশে পেয়েছি, ভুল পথে গেলে দাদা সঠিক পথ দেখিয়েছে। দাদার সাথে কাটানো সব মুহূর্ত আমার কাছে জীবনের অন্যতম মূল্যবান সম্পদ। জীবনে যেটুকু সাফল্য পেয়েছি, সেটার পেছনে দাদার অবদান অনস্বীকার্য। দাদাকে পাশে পেয়েছি বলে, জীবনে এগোতে পারছি। আমার মতো সাধারণ একজনকে জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছ। নিজের মনের ভাব, দক্ষতা, পারদর্শিতা সবকিছু দেখানোর সুযোগ দিয়েছ। সেই জন্য আমার তরফ থেকে দাদার জন্য রইলো অসংখ্য ধন্যবাদ, ভালবাসা এবং প্রণাম। আজ স্টিমিটের মতো ডিসেন্ট্রালাইজড প্লাটফর্মে বাংলা ও বাঙালির জন্য দাদার প্রতিদান অপরিসীম। দাদার কঠোর পরিশ্রম, দূরদর্শিতা ও দক্ষতার জোরে স্টিমিটে আমার বাংলা ব্লগ আজ উচ্চশিখরে।

দাদার কঠোর পরিশ্রম, স্নেহ, আর মমতা আমাকে অনুপ্রেরণা দেয়। আসলে দাদার ভাবনা, কর্মপদ্ধতি সব কিছু অনুপ্রেরণা দায়ক। দাদার সহজ-সরল জীবন যাত্রা আর ন্যায়পরায়ণতা থেকে দারুণভাবে উদ্বুদ্ধ হই। জীবনের প্রতিটি বাঁকে যে ভালোবাসা দাদার থেকে আমি পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। দাদার থেকে আরো কতো কিছু শেখার আছে, কতো কিছু জানার আছে। তবে তোমার থেকে এখন যেটা শিখতে চাই, সেটি হলো তোমার মতো দায়িত্ববান হওয়া।

আজ যখন সেই মানুষটির জন্মদিন, তখন শুভেচ্ছা বার্তা লেখার সময় স্বাভাবিক ভাবে উপমা কম পড়ে যায়। তোমার বিশেষ দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তোমার দীর্ঘায়ু হোক, তোমার সর্বদা সুস্বাস্থ্য বজায় থাকুক, এবং জীবন সবসময় সুখময় হোক।। শুভ জন্মদিন, প্রিয় দাদা। তুমি খুব, খুব, খুব ভালো থাকো, সবসময় হাসি-খুশি থাকো। ঈশ্বর তোমাকে আর্শীবাদ করুন।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

দাদার মতো সৎ এবং বুদ্ধিমান মানুষ আমি খুব কম দেখেছি। দাদা সত্যিই খুব ভালো মনের একজন মানুষ। দাদার জীবনের প্রতিটি মুহূর্ত আরও সুন্দর হোক এবং দাদা দীর্ঘায়ু হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

দাদা যেভাবেই পথ দেখিয়ে সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে আমি এই কদিনেই বুঝতে পেরেছি। দারুন সুন্দরভাবে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলেন দাদার কাছে। আবার আপনার পোষ্ট থাকে দাদাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই। তিনি সব সময় ভীষণ ভালো থাকুন এবং সপরিবারে আনন্দে দিন অতিবাহিত করুন। ভগবান তার মঙ্গল করুন।

শুধু আপনার ক্ষেত্রে নয় বাংলা ব্লগ পরিবারের প্রতিটা ইউজারের ক্ষেত্রেই দাদা বটো বৃক্ষের মতো ছায়া হয়ে আছে। এই মানুষটা শুধু আপনাকে অনুপ্রেরণা দেয়নি অনুপ্রেরণা দিয়েছে পুরো বাংলা ব্লগ পরিবারকে যেটা এখনো আবদ্ধ হয়ে আছে। এই মহৎ মানুষের জন্য অবিরাম ভালোবাসা। শুভ জন্মদিন দাদা।

দাদার জন্মদিন আমাদের জন্য অনেক স্পেশাল। আমার সবচাইতে বেশি ভালো লাগে দাদার মানসিকতা টা। এতো অসাধারণ মানসিকতা এমন মনোবল সত্যি অন‍্যদের মধ্যে একেবারেই দেখা যায় না। দাদা কে জন্মদিনের অনেক অনেক শুভকামনা।

আমি নতুন ইউজার হয়েও এই কয়দিনে দাদার গুরুত্বটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। দাদার প্রতিভা এবং দক্ষতা দেখে অবাক হয়ে যায় আর ভাবি একটা মানুষ কিভাবে এত বুদ্ধিমান। সবাইকে কিভাবে আগলে রাখে। সেই দাদার জন্মদিনে দাদাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।