নমস্কার বন্ধুরা,
মেলায় গিয়ে মেলার খাবার দাবার একটু সাবধানেই খেতে হয়, একটু এদিক ওদিক হলো মানেই পেট খারাপ করার সামিল। সেজন্য বেছে বেছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের দোকান থেকে খাওয়া বুদ্ধিমানের কাজ। তবে কেউ যখন ঘুরতে যায় তখন কি অত ভাবনা চিন্তা মাথায় আসে, নূন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন হলেই হয়ে যায় আরকি। মেলায় খেলনা , প্রসাধনীর পাশাপাশি প্রচুর খাবার-দাবারের দোকান পেলাম, সবের মধ্যে দু ধরনের খাবার খেলাম আর বাকি কয়েকটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে থাকলাম। সচরাচর বাইরের খাবার একটু ব্যতিরেকে চলার চেষ্টা করি কিন্তু মেলায় গেলে অত কিছু ভাবনা চিন্তা রাখলে হয় না। কি মনে হয় আপনাদের?
নানা ধরনের রাইড গুলোর পাশেই পেলাম একটা খুব সুন্দর হাওয়াই মিঠাইয়ের দোকান। হাওয়াই মিঠাই হলো মূলত রঙিন চিনি! সে যাই হোক, দোকানের নান্দনিকতা আমার যারপরনাই সুন্দর লেগেছে, মানুষজনের ভীড় কম থাকলে দারুন একখানা ফটোগ্রাফ আপনাদের দেখাতে পারতাম এ ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও যখন হাওয়াই মিঠাইয়ের দোকানের সামনে দিয়ে মানুষজনের যাতায়াত কমলো না তখন একটা ছবি তুললাম। যেটা মেলার এক অন্য রূপ দেখিয়ে দেয়। যেখানে বহু দোকানে মানুষ ভীড়, সেখানে এই দোকানটি বেশ ফাঁকা।
কাঙ্খিত ছবি না পেয়ে, ফের হাঁটা শুরু করে দিলাম। উল্টো পাশেই পেলাম দারুন একটি বস্তু, ভুট্টার খই, ওই পপকর্ন আরকি। গরম গরম ভুট্টার খই হতে দেখে এক প্যাকেট কিনে নিলাম। দাম খুব একটা বেশি না আবার স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতার ভালোই ছিলো। পথে যেতে যেতেই খুব তাড়াতাড়ি প্যাকেট শেষ করে ফেললাম, তখন মনে হচ্ছিলো আরেক খানা প্যাকেট নিলে মন্দ হতো না।
পপকর্ন তাড়াতাড়ি শেষ হওয়ায় মনটা অল্প উদাসীন হয়ে গেলো, আরেকটা প্যাকেট নিলেই পারতাম। মন খারাপ বেশিক্ষণ টিকলো না, গরম জিলাপি নামানো দেখে। গরম জিলাপি দেখে সেইখানে ছুটে গেলাম। এই জিলিপি এমন একটা বস্তু যেটা মেলায় খোলা অবস্থাতে থাকলেও আমি ছাড়ি না। কেন জানি আমার কাছে মেলা এবং জিলাপি সমার্থক। আধ কিলো গরমা গরম জিলাপি খেতে খেতে এগোতে থাকলাম।
পথে দেখতে পেলাম, ফুচকার দোকান। অবাক হওয়ার অনেকটাই বাকি ছিলো আরকি। 😆
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে মেলায় গিয়ে গরম গরম জিলাপি খাওয়ার মজাই আলাদা। তাছাড়া মেলায় গিয়ে ভিন্ন ধরনের খাবার পেলে,আমি সেটা কখনোই মিস করি না। স্বাস্থ্যকর খাবারের কথা চিন্তা করলে,বাহিরে বের হয় না খেয়েই থাকতে হয় দাদা হা হা হা। তাই মাঝেমধ্যে সবকিছু ভুলে যেটা হাতের সামনে পাওয়া যায়, সেটা খেয়ে নিলেই ভালো। যাইহোক বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেলা আর জিলাপি অনেকের কাছেই সমার্থক শব্দই! গরম গরম জিলাপি ছাড়া কোনভাবেই যেন মেলা ঠিক জমে না! আর গরম গরম এই পপকর্ন খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর হাওয়াই মিঠাই এর দোকানটি আসলেই বেশ নজরকাড়া ভাবেই সাজানো!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit