নমস্কার বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সুস্থ। আজ আমি আপনাদের মাঝে নেটফ্লিক্স টিভি সিরিজ দ্য উইচারের প্রথম সিজনের সপ্তম পর্বের রিভিউ নিয়ে হাজির হলাম। আগে আমি দ্য উইচারের প্রথম ছটি পর্ব রিভিউ করে ফেলেছি।
দ্য উইচার সিরিজটি পোল্যান্ডের উপন্যাসিক আন্দ্রেজ সাপকোস্কির দ্য উইচার নামক উপন্যাস সিরিজের উপর ভিত্তি করে তৈরী। দ্য উইচারের গল্প মধ্যযুগীয় প্রেক্ষাপটে দ্য কন্টিনেন্ট নামক জায়গার উপর। যেখানে উইচার অফ রিভিয়া ও প্রিন্সেস সিরিলা হলো মূল চরিত্রে।
পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে জেরাল্ট দেখতে পায় বিশাল নিলফগার্ডিয়ান আর্মি সিনট্রার দিকে অগ্রসর হচ্ছে।
যা দেখে জেরাল্ট সিনট্রা পৌঁছে মাউস্যাকের সাথে দেখা করে। জেরাল্ট মাউস্যাকের কাছে তাঁর চাইল্ড অফ সারপ্রাইজের সম্পর্কে জানতে চাইলে তখন মাউস্যাক সিরিলার নাম বলে। মাউস্যাক এও জানায় সিরিলার মা ও বাবা দুজনেই কয়েক বছর আগে সমুদ্রে মারা যায়। তারপর পর থেকে সিরিলা ঠাকুরমা ক্যালান্থের কাছেই বড় হয়েছে। জেরাল্ট মাউস্যাককে নিলফগার্ডিয়ান আর্মির সিনট্রার দিকে অগ্রসর হওয়া অবগত করলে মাউস্যাক বলে সিনট্রা যুদ্ধের জন্য প্রস্তুত। ঠিক সেই মুহূর্তে রানী ক্যালান্থের সৈন্যরা জেরাল্ট মাউস্যাকের মাঝে উপস্থিত হয়।
পালানোর পথ না দেখে জেরাল্ট মাউস্যাককে বন্দি করে ফেলে। মাউস্যাক তখন বাধ্য হয়ে পোর্টালের তৈরী করে জেরাল্ট ও নিজেকে নিরাপদ স্থানে নিয়ে চলে আসে।
জেরাল্ট তারপর রানী ক্যালান্থের কাছে সিরিকে দাবি করে। ক্যালান্থে সিরিকে দেওয়ার ভান করে অন্য আরেকটি মেয়েকে সিরি বলে পরিচয় দেয়। কিন্তু জেরাল্ট ক্যালান্থের প্রতারণা ধরতে পেরে যায়। জেরাল্ট প্রতারণার বিষয়ে ক্যালান্থের মুখোমুখি হলে ক্যালান্থে তাকে বন্দী করে ফেলে।
অন্যদিকে ইয়েনেফার নিফগার্ডিয়ান সেনার একটি প্রত্নতাত্ত্বিক খনন স্থানে পৌঁছায় ও ইস্ট্রেডের সাথে দেখা করে।
ইস্ট্রেড তাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করতে ইচ্ছা প্রকাশ করে কিন্তু ইয়েনেফার ইস্ট্রেডকে নাকচ করে দেয়। সেনা ছাউনিতে ইয়েনেফারের সাথে দেখা হয় আরেক জাদুকর ভিলফোর্টজের সাথে। যার সাথে ইয়েনেফার আরেতুজাতে ফিরে আসে।আরেতুজাতে নিলফগার্ডের সিনট্রা আক্রমণ নিয়ে জাদুকর দের মধ্যে বিতর্ক হয়। সেখানে ইয়েনেফার নিলফগার্ডের সিনট্রা আক্রমণের বিরোধিতা করে।
ব্রাদারহুড তারপর নিজেদের মধ্যে ভোট দেয় যে তাঁরা সিনট্রাকে সাহায্য করবে নাকি নিরপেক্ষ থাকবে। যেখানে বেশিরভাগ জাদুকররা নিরপেক্ষ থাকার সমর্থনে দাঁড়ায়। কিন্তু টিসিয়া, ভিলফোর্টজ, ট্রিস ও অন্যান্য কিছু জাদুকররা লড়াই করার সিদ্ধান্ত নেয়।টিসিয়া ইয়েনেফারকেও তাদের সঙ্গে যোগ দিতে রাজি করিয়ে ফেলে।
অপরদিকে নিলফগার্ড সেনা সিনট্রা আক্রমণ করে, সিনট্রাকে পর্যদুস্ত করে সিনট্রার রাজ দুর্গ ভেঙে প্রবেশ করে ফেলে। রানী ক্যালান্থে তখন সিরিকে জেরাল্টের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, কিন্তু নিলফগার্ড সেনার আক্রমণের সময় জেরাল্ট তার বন্দি দশা থেকে পালিয়ে যায়। সিনট্রা থেকে পালিয়ে সিরি এক গ্রামের বাজারে পৌঁছায়।
সিরিকে একা দেখে জোলা নামের এক মহিলা সিরিকে সতর্ক থাকার জন্য উপদেশ দেয়। কিন্তু সিরি সে কথায় ভ্রুক্ষেপ না করে বাজারে একটি ঘোড়া চুরি করে পালিয়ে যায়। রাতের বেলায়, চুরি করা ঘোড়াটা মাঠের মধ্যে বেঁধে রেখে সিরি আগুন জ্বালিয়ে বসে। সে মুহূর্তে সিরি কিছু মানুষের আওয়াজ পায়। প্রাথমিকভাবে সিরি সতর্কতা অবলম্বন করলেও, সেই মানুষগুলির মধ্যে চেনা মুখ দেখতে পেয়ে খুশি হয়ে ওঠে কিন্তু সিরি তাদের দিকে এগিয়ে গেলে তারা তাকে অভদ্রভাবে দূরে সরিয়ে দেয়।
সিরি তাদের থামতে বলে, তখন দলের অন্য একজন তাকে পিছনে ঠেলে দিয়ে বলে, নিলফগার্ড সিরির জন্য পুরস্কার ঘোষণা করেছে। দলটি সিরিকে টানতে শুরু করে। সিরিকে টানতে থাকলে সিরি রেগে গিয়ে আবার জোরে চিৎকার করে একটি ভবিষ্যদ্বাণীর কথা বলে অজ্ঞান হয়ে যায়।
রোমাঞ্চ আমার সবসময়ই খুবই পছন্দের। আর উইচার সিরিজটির পুরোটাই রোমাঞ্চে ভরপুর। চরিত্র নির্বাচন, সিনেমাটোগ্রাফি, গল্প প্রতিটি দিক থেকেই খুব ভালো।
জেরাল্ট চরিত্রে হেনরি ক্যাভিল দারুন মানিয়েছে। প্রেক্ষাপট অনুযায়ী সিনেমাটোগ্রাফি অসাধারণ। সপ্তম পর্বে আমাদের তিন মূল চরিত্র যুদ্ধের তিন দিকে আছে। জেরাল্ট বন্দি দশা থেকে মুক্তি পেলেও সিরিকে সঙ্গে না নিয়েই সিনট্রা থেকে পালাতে হয়। সিরি পালিয়ে অচেনা গ্রামে উপস্থিত হয়। আর ইয়েনেফার নিলফগার্ড সেনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নেয়।
পরিচালনা | ৯ |
কাহিনী | ৯ |
অভিনয় | ৯ |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আশাকরি দাদা ভালো আছেন, আপনি আজকে খুব চমৎকার টিভি সিরিজ : দ্য উইচার - বিফোর আ ফল রিভিউ করেছেন। আসলে ব্যস্ততার কারণে এখন আর কোন ধরনের মুভি, ওয়েবসাইট দেখা হয় না। তবে আপনার পোস্টটি দেখে খুব ভালো লাগলো। মনে হচ্ছে খুবই সুন্দর ওয়েব সিরিজের রিভিউ দিয়েছেন আপনি। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit