নমস্কার বন্ধুরা,
গঙ্গা আরতি, হিন্দুদের মা গঙ্গার প্রতি এক বিশেষ আধ্যাত্মিক প্রতিফলন। ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির উপর মা গঙ্গার যে অবদান সেটার প্রকাশ। হৃষিকেশ থেকেই গঙ্গার লাগোয়া বিভিন্ন শহর ও গ্রামে মা গঙ্গার আরতি হয়ে থাকে তার মধ্যে সবচাইতে সুপরিচিত আরতি হলো বেনারসের ঘাটের গঙ্গা আরতি। সম্প্রতি কলকাতা শহরেও গঙ্গা আরতি শুরু হয়েছে। ২০২৩ সালের ২ রা মার্চ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে বাবুঘাটে গঙ্গা আরতির সূচনা হয়, যা বারাণসীর গঙ্গা আরতির অনুরূপ। মা গঙ্গা কলকাতার ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ, তাই এই আরতি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে খুব পরিচিতি পেয়ে গেছে।
রোজ সন্ধ্যাতে ৯ জন পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দেবী গঙ্গার প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। আর এই আরতি অনুষ্ঠান দেখতে প্রতিদিন বহু মানুষ ঘাটে আসেন। আমিও কদিন আগে বাবুঘাটে মা গঙ্গার আরতি দেখতে ছুটে গিয়েছিলাম। শীতকাল হওয়ার জন্য সন্ধ্যে ছটা বাজতেই সন্ধ্যারতি শুরু হয়ে যায় তবে পৌছতে অল্প কিছুটা সময় দেরী হয়ে গিয়েছিল। যখন বাবুঘাটে পৌঁছাই তখন সেখানে অবাক করা ভিড়।
যখন পৌঁছেছি তখন ভিড়ের ফাঁক দিয়ে চোখ গলিয়ে দেখছি ৯ জন পুরোহিত ধীরে ধীরে আরতির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ধীরে ধীরে সবাই নিজের জন্য নির্ধারিত পাটাতনে সাজিয়ে একে একে উঠে পড়লেন তারপর ধুপ দিয়ে আরতি শুরু হলো। তারপর চামড়, হাত পাখা এবং আরো কিছু নিয়ম মেনেই চললো মা গঙ্গার আরতি। প্রত্যেকটা দিক প্রদক্ষিণ করে গঙ্গা আরতি হচ্ছে আর সেই সাথে মানুষের ভিড় ক্রমশ বাড়ছে। একটা সময় ভীড়ে তিল ধারনের জায়গা পর্যন্ত ছিল না। সম্পূর্ণ আরতি চলল প্রায় ৩০ মিনিট ধরে। আর পুরো সময়টা, দারুন এক স্বপ্নের মত।
বাবুঘাটে গঙ্গা আরতি আমার কাছে সত্যিই এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা। শুধু আচার অনুষ্ঠান নয়, বরং মা গঙ্গার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধার মুহূর্ত। পণ করলাম আবার একদিন ফিরে আসবো। ভারতীয় সভ্যতার জন্মদাত্রীর কাছে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmP19DcgDLcqo8JVv5xUWRYaPTB7DJc8qkDwLukNNVQnXp/1000017573.png)
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাবুঘাটে যে মা গঙ্গার প্রতি আরতি নিবেদন হয় রোজ সন্ধেতে তা আগেই শুনেছিলাম তবে কখনো স্বচক্ষে দেখিনি। আপনার পোস্ট এবং ছবির মাধ্যমে অনেক কিছু দেখলাম। জীবনে দুটো জায়গায় গঙ্গা আরতি দেখার সুযোগ হয়েছিল একটি বেনারসে এবং আরেকটি হরিদ্বারে। সত্যি যদি কখনো সুযোগ হয় বাবুঘাটে যাব দেখতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিদিন সন্ধ্যার পর আরতি অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার পরেও এতো মানুষের ভিড় হয় সেখানে। এমন ভিড় দেখে তো অবাক হয়ে গেলাম। তবে ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। সেখানে গিয়ে এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন দাদা। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাপরে এতো দারুন সুন্দর আয়োজন করেছে বাবুঘাটে। আমি শুনেছিলাম যে এখানে গঙ্গা আরতি শুরু হয়েছে। তবে জানতাম না যে বেনারসের মতো এত সুন্দর করে হয়। আপনার পোস্টে জানতে পেরে এবং ছবি দেখে খুব ভালো লাগলো। যদি সময় পাই একদিন নিজের চোখে গিয়ে দেখে আসবো এবং অভিজ্ঞতা সঞ্চয় করে আসবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit