মাত্র দুদিনে হাতে পেলাম নতুন মাউস

in hive-129948 •  10 months ago 

নমস্কার বন্ধুরা,

সেদিন হাত থেকে পড়ে মাউসটা খারাপ হয়ে গেল। আর আমি কম্পিউটারের সাথে মাউস ব্যবহার করে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে এখন মাউস ছাড়া চলতেই পারি না। পরিবর্তে ল্যাপটপের ট্রাকপ্যাড ব্যবহার করারও চেষ্টা করলাম তবে মাউস ব্যবহার করে যতটা তাড়াতাড়ি কাজ করতে পারি ট্র্যাকপ্যাড দিয়ে ততটা জোরে কাজ করতে পারছিলাম না। সেই জন্য সেদিন ভর দুপুর বেলাতেই মাউস খুঁজতে চলে গিয়েছিলাম বাজারে। দুর্ভাগ্যবশত সেদিন মাউস খুঁজে পেলেও দামে হয়নি। অথচ মাউস আমার লাগবেই। তাই বাড়ি ফেরার পথে অনলাইন মার্কেট প্লেস ফ্লিপকার্টে সেই মুহূর্তেই মাউসের অর্ডার করে দিলাম যা মাত্র দু দিনের মধ্যেই বাড়ি পৌঁছে দেবে দেখাচ্ছিলো।

দুদিনে ডেলিভারি দেখে আমি প্রথমে ভাওতা ভেবেছিলাম। অনলাইন মার্কেটপ্লেস থেকে কলকাতাতে ডেলিভারি পৌঁছতে যেখানে কমপক্ষে দুদিন লেগে যায় সেখানে কয়েকশো কিলোমিটার দূরে ডেলিভারি নাকি দুদিনে দেবে। কিন্তু ২৭ তারিখে অর্ডার করে যখন ২৯ তারিখেই অর্ডার করা মাল এসে হাজির হলো তখন শুধু যে মনের ভুল ভাঙলো তাই নয় সাথে দারুন একটা প্রশান্তি পেলাম। আসলে মাউস ছাড়া আমার একদমই চলছিল না। ২৯ তারিখ দুপুর বারোটা নাগাদ মাউসটা ডেলিভারি করে দিলো।

PXL_20240229_124254272_copy_1209x907.jpg

ডেলিভারি এত তাড়াতাড়ি চলে এলো সেটা বিশ্বাসই করতে পারছিলাম না। আমি কোনোমতে পার্সেল নিয়ে দৌড়োতে দৌড়োতে বাড়িতে পৌঁছে ঝটপট সেটাকে কেটে মাউসের প্যাকেট বের করে ফেললাম। ফ্লিপকার্টের পার্সেল কেটে নিতে তার ভেতরে প্যাকেট করা মাউসের বক্সটা বেরিয়ে এলো। আমি অর্ডার করেছিলাম Dell MS116 Wired Optical Mouse।

PXL_20240229_124356257_copy_1209x907.jpg

PXL_20240229_124411684_copy_1028x786.jpg

মাউসের বক্স এর সিল কাটতে বেরিয়ে এলো তার ভেতরে থাকা আরো ছোট্ট বক্স। যার ভিতরে মাউসটা প্লাস্টিকে মোড়ানো ছিল।সাথে ছিল একটা ইউজার ম্যানুয়াল। যেটা আমরা কেউই পড়ি না 😁। ফ্লিপকার্ট ও আমাজন মার্কেটপ্লেসে সবচাইতে হায়েস্ট রেটিং পাওয়া অপটিক্যাল মাউসই হলো Dell MS116। মাত্র ২৬৯ টাকার এই মাউসটি ভারতে সবচেয়ে বেশি বিক্রিত হওয়া অপটিক্যাল মাউস। আর সেটা কেন তা মাউসটা বক্স থেকে বের করে একবার হাতে নিতেই বুঝতে পারলাম। মাউসটা আয়তনে বড়ো হলেও হাতের চেটোর সাথে একদম সঠিক ভাবে বসে গেলো। মাউসের গা অল্প খসখসে হওয়ায় হাতে এঁটে থাকছিলো।

PXL_20240229_124923067_copy_1209x907.jpg

PXL_20240229_125054193_copy_1209x907.jpg

হাতে ভালো লাগলেই তো হবে না কাজ কেমন করছে সেটাও দেখতে হবে। মাউস ল্যাপটপে লাগিয়ে দিলাম। আর লাগানো মাত্র ল্যাপটপ সেটাকে রেকগনাইজ করে নিলো। তারপর খানিকটা স্ক্রল করে বেশ কয়েকবার ক্লিক করে নিলাম। সত্যি বলতে এত কম টাকায় এতো ভালো মাউস অবাক করে দিচ্ছিলো। মাউসটা কেন সবচেয়ে বিক্রিত তা কয়েকদিন টানা ব্যবহার করছি আর বুঝতে পারছি। যদি আপনারা বিস্তারিত রিভিউ চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমাদের এদিকে তো ফ্লিপকার্ট নেই তবে দারাজ রয়েছে অনেকেই বলে যে অনলাইনে এগুলো নাকি বেশিরভাগই ভাওতাবাজি হয় তবে আমি আজ পর্যন্ত এমন ফাঁদে পড়ে নাই আমি যেগুলো অর্ডার দিয়েছি সবগুলোই ঠিকঠাক পেয়ে গেছি । যাই হোক আপনার মাউস ক্রয় করার অনুভূতিটা বেশ দারুন ছিল আপনি ব্র্যান্ডের বিষয়ে অনেক রুচিশীল এটা আমার খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনার মুহূর্ত গুলো আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

মাউসের দামটা আমার কাছে খুবই কম হয়েছে ভাই। ২৬৯ টাকা দিয়ে একটি কেবল ও পেতে অনেক কষ্ট হয়। আর ভারতের সবচেয়ে বেশি বিক্রিত মাউসের তালিকায় এই মাউস টি রয়েছে তা জেনে ভালো লেগেছে। আমাদের দেশে ভালো কিছু পেতে হলে একটু দাম দিতে হয়।

আপনার মাউস নষ্ট হয়ে যাওয়ার পর, আপনি দোকানে গিয়েছিলেন মাউস কিনতে, সেই পোস্টটি আমি পড়েছিলাম দাদা। যাইহোক দাম বেশি চেয়েছিল বলে অবশেষে অনলাইন থেকে মাউস অর্ডার করেছিলেন। তবে ডেলিভারি আসলেই খুব ফাস্ট। একেবারে কম দামে ভালো মানের একটি মাউস পেয়েছেন দাদা। এখন বেশ আরামে কাজ করতে পারছেন তাহলে। মাউস ছাড়া ল্যাপটপ দিয়ে দ্রুত কাজ করা যায় না। যাইহোক এতো চমৎকার অভিজ্ঞতা এবং অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

ফ্লিপকার্ট এখন খুব তাড়াতাড়ি ডেলিভারি দিচ্ছে সবকিছু দাদা। আর Dell এর মাউস গুলো এমনিতেই অনেক ভালো। তাছাড়া ২৬৯ টাকা হিসেবে কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা। এখন মাউস ল্যাপটপে লাগিয়ে সুন্দর করে ব্যবহার করতে পারবে।

যদি আপনারা বিস্তারিত রিভিউ চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

হ্যাঁ দাদা, আমরা চাই বিস্তারিত রিভিউ টা।