নমস্কার বন্ধুরা,
রেকর্ডের ছড়াছড়িতে সম্পন্ন হলো ১৬ তম এশিয়া কাপের ফাইনাল। ভারতীয় জাতীয় পুরুষ ক্রিকেট দল খুব সহজেই জিতে নিল তাদের অষ্টমবারের এশিয়া কাপটি। ফাইনালে খেলা ছিলো হাড্ডাহাড্ডি লড়াই করে আসা শ্রীলঙ্কার সাথে রোহিত শর্মার ভারতীয় দলের। যথারীতি ম্যাচ শুরু হওয়ার আগে ভারতীয় দল ছিলো ফেবারিট। আর কেন তারা ফেবারিট সেটা বোঝা গেলো ম্যাচের চতুর্থতম ওভার থেকেই।
শ্রীলঙ্কার ব্যাটিংয়ের চতুর্থতম ওভারেই ফাইনালের ভাগ্য লিখন হয়ে যায় তারপর হলো একের পর এক নতুন বিশ্ব রেকর্ড। মহম্মদ সিরাজের ২১ রানে ৬ উইকেট শ্রীলংকার বিরুদ্ধে ওয়াকার ইউনিসের তেত্রিশ বছরের পুরনো রেকর্ড যেমন ভেঙ্গে ফেললো তেমনি কোনো ওডিআই ফাইনালে শ্রীলঙ্কার ৫০ রান ছিলো সবচাইতে কম স্কোর। যদিও খেলা শুরু হওয়ার আগে মনে হচ্ছিল যে আজকে আদৌ খেলা সম্ভব হবে কিনা কারণ বিগত দিনগুলোর মত আজকেও কলম্বোতে বৃষ্টির কারণে খেলা কিছুটা দেরী করেই শুরু হয়।
টসে জিতে শ্রীলঙ্কা আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তৃতীয় ওভার পর্যন্ত সব ঠিক গতিতেই এগোচ্ছিল, ১ উইকেট হারিয়ে ৮ রান। তারপর মহম্মদ সিরাজের চতুর্থতম ওভার সবকিছু বদলে দিলো। সিরাজ যখন নিজের দ্বিতীয় ওভার শেষ করলো তখন শ্রীলংকা ৪ ওভার শেষে ১২ রানে ৫ উইকেট। ম্যাচের ভাগ্য এই ওভারটিতেই লেখা হয়ে গিয়েছিল। ষষ্ঠ ওভারে সিরাজের আরো একটি উইকেট শ্রীলঙ্কাকে আরো বিপাকে ফেলে দেয়, স্কোর ৬ উইকেটে ১২ রান। তারপর যদিও কুসল মেন্ডিস কিছুটা প্রচেষ্টা করেছিল তাদের উঠতি বাম হাতি স্পিনার দুনিথকে নিয়ে কিন্তু ১২ তম ওভারে সিরাজের বলে মেন্ডিস তার উইকেট হারাতেই শ্রীলংকার যুদ্ধের পরিসমাপ্তি হলো। বারো ওভার শেষে শ্রীলংকার স্কোর ৩৯ রানে ৭ উইকেট। শ্রীলংকার আরো ১১ টি রান স্কোরবোর্ডে জুড়লেও কোনো ওডিআই ফাইনালে ১৫.২ ওভারে ৫০ রানে তারা ইনিংস শেষ করে।
শ্রীলঙ্কার ইনিংসের শেষ হওয়ার সাথে সাথে ভারতের মুকুটে জুড়ে গেল বেশ কয়েকটি নতুন রেকর্ডের পালক। ভারতের জেতাটা ছিলো সময়ের অপেক্ষা। অন্যদিনের মতো ক্যাপ্টেন রোহিত শর্মা না নেমে ওপেন করার সুযোগ পেয়েছিলো, ঈশান কিষাণ আর শুভমন গিল। দুই উঠতি ব্যাটসম্যান নেমেও আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ৬.১ ওভারে জেতার জন্য নির্ধারিত ৫১ রান তুলে ফেললো। আর ভারত হলো অষ্টমবারের জন্য এশিয়া কাপের বিজয়ী।
কোনো ফাইনাল ম্যাচ এত চটজলদি শেষ হয়েছে সেটার অভিজ্ঞতা প্রথমবার হলো। যাই হোক, খেলায় তো হার জিত থাকেই। কখন ভালো দিন যায়, কখন খারাপ দিন। শ্রীলংকা দল ফাইনালে আসার আগ পর্যন্ত পুরো টুর্নামেন্ট জুড়ে দারুন ধারাবাহিকতা দেখিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস কুশল মেন্ডিস, দাসুন সানাকারা ফের আন্তর্জাতিক ক্রিকেটে আরো শক্তিশালী হয়েই ফিরে আসবে।
কাল শ্রীলঙ্কা এত বাজে খেলেছে কেমনে এশিয়া কাপের ফাইনালে এত বাজে পারফরমেন্স করে আমার মাথায় আসছে না।কেমনে ফাইনালে ৫০ রান করে।
যাই হোক খুব সহজে ভারত জিতে নিলো বেশ ভাগ্য ভালো ছিলো।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে ভারতকে শুভেচ্ছা জানাই এশিয়া কাপ চ্যাম্পিয়নের জন্য। এই এশিয়া কাপে ভারত বরাবরই ফেভারিট ছিল। ফাইনালে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যকার যে খেলাটি হয়েছিল আমার মনে হয়না কোন ফাইনালে এভাবে খেলা সম্পন্ন হয়েছে। মোহাম্মদ সিরাজ অসাধারণ পারফরম্যান্স। মোহাম্মদ সিরাজ আমার খুব প্রিয় একটি খেলোয়াড়। তার ভিতরে কিছু মানবীয় গুণ রয়েছে যেটা আমার খুব ভালো লাগে। সব মিলিয়ে আউটস্ট্যান্ডিং ইন্ডিয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকাল ফাইনাল টা ফাইনালের মতো হয় নাই দাদা। ভারতের বোলিং এর সামনে যেন দাঁড়াতেই পারে নাই শ্রীলঙ্কা। আর মোহাম্মদ সিরাজ এককথায় অসাধারণ অনবদ্য। যদিও শুরুটা করে ভুমরা। এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার পরে ভারতের লক্ষ্য এবার বিশ্বকাপ। বিশ্বকাপে নিজেদের মাঠে ভারত বেশ ভালো কিছু করবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে প্রাণঢালা অভিনন্দন জানাই ইন্ডিয়ার ক্রিকেট টিমকে। আসলে খেলার শুরুতেই যেভাবে তাসের ঘরের মতো শ্রীলংকার ব্যাটিং লাইনআপকে বিধ্বংস করেছে মোঃ সিরাজ, সেক্ষেত্রে এমনিতেই নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে টিম ইন্ডিয়া অষ্টম বারের মতো এশিয়া কাপ জিততে চলেছে। যাহোক খুব সহজেই এবং দুর্দান্তভাবে ক্রিকেট খেলা প্রদর্শন করে ইন্ডিয়া এশিয়ার সেরা হওয়ার গৌরবময় সাফল্য অর্জন করেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভারত পুরো টুর্নামেন্টে বেশ ভালো খেলেছে। খেলায় হারজিত থাকবে এটাই স্বাভাবিক। তবে পুরো টুর্নামেন্টে তাদের খেলার ধরনটা চোখে পড়ার মতো ছিলো। যেহেতু আগামী মাসেই ওয়ানডে বিশ্বকাপ শুরু, তাই ভারত নিজেদের টিম সেভাবেই সাজিয়ে নিয়েছে। আশা করি ভারত খুব ভালো অবস্থানে থাকবে আসন্ন বিশ্বকাপে। যাইহোক অষ্টম বারের মতো এশিয়া কাপ জয় করার জন্য ভারতীয় ক্রিকেট টিমকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আপনাকেও অভিনন্দন জানাচ্ছি দাদা। পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit