নমস্কার বন্ধুরা,
মণ্ডপের আবর্তে দর্শনার্থীদের মনে করিয়ে দেওয়া হয়েছে এমন কিছু মূল্যবান মুহূর্ত, যা সময়ের আবর্তে বর্তমানে হারিয়ে যেতে বসেছে। আমাদের পুরনো সময়ের কথা, যে সময়ের পরিবারের সবাই একসাথে একত্রে বসে গল্প করা হতো, হারিয়ে যাওয়া পাড়ার সেই আড্ডার কথা, বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া। আর এসবকিছুই ছিল থিমের ভেতরের কথা। সেই সাথে মণ্ডপে এক বিশেষ অংশ রাখা হয়েছে সেটা আদপে একটি বৃহৎ বৃদ্ধাশ্রমের আদলে তৈরি। যা যেকোনো দর্শনার্থীর মনে এক গভীর প্রভাব ফেলবে। প্রবীণদের অনুভূতি, তাদের জীবনের বাধা বিপত্তি, এবং তাদের প্রতি আমাদের দায়িত্ব, সবকিছুই এই থিমের সেই অংশে প্রতিফলিত হয়েছে।
বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে সমাজে বয়স্ক মানুষদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়াস করা হয়েছে। আমরা যাদের মাধ্যমে সৃষ্টি হয়েছি, অর্থাৎ আমাদের মা বাবা, তাদেরকে আমরা যেন বৃদ্ধাশ্রমে না পাঠাই। সেটারই যেন আকুতি ছিল মন্ডপে সেই অংশটাতে। আর এসব কিছুই আলো আর ছায়ার চমৎকার মিশ্রণ এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে রয়েছে অসাধারণ কারুকার্যপূর্ণ কাঠামো, আর মণ্ডপের প্রতিটি খুঁটিনাটি এমনভাবে সাজানো যে মণ্ডপে ঢোকার সাথে সাথে মনে হবে সত্যিই একটা পুরনো দিনের জগতে প্রবেশ করছি। সেখানে বাঙালি জাতির যারা সত্যি কারের স্রষ্টা বলে যাদের বলা যায় তাদেরকে মন্ডপের বিভিন্ন মাধ্যম দিয়ে তুলে ধরা হয়েছে।
৭১ বছরে পদার্পণ করা সুরুচি সংঘের পুজো শুধু চোখ ধাঁধানো মন্ডপে নয়, তাদের পুজোর সাথে জড়িয়ে রয়েছে এক অতি প্রয়োজনীয় সামাজিক বার্তা। বৃদ্ধাশ্রম আমাদের স্মরণ করিয়ে দিয়েছে প্রবীণদের প্রতি আমাদের দায়িত্ব। সেই এটি ছিল মানুষের আবেগের প্রতিচ্ছবি। “পুরানো সেই দিনের কথা” আমাদের দেখিয়েছে, প্রযুক্তির যুগে দাঁড়িয়েও কীভাবে আমরা আমাদের শিকড় আর স্মৃতিকে আঁকড়ে ধরে রাখতে পারি।
মণ্ডপের মধ্যিখানে মা দুর্গা অধিষ্ঠিতা হয়েছেন। সুরুচি সংঘে মা স্নিগ্ধ রূপে আছেন।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই দাদা বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। যদিও এখন বৃষ্টির দিনে খিচুড়ি খুবই কম খাওয়া হয়। যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়,তারা হচ্ছে অমানুষ। যাইহোক তাদের থিমটা জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে। ফটোগ্রাফি গুলো বেশ উপভোগ করলাম। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit