নমস্কার বন্ধুরা,
দুই সন্ত্রাসী আমার ইয়ারফোন ছিঁড়ে দেওয়ার ঘটনা আপনারা আগেই জানতে পেরেছিলেন। কদিন ইয়ারফোন ছাড়াই কাজ চালাচ্ছিলাম কিন্তু ইয়ারফোন ছাড়া যে কাজকর্ম করা একপ্রকার অসাধ্য সাধন সেটা টের পেতে দেরী হলো না। আগেরবার ইয়ারফোনটা কিনেছিলাম তখন বেশ কিছুদিন রিসার্চ করার পরে সেটাকে পছন্দ করি। আদপে ইয়ারফোনের কেবল যেমন শক্ত পোক্ত হওয়া দরকার তেমনি সেটার কথা বলার কোয়ালিটি টাও ভালো থাকা খুবই জরুরী। সবদিক বিচার করেই স্যামসাংয়ের ইয়ারফোনটা কিনি। সেটা অকালে চলে যাওয়ার পর আরেকটা ইয়ারফোনের সন্ধানে ছিলাম। তবে গতবারের মতো ইয়ারফোন পছন্দ করার বিষয়ে খুব একটা চিন্তাভাবনা কিংবা রিসার্চ করিনি। তার কারণ হলো আগের পছন্দের তালিকা থেকেই আরেকটা ইয়ারফোন কিনে নিলাম।
যদিও মূলত দুটো ইয়ারফোনের মধ্যে আমার বাছাই করতে সমস্যা হয়েছিল, রিয়েল মি বাডস টু এবং শাওমির ডুয়াল ড্রাইভার ইয়ারফোন। দুটোর তুলনা করে রিয়েল মি বাডস টু অর্ডার করে দিলাম। অর্ডার করলাম বারোটায় আর পরদিন সকাল এগারোটার মধ্যে ইয়ারফোন এসে হাজির হয়ে গেল।
প্যাকেট খুলতেই ইয়ারফোনের বক্সটা বেরিয়ে এলো। সাদামাটা বক্স, সামনে ইয়ারফোনের ডিজাইন এবং পেছনে ইয়ারফোনের দাম এবং বিভিন্ন ডিটেলস। প্যাকেট কেটে ইয়ারফোনটা বের করে নিলাম। একটা ইয়ারফোন এবং সাথে কয়েকটা ইয়ারটিপ সাথে একটি ম্যানুয়াল গাইড।
ম্যানুয়াল গাইড পাশে সরিয়ে ইয়ারফোনটাকে নেড়েচেড়ে দেখলাম। বেশ শক্ত পোক্ত কেবল আর ট্যাঙ্গেল ফ্রী যেটা ইয়ারফোনকে জড়িয়ে যাওয়া থেকে বাঁচাবে। তারপর ইয়ারফোনটা কানে ঢুকিয়ে দিলাম। কয়েকটা গান চালিয়ে ও কল করে বুঝতে বুঝলাম স্যামসাংয়ের ইয়ারফোনটার সাথে এটার অনেক তফাৎ। সাউন্ড কোয়ালিটি যেমন ভালো কথাও তেমনি পরিস্কার শোনা যায়। ট্যাঙ্গেল ফ্রী কেবল উপরি পাওনা।
আরেকটা বিষয় আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হল ইয়ারফোনের মাথায় ম্যাগনেট যেটা ইয়ারফোনটাকে একসাথে রাখতে সাহায্য করছে। আপনারা কেউ যদি হাজার টাকার ভেতরে ভালো ইয়ারফোন কেনেন তাদের বলবো অবশ্যই রিয়েল মি বাডস টুকে তালিকাতে রাখবেন। এল আকারের জ্যাক থাকলেই এটাকে আমি ১০/১০ দিতাম, শুধুমাত্র সেটা অনুপস্থিতির জন্যই ৮/১০ দিলাম।
যাক পছন্দের তালিকা আগে থেকেই ছিল জন্য খুব একটা বেশি ঘাটাঘাটি করতে হয়নি। সহজেই কিনে ফেলতে পেরেছেন। ইয়ারফোন ভালো না হলে কানে দিলে কানে ব্যাথা করে। আপনার ইয়ারফোনটি ভালো পেয়েছেন জেনে ভালো লাগলো। আশা করি এটি সন্ত্রাসীদের হাত থেকে লুকিয়ে রাখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু এইবার তো দাদা অবশ্যই ইয়ারফোনটি লুকিয়ে রাখবে। কারণ ন্যাড়া বেলতলায় একবার ই যায় 🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা কবে সন্ত্রাসীর হামলায় পড়লেন। আমি তো অনেকদিন ছিলাম না। শুনে বেশ খারাপ লাগলো। স্যামসাং এর এয়ারফোনটা অনেক ভালো। ব্র্যান্ড বলে একটা কথা। আমার ফোনটা দাদা রিয়েলমি ভালই সার্ভিস দিচ্ছে আশা করি আর এয়ারফোনটাও ভালো সার্ভিস দিবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদার বাড়িতে পোষা বিড়াল রয়েছে, আর দুই সন্ত্রাসী বিড়াল দাদার ইয়ারফোনের বারোটা বাজিয়ে ফেলেছিল🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইয়ারফোন আসলেই অনেক কাজের দাদা। মাঝে মাঝে অফিস থেকে আসার সময় বা যাওয়ার সময় যখন ইয়ারফোন নিতে ভুলে যাই তখন বাসের মধ্যে কেমন একা একা লাগে। আপনার উপর সন্ত্রাসী হামলা হয়েছিলো সেটা আজকেই জানতে পারলাম। খুবই খারাপ লাগলো শুনে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই সন্ত্রাসী হামলা বলতে দাদার বাড়িতে পোষা বিড়াল রয়েছে। আর দুই বিড়াল মিলে দাদার ইয়ারফোনের বারোটা বাজিয়ে দিয়েছিল। দুই বিড়াল ই সন্ত্রাসী 😂।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ দাদা সন্ত্রাসী দুটি আপনার ইয়ারফোনটাকে একেবারে শেষ করে দিয়েছিল। যাইহোক অনলাইন থেকে চমৎকার একটি ইয়ারফোন কিনেছেন। দেখতেও খুব সুন্দর লাগছে। আর সাউন্ড কোয়ালিটি যেহেতু ভালো, তাহলে তো আর কোনো কথাই নেই। পরবর্তীতে এই ইয়ারফোনটা কিনতে চেষ্টা করবো। যাইহোক রিয়েল মি বাডস টু ইয়ারফোন এর রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুই সন্ত্রাসী যেভাবে আপনার ইয়ারফোন শেষ করেছিল ঐ পোস্ট টা পড়েছিলাম দাদা। আপনার ইয়ারফোন রিভিউ টা আরেকটা দিন আগে আমার নজরে পড়লে ভালো হতো। আফসোস কালকেই গিয়ে একটা ইয়ারপর্ডস কিনে এনেছি। ইয়ারফোন এর ঝামেলা আর করব না। তবে আপনার ইয়ারফোনের রিভিউ টা স্মরণে থাকলো। কেউ জিজ্ঞেস করলে তাকে সাজেস্ট করে দিব হা হা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit