নমস্কার বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই সুস্থ। আজ আপনাদের সাথে রিচার টিভি সিরিজের পরের পর্ব অর্থাৎ সপ্তম এপিসোডটি নিয়ে হাজির হলাম। আমরা আগে ষষ্ঠ এপিসোড পর্যন্ত জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি, সেনাবাহিনীর জীবন শেষ করে জ্যাক রিচার মারগ্রেভে ব্লুজ সঙ্গীতশিল্পী ব্লাইন্ড ব্লেকের খোঁজে আসবার পর দুটো খুনের সম্মুখীন হয়। তারপর রিচার স্থানীয় পুলিশ রস্কো আর ফিনলের সাথে খুনের তদন্তে জড়িয়ে যায়। খুনের তদন্ত করতে দিয়ে বেরিয়ে আসে আরো অনেক কিছুই অবৈধ কার্যকলাপের কথা।
নিউ ইয়র্কে প্রফেসর কেট ক্যাস্টিলোর সাথে তদন্তের কিছু কথা সেরে রিচার মারগ্রেভ ফিরে আসে। রিচার মারগ্রেভ ফিরে আসতেই ফিনলের তাকে যেতে হয় আরেকটা হত্যাকান্ডের জায়গায়। অজ্ঞাত পরিচয় আততায়ীরা মারগ্রেভ পুলিশের অফিসার স্টিভেনসন ও তার গর্ভবতী স্ত্রীকে হত্যা করা হয়েছে। মারগ্রেভ মেয়র তথা ভারপ্রাপ্ত পুলিশ প্রধান টিল তদন্ত ভুল পথে নিয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ফিনলেকে কাজ থেকে বরখাস্ত করে দেয়।
রিচার তারপর মারগ্রেভ পুলিশের আরেক অফিসার বেকারকে রাতে হাবলের বাড়িতে ক্লু খুঁজতে যাওয়ার কথা বলে দেয়। রিচার সন্দেহ করে বেকার হয়তো ক্লাইনারদের অবৈধ কার্যকলাপের সাথে জড়িয়ে আছে, তাই সে আততায়ীদের দলকে রিচারের পরিকল্পনা সম্পর্কে আগেই জানিয়ে দেবে।
বিকেল হতেই রিচার পরিকল্পনা মাফিক প্রস্তুতি নিয়ে হাবলের বাড়িতে ঘাপটি মারে। যথারীতি রাতের অন্ধকার নামতেই আততায়ীর দল হাবলের বাড়িতে আসে, কিন্তু রিচারের আগে থেকে প্রস্তুতি থাকার ফলে রিচার কেজের কাজিন ডসন সহ সমস্ত আততায়ীদের হত্যা করতে সমর্থ হয়।
রিচার আর ফিনলে ক্লাইনারের প্রাক্তন কর্মী জবলিং-এর বাবা-মায়ের বাড়ি যায়, সেখানে তাঁরা জাল ডলার বিলের বাক্স খুঁজে পায়। তারপর রিচার ও ফিনলে এফবিআই অফিসার পিকার্ডের সাথে সাক্ষাতের জন্য জায়গা ঠিক করে। যখন রিচার সেখানে পৌছায় রিচার দেখতে পায় পিকার্ড কেজে, টিল-এর সাথে আগে থেকেই ফিনলেকে বন্দি করে তার অপেক্ষা করছে।
নিউ ইয়র্ক থেকে ফিরেই জোড়া খুনের সম্মুখীন হতে হয় রিচারকে। তদন্ত করতে গিয়ে রিচার খুঁজে পায় ডলার বিলের বাক্স তারপর পিকার্ডের সাথে সাক্ষাত করতে গেলে আমরা জানতে পারি পিকার্ড আগে থেকেই ক্লাইনারদের অবৈধ কাজে যুক্ত।
পরিচালনা | ৮ |
কাহিনী | ৮ |
অভিনয় | ৮ |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা আগের সিরিজটি পড়েছিলাম। এবারের টা ও পড়েনিলাম তবে একে একে পড়তে পারলে অনেক বেশি মজা পেতাম। কারন অনেক টুইস্ট আছে এই সিরিজে। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শেষ এপিসোডে সব কটার লিংক একসাথে দিয়ে দেবো। 😆
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টিভি সিরিজ : রিচার - রিচার সেড নাথিং বেশ ভালই লাগলো। বিশেষ করে জাল ডলারের বক্স পাওয়ার বিষয়টি আমাকে খুব ভাবিয়েছে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবকিছুর অবৈধ কাছের পেছনেই রয়েছে অর্থ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit