আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৩ (পর্ব ৮) - মাইকেল মধুসূদন দত্ত হল

in hive-129948 •  2 years ago 

নমস্কার বন্ধুরা,

স্প্যানিশ স্টলে ঢোকার সময় লক্ষ্য করেছিলাম যে বইমেলার দুটো হলের প্রথম হল মাইকেল মধুসূদন দত্ত হলটি স্পেনের ঠিক উল্টো দিকেই তাই স্পেন থেকে বেরিয়ে আবার স্পেনের গেটটার মুখের সামনেই ফিরে আসলাম। বইয়ের গন্ধে বেশি কিছু চিন্তা ভাবনা না করে সোজা ঢুকে পড়লাম মাইকেল মধুসূদন দত্ত হলে। আমৃতাক্ষর ছন্দের রচয়িতা মাইকেল মধুসূদন দত্তের এবার দ্বিশতবার্ষিকী। ১৮২৪ সালে জন্মগ্রহণ করা এই কৃতি বাঙালি সন্তান কেই এবারের বইমেলার প্রথম হলটি উৎসর্গ করা হয়েছে। আর সেরা হয়েছে তার জন্মের ২০০ বছরের হওয়ার বিষয়টা মাথায় রেখেই।

PXL_20230212_164434832_copy_1209x907.jpg

PXL_20230212_164446312_copy_1209x907.jpg

সুন্দর এই হলটিতে সর্বমোট ৩৩ টি বইয়ের স্টল ছিল। হলের প্রবেশ মুখেই বুঝতে পারলাম কবি মাইকেল মধুসূদন দত্ত সাধারণ বাঙালি মধ্যে কতটা বিরাজমান রয়েছেন। বইমেলার শেষ দিনেও এই হলে যথেষ্ট পরিমাণে লোকজনের ভিড় ছিল। যেটা সত্যিই ভালো লাগলো দেখে। হলের পাবলিকেশন স্টল গুলোর নাম দেখেই হলে তাড়াতাড়ি ঢুকে পড়ার ইচ্ছেটা বেড়ে গেলো। আসলে মাইকেল মধুসূদন দত্তের নামাঙ্কিত এই হলটাতে আমার এক খুব পছন্দের পাবলিকেশন রয়েছে। সেটা হল অমর চিত্র কথা। অমর চিত্র কথা নামটা ছেলেবেলা থেকেই আমার কাছে পরিচিত কারণ ভারতীয় ইতিহাস সম্পর্কে চিত্র সম্বলিত বই মাত্রই এই পাবলিকেশন। আর যখন এমন এক পাবলিকেশন পছন্দের জায়গায় পেয়ে যাই তখন কি লোভ সামলানো যায়। ভীড় দেখেও তাই ঢুকে পড়লাম।

PXL_20230212_164504874_copy_1209x907.jpg

PXL_20230212_164559154_copy_1209x907.jpg

দুই নাম্বার স্টলে প্রবেশ করার পর বুঝলাম যে অন্যান্য স্টলের থেকে তুলনামূলক বেশি মানুষজন এখানে দাড়িয়ে বইপত্র পড়ছিলেন। বইমেলায় শেষ দিন বলে ভেবে আমি গুটি গুটি পায়ে অমর চিত্র কথার দিকে এগোতে থাকলাম। কিন্তু আমার এগিয়ে যাওয়াই সার হলো। স্টলের কাছে গিয়ে দেখি ভেতরে রীতিমতো মানুষের মাথা পিল পিল করছে। অমর চিত্র কথার ভীড় দেখেই আরেকটা পছন্দের পবালিকেশনের দিকে চলে গেলাম।

PXL_20230212_164827959_copy_1209x907.jpg

PXL_20230212_164820661_copy_999x714.jpeg

কিন্তু ব্লুমসবেরি পাবলিকেশনের সামনে গিয়েও দেখি ভেতরে ভিড়। বইয়ের ফাঁক থেকে ভেতরে উঁকি দিতেই মাত্রাতিরিক্ত ভীড় নজরে এলো। বইপত্র নেড়েচেড়ে দেখা তো দুরস্ত বাইরে থেকে একখানা ছবি তুলেই সন্তুষ্ট থাকলাম। আসলে বইমেলার শেষ দিনে এসেছি যখন তখন কিছু হলেও তো না পাওয়া থেকে যায়। সেটাই মনকে সান্তনা দিয়ে পরের গন্তব্যের দিকে এগিয়ে গেলাম।




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে কিছুদিন আগে আমি মাইকেল মধুসূদন দত্তের সেই কপোতাক্ষ নদ দেখেছিলাম। কবির লেখা ছনেট কবিতা আমার খুবই প্রিয়। আসলে আপনার বইমেলাতে ঘোরা দেখে আমারও বই মেলাতে যেতে ইচ্ছে করছে।

আসছে বছর বইমেলায় তাহলে একসাথে যাওয়া যাবে, কি বলেন?

হ্যাঁ দাদা

আমার খুবই পছন্দের কবি মাইকেল মধুসূদন দত্ত। যাহোক আন্তর্জাতিক কলকাতা বইমেলার অষ্টম পর্বে এসে মাইকেল মধুসূদন দত্তের বইয়ের স্টলে ভিড় হওয়ার কথা জানতে পেরে আমার খুবই ভালো লেগেছে কারণ তিনি আমার ফেভারিট একজন কবি। আর আমার আরো বেশি ভালো লেগেছে যে আপনার প্রিয় পাবলিকেশন অমর চিত্র কথা বইটির নাম জানতে পেরে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা অষ্টম পর্ব নিয়ে সাজানো দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।