নমস্কার বন্ধুরা,
বাংলাদেশের প্যাভিলিয়ন দেখে বেরোতেই আমার বইমেলার এক তৃতীয়াংশ অংশ ঘোরা শেষ হলো। বইমেলার মাত্র এই এক-তৃতীয়াংশ শেষ করতেই আমার প্রায় দেড় ঘন্টা সময় লেগে গেলো। আসলে কি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এত কিছু দেখার রয়েছে এবং এত পরিমাণে স্টল রয়েছে যে পাশ কাটিয়ে হেঁটে হেঁটেই যদি কেউ শেষ করতে চায় তাহলেও তা সম্ভব নয়। আর যদি কেউ প্রত্যেকটা বুক স্টলে ঢুকতে চায় তাহলে তো অবশ্যই বইমেলাতে সাত দিন আসা উচিত। কিন্তু আমি একদম বইমেলার শেষ দিনে, বলা চলে শেষ মুহূর্তে এসেছি। বইমেলার মধ্যেখানে চলে আসতেই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বাংলার সবচেয়ে বড় বড় প্রকাশনী গুলো দেখা মিলল।
আসলে এই প্রকাশনী গুলোর স্টল কম প্যাভিলিয়ন বলা হয় চলে। কারণ পশ্চিমবঙ্গের এই প্রকাশনী গুলোকে বিশাল পরিমাণে জায়গা দিতে হয় তবুও তাদের স্টল গুলোতে রীতিমতো দাড়ানোর জায়গা থাকে না। মানুষজনের এই সমস্ত প্রকাশনীর প্রতি ভালোবাসা এতটাই। সত্যি কথা বলতে আমার তো মনে হয় ভালোবাসা থেকেও যেটা বেশি কাজ করে সেটা হলো বইমেলার প্রাক্কালে এই সমস্ত বড় বড় প্রকাশনী সংস্থাগুলো অনেক নতুন বই পাবলিশ করে থাকে। সেজন্য মানুষের মধ্যে চাহিদাটা আরো বেশি থাকে। ইচ্ছে ছিল আনন্দ পাবলিশার্স এবং পত্র ভারতী প্রকাশনীতে একবার ঢু মেরে যাব কিন্তু চাইলেই কি সব পাওয়া যায়।
বইমেলার এই অংশে যখন পৌঁছালাম তখন মানুষ রীতিমতো গিজগিজ করছে। দুপুরের রোদের দাবহাদ কম হওয়ার কারনে মানুষ জনের ভীড় বাড়ছে সেটা বুঝতে দেরী হলো না। সেই কারণে পত্রভারতী এবং শিশু সাহিত্য সংসদের লাইন দেখে দাড়িয়ে না গিয়ে আমি আনন্দ পাবলিশার্সের দিকে এগিয়ে গেলাম।
দূর থেকে আনন্দ পাবলিশার্স দেখে একটু খুশি ছিলাম। আনন্দের কাছে গিয়ে সব খুশি মাটি হয়ে গেলো। আদপে এতক্ষন মানুষজনের লাইনটা নজরে আসেনি যেটা আনন্দ পাবলিশার্স এর কাছে যেতেই স্পষ্ট হলো। সাথে সাথে আমার মনে যেটুকু আনন্দ জমে ছিল সেটা উধাও হলো। আমি মনকে সান্ত্বনা দিয়ে বইমেলার বাকি অংশে যাওয়া ঠিক করলাম, তার আগে আনন্দ পাবলিশার্স এর নতুন কয়েকটা বইয়ের ছবি তুলতে ভুললাম না। বইমেলায় দেখা হয়নি তো কি হয়েছে একদিন কলেজ স্ট্রীটে গিয়ে সব গুলো বই দেখে আসবো।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা আন্তর্জাতিক কলকাতা বইমেলা পর্ব ১০ এতো গুলো পর্ব ৷ যদিও সব পর্ব দেখতে পারি নি ৷ তবে বই কেনার জন্য সাত দিন আগে যেতে হবে যেটা আপনি বললেন ৷
আর আপনি দেখি শেষ দিনে গেছেন ৷ তারপরও যে এতো গুলো পর্ব শেয়ার করেছেন ৷ অনেক ভালো লাগলো দাদা ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বইমেলা হলো গিয়ে সমুদ্র আমি তার এক ফোঁটা জল দেখে এলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা বেশ কিছু দিন যাবৎ ঝামেলায় থাকায় আপনার বই মেলার গল্পটির আগের কোন এপিসোডই পড়তে পারিনি। তবে সময় করে পড়ে নিবো ক্ষন। কিন্তু ভাবছি শেষ দিনে যেয়ে আবার ১০টি এপিসোড করলেন। কি করে পারলেন দাদা। যদিও বই কেনার জন্য মেলায় সাতদিন আগে যেতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
৪ ঘন্টা ধরে ঘুরে বেড়ালাম। আর বই ঘ্রান নিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আন্তর্জাতিক কলকাতা বইমেলার দশম পর্বটি পড়ে আবার একটু মন খারাপ হয়ে গেল। কারণ আপনি মনে এত আনন্দ নিয়ে আনন্দ পাবলিশার্সে গিয়ে আপনার আনন্দ মাটি হয়ে গেল জানতে পেরে। আসলে দাদা বর্তমানে মানুষের বইয়ের প্রতি খুবই আগ্রহ বেড়েছে। আর যেহেতু দিনটি তাপদহ কম ছিল তাই অতিরিক্ত মানুষের চাপ।আনন্দ পাবলিশার্সের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আর বলবেন না ভাই। দুঃখের শেষ নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit