নমস্কার বন্ধুরা,
সারা পৃথিবীতে মারামারি ও হানাহানি নিরন্তর লেগেই আছে। যুদ্ধ বিগ্রহ যেন শেষ হওয়ার নয়। আর সেই যুদ্ধের যাঁতাকলে পড়ে পিষে যাচ্ছে সাধারণ থেকে অধিক সাধারণ মানুষরা। যুদ্ধের কারণে উজার হয়ে যাচ্ছে কত নাম না জানা মানুষের জীবন। সেই সাথে অঞ্চলের পর অঞ্চল দেশের পর দেশ সব সময় উত্তপ্ত হয়ে আছে। অথচ আমাদের পৃথিবীই সারা বিশ্বব্রহ্মাণ্ডে এখন পর্যন্ত পাওয়া একমাত্র প্রাণের কেন্দ্রবিন্দু সেখানে আমরা নিজেরাই নিজেদের শেষ করে দিচ্ছি। তাই হানাহানি বন্ধের আহ্বান জানিয়ে এবার নলিন সরকার স্ট্রিটের দুর্গা পুজো কমিটির ভাবনা "সম্ভাবনা"।
৯৩ তম বর্ষে পদার্পণ করে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী নলিন সরকার স্ট্রিটের পুজো কমিটি সারা পৃথিবীর জনগণের কাছে এই আহ্বান জানিয়েছে যে হানাহানি যেন চিরতরে বন্ধ হয়। আমরা যেন ফের সম্ভাবনাময় পৃথিবীতে ফিরে যাই। সেই ভাবনাকে মাথায় রেখে পুজো কমিটি সম্ভাবনাকে তিনটি ভাগে ভাগ করেছেন। প্রথমটি হলো, ‘সম্ভব না’, দ্বিতীয়টি ‘সম্ভাবনা’ এবং তৃতীয়টি ‘সম্ভব’। এই তিন পরিস্থিতির বিষয় নিয়েই নলিন সরকার স্ট্রিটের পুজো মণ্ডপ সেজে উঠেছে।
ষষ্ঠীর রাতে কলকাতার শেষ পুজো মন্ডপ নলিন সরকার স্ট্রিটের দেখার আগ পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার পথ হেঁটে ফেলেছিলাম। কলকাতার পুজো পরিক্রমা শেষ হয়েছিলো নলিন সরকার সিটের সম্ভাবনায়। নলিন সরকার স্ট্রিটের পুজোতে যখন পৌঁছেছি তখন মানুষের ভিড়ে বিশাল লাইন পড়ে গিয়েছে। ভীড়ে মধ্যে যখন মূল মন্ডপে যখন পৌঁছালাম তখন শুধু অবাক হওয়ার পালা। মন্ডপের বাইরের সজ্জাতে বানানো হয়েছে এক বিশাল হৃদপিণ্ড। যেটা আমাদের এই সম্ভাবনাময় পৃথিবীর এক চালিকা শক্তি। মণ্ডপের অন্দর সজ্জাতে এক মানুষ আরেক মানুষের দিকে হাত বাড়িয়ে রয়েছে। যেটা বর্তমান পৃথিবীতে খুবই প্রয়োজন।
আর মন্ডপের মধ্যখানে বিরাজিতা মা দুর্গা। যিনিই পারেন আমাদের অশান্ত পৃথিবীকে ফের শান্ত করে তুলতে। যুদ্ধ থামিয়ে এক সম্ভাবনাময় পৃথিবীতে ফিরিয়ে দিতে।
দৃশ্যগুলো বেশ দারুণ ছিলো এবং পুরো থিমটা যথেষ্ট দক্ষতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে। আমরাও চাই পুরো পৃথিবীর আশান্ত দূর হোক, আরো বেশী নিরাপদ হয়ে উঠুক আমাদের এই পৃথিবী, সকলের জন্য-সকল ধর্মের জন্য। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব জায়গাতেই যুদ্ধ মারামারি লেগে আছে। আমরা নিজেরা নিজেদেরকেই মারতে উদ্ধত। জানিনা এটা সুরাহা কবে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমরা হচ্ছি শান্তি প্রিয় মানুষ। তাই সবসময় মন থেকে চাই যে,যুদ্ধ এবং মারামারি বন্ধ হোক। তাহলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো এই পৃথিবীতে। যাইহোক হাতিবাগান নলিন সরকার স্ট্রিট দূর্গা পূজা উপলক্ষে চমৎকার আয়োজন করেছে। তাদের থিমটা জাস্ট অসাধারণ। আসলে এই থিমটা সবার কাছে একটি ম্যাসেজ। তাদের সম্পূর্ণ আয়োজন এককথায় দুর্দান্ত হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার ভাবে ক্যাপচার করেছেন দাদা। সবমিলিয়ে পোস্টটি দারুণ লাগলো। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit