নমস্কার বন্ধুরা,
তৃতীয়া রাতে হাতে গোনা কয়েকটা পুজো মন্ডপ ঘুরে আসার পর থেকেই মনটা উসখুস করছিল। তবে পরদিন ছিলো রবিবার এবং আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে চতুর্থীর রাতে দক্ষিণ কলকাতা বেশিরভাগটা ঘুরে ফেলার চেষ্টা করবো। যেহেতু দক্ষিণ কলকাতা বলতে অনেকটা অংশকেই বোঝায় সে জন্য ঘুরতে বেশ খানিকটা সময় লাগবেই সেটাই স্বাভাবিক। সেজন্য চতুর্থীর সন্ধ্যে লাগার অনেকটা আগে বেরিয়ে পড়েছিলাম। আমার প্রথম গন্তব্য ছিল বেহালায়। ২০২৪ সালের দুর্গাপুজোর পূর্বের সমসাময়িক ঘটনার জন্য বহু পুজো সমিতিরা এবারে নারী শক্তিকে আবর্ত করে তাদের ভাবনা ফুটিয়ে তুলেছে। বেহালায় পৌঁছে প্রথমে গেলাম সাবর্ণপাড়া বড়িশা সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোতে।
৭৬ তম বছর পদার্পণ করে বড়িশা সার্বজনীনের থিম "রুদ্রাণী"। মা দুর্গা রুদ্ররুপে রুদ্রাণী হিসেবে পূজিতা হন। সেই রুদ্রাণী রূপকে ভাবনায় রেখে বড়িশা সার্বজনীনের পুজো সমিতির তাদের মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। প্রকৃতির কোমল সৃষ্টি নারীরা, তারা এই বিশ্বসংসার নিজেদের কাঁধে বহন করে চলেছে। সেই নারীরা আজ নিজদের অস্তিত্বের সীমানায় দাঁড়িয়ে। সমাজের নিম্ন মানসিকতার পায়ের তলায় তাদের নিরাপত্তা আজকে নেই বললেই চলে। যদিও কন্যা সন্তানের ভ্রুণ হত্যা অনেকটা অতীতে ফেলে আসা হয়েছে। তবে এটা সত্য একটা সময়ে কন্যা সন্তানের ভ্রূণ হত্যা করা হয়েছে। বর্তমানেও সমাজে ঘটে চলা অনেক কিছুই নারীদের প্রতি সমাজের যে ক্রুর মনোভাব ফুটে তোলে। বাস্তব জীবনে নারীদের লড়াইটা অনেকটা বেশি। লড়াই অস্তিত্ব ও অধিকার এবং নিরাপত্তা নিয়ে। তবে এসব কি সমাজ তাদেরকে দিতে পেরেছে?
আজ সময় হয়েছে যখন নারীদের কোমলতা ছেড়ে রুদ্র রূপ ধারণ করতে হবে। মা দুর্গা যেভাবে রুদ্ররূপে অসুর সংহার করেন তেমনি নারীদের মায়ের মতনই রুদ্রাণী রূপ নিতে হবে। নিজেদের সব অধিকার সমাজের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। ভেতরের আগুন দিয়ে সব বাধা পুড়িয়ে ছারখার করে দিতে হবে। সমস্ত বাধা-বিপদ থেকে এভাবে "রুদ্রাণী" রূপী নারীর শক্তির হাত ধরে অশুভ শক্তির বিনাশ করতে সম্ভব হবে। পুরো বিষয়টাকে বড়িশা সার্বজনীন সমিতি তাদের মণ্ডপ সজ্জা ও ভাবনার মধ্যে দিয়ে তুলে ধরেছে।
মন্ডপের প্রতিটা সজ্জায় সমাজের যে বাধা-বিপত্তির বেড়াজালে নারীদের আটকে রেখেছে, সে বিষয়টা আংশিক তুলে ধরা হয়েছে। মা দুর্গা এখানে রুদ্রাণী রূপেই আধিষ্ঠিতা হয়েছেন। যেটা পুজোর ভাবনাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বড়িশা সার্বজনীন দুর্গোৎসব সমিতি দূর্গা পূজা উপলক্ষে দারুণ আয়োজন করেছে। তাদের থিমটা যেমন সুন্দর লেগেছে, তেমনি সম্পূর্ণ আয়োজনও খুব ভালো লেগেছে। তাছাড়া ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন দাদা। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit