সহজ উপায়ে আধার পরিচয়পত্রের বায়োমেট্রিক লক করুনsteemCreated with Sketch.

in hive-129948 •  last year 

নমস্কার বন্ধুরা,

টেকনোলজির সাথে হ্যাকাররাও যে নিজেদের অনেক আপডেট করে ফেলেছে সেটা বিগত দিনের আমার "আধার এনাবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রতারণার শিকার" পোস্টটি পড়ে ধারণা করতে পেরেছেন। পিসির ঘটনার পরে বাঁচার উপায় ইন্টারনেটে কিছু না পেয়ে ব্যাংকের কর্মচারীর শরণাপন্ন হয়েছিলাম। আর তার কথাতে জানতে পারলাম যে কোনো ভাবে বিভিন্ন রাজ্যের সরকারি বিভাগ থেকে মানুষের আঙ্গুলের ছাপ গুলো বেরিয়ে গেছে। আর তাতেই সাধারণ মানুষ বিপত্তিতে পড়েছে। তবে আসল ঘটনা কি সে সম্পর্কে কেউই সঠিক জানিনা সবই অনুমান করছেন। আদপে কোন পক্ষের ভুল সেটা আমরা হয়তো কোনোদিনই জানতে পারবো না। ব্যাংক কর্মীর কথামতো আমি চটজলদি বায়োমেট্রিকের লক করে ব্যাংক কর্তৃপক্ষকেও টাকা খোয়া যাওয়ার ঘটনা জানিয়ে দিলাম। তার পাশাপাশি পুলিশে একটি জেনারেল ডায়েরি করে, সেটাও ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম। তাতে তারা খোয়া যাওয়া টাকা ফিরে পাওয়ার প্রতিশ্রুতিও দিলেন।

aadhaar-card-7579588_1280-.jpeg

Copyright free Image Pixabay

যদি আপনাদের কোন পরিচিত মানুষের এরকম ঘটনা ঘটে থাকে তাহলে তাদের অতিসত্বর থানায় জিডি করতে বলুন, তারপর অবশ্যই নির্দিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে জানাতে বলবো। যাক এটা না হয় গেলো আমাদের কোন কারনে টাকা খোয়া গেলে সেটা পাবার উপায়। কিন্তু যেটা করলে আমরা সাবধানে থাকবো এবার সেটাই বলবো। আমাদের উপায় একটাই, বায়োমেট্রিক লক করা। যদিও সেটা দু পদ্ধতিতে করা যাবে, এক mAadhaar ইন্সটল করে সেখানে লগইন করে আপনার আধার কার্ডটি লিঙ্ক করে খুব সহজে করে ফেলা যাবে তবে সেখানের সমস্যাটা হলো অ্যাপ্লিকেশনটি খুবই ত্রুটি পূর্ণ। কমপক্ষে ১০ থেকে ১২ বারের প্রচেষ্টায় সেখানে আপনি লগইন করতে সক্ষম হবেন। তাই আমি সহজ উপায়টার কথাই বলবো।

প্রথমে আধারের ওয়েবসাইট https://uidai.gov.in/ খুলে ফেলবো। সেটি খুললেই লগইন করার অপশনটি আসবে।

Aadhaar_1.png

লগ ইনে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন আধার কার্ড, একটি ক্যাপচা এবং ওটিপি'র জন্য একটি করে ফাঁকা ঘর। এখানে আপনাকে আপনার নির্দিষ্ট আধার নাম্বারটি বসিয়ে তারপর ক্যাপচাটি দিয়ে ওটিপির জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে। আধারের সাথে যে ফোন নাম্বারটি যুক্ত করা রয়েছে সেখানে ওটিপিতে এলেই আপনারা সেই ফাঁকা জায়গাতে বসিয়ে লগইন করে ফেলুন।

Aadhaar_2.png

লগইন করে ফেললেই পেজে অনেকগুলো অপশন দেখবেন তার মধ্যে বায়োমেট্রিক লক এবং আনলক অপশনটি পাবেন। সেখানে ক্লিক করে মাত্র আর এক ধাপেই আপনি আপনারা বায়োমেট্রিক লক করতে পারবেন। শুধুমাত্র লাগবে ওটিপি, সেটিও আপনি সহজেই মোবাইলে নম্বরে রিকোয়েস্ট করে পেয়ে যাবেন।

Aadhaar_3.png

বিষয়টা খুবই সহজ সাথে। সাথে কম্পিউটার থাকলে নিমেষের মধ্যে আপনি নিজের বায়োমেট্রিক লক করে ফেলতে পারবেন।


mAadhaar: Google Play Store




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

যদিও এটা আমার কাজে লাগবে না। তবে অনেক কিছু জানতে পারলাম দাদা। অনেক বিষয়ে পুরো ক্লিয়ার হয়ে গেল। আসলেই প্রযুক্তির সঙ্গে হ‍্যাকার রাও আপডেট হয়েছে। একটা সতর্কতা মূলক পোস্ট ছিল দাদা। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile