নমস্কার বন্ধুরা,
মেলা কিছু মানুষের ঘুরতে যাওয়ার সুযোগ। মেলা আবার কিছু মানুষের কাছে বিশেষ খাবার-দাবার খেতে যাওয়ার জায়গা। আমার কাছে আগের দুটো করণের থেকেও যেটা বেশি মনে হয় তা হলো মায়ের মন্দির থেকে ঘুরে আসা। তবে সব কিছুর নিয়ে যারা সবচাইতে বেশি মেলায় যেতে পছন্দ করে তারা হলো বাচ্চারা। যখন খুব ছোট ছিলাম তখন যেকোনো মেলা আমার খুব পছন্দের এক জায়গা ছিল। সেটার কারণ নিশ্চয়ই আপনাদেরকে আলাদা করে বুঝিয়ে বলতে হবে না। আসলে মেলা হতো খেলনার সম্ভার। ছোটবেলা থেকেই খেলনা খুব পছন্দ সেজন্য মেলা গেলেই গাদা গুচ্ছের খেলনা কিনে নিয়ে আসতাম। আর বাড়ির পাশের যে মেলাগুলো হয় সেগুলোতে তো রোজ একবার করে যেতাম, দৈনন্দিন নিয়মের মধ্যে পড়তো আরকি।
ভুট্টার খই খেয়ে তারপর একগাল জিলাপি মুখে গুজে হাঁটতে হাঁটতে মেলার এমন একটা অংশে পৌঁছালাম যেটা বলা চলে ছোটো বাচ্চাদের খনি। সেখানে সব দোকানই খেলার জিনিসপত্র। সেখানে বিভিন্ন ধরনের খেলার জিনিসপত্র দেখছিলাম, বেশিরভাগই প্লাস্টিকের খেলনা। আর অন্য এক পাশে পেলাম তথাকথিত কাঠের খেলনা। সেসবের মাঝে দেখলাম বেলুন শুটিং। যদিও বেলুন ফাটানো নিয়ে শুধুমাত্র বাচ্চাদেরকে দোষ দিয়ে লাভ নেই বড় বাচারাও এই বেলুন ফাটাতে যথেষ্ট তৎপর থাকে। যেমন এই ছবিতেই দেখুন, সবই বড়ো বাচ্চা।
তারপর একটা কাঠের খেলনার দিকে নজর গেলো। একটা সময় ছিল যখন প্লাস্টিকের ব্যবহার এত বেশি ছিল না। প্লাস্টিকের খেলার পরিমাণও কম ছিলো, তখন কাঠের খেলনায় গোটা মেলা প্রাঙ্গণ ভরে থাকতো। বর্তমান সময়ে কাঠের খেলনার ব্যবহার কমেছে বটে তবে ধীরে ধীরে মানুষের মধ্যে অল্প কিছুটা সচেতনতা বেড়েছে। এখন এই কাঠের খেলাগুলো অনেকে ঘর সাজানোর জন্য হলেও কিনে নিয়ে যান।
আরো কিছু জিনিসপত্রের দোকান দেখেছিলাম তার মধ্যে প্লাস্টিকের এক হরেক মালের দোকান আমার খুব ভালো লেগেছিল। দোকানী বুদ্ধি করে দেওয়াল জুড়ে রেখেছে মহিলাদের সরঞ্জাম আর মাথায় ঝুলিয়ে রেখেছে বাচ্চাদের খেলনা। অর্থাৎ তারা এক দিক থেকে মা'দের দোকানের দিকে টেনে নিয়ে আসবে তেমনি যেসব মায়েরা আসবে না তাদের বাচ্চারাই টেনে নিয়ে আসবে। হাঃ হাঃ।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলায় মেলায় গিয়ে খেলনা কিনতে ভীষণ ভালো লাগতো। তাছাড়া মেলায় ঘুরাঘুরি করতেও খুব ভালো লাগতো। যাইহোক মেলায় গিয়ে বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন দাদা। ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান শিশুদের কাছ থেকে কাঠের খেলনা সত্যিই যেন হারিয়ে গেছে। এখন বেশিরভাগ প্লাস্টিক আর ফাইবারের খেলনা দেখা যায়। তাও সবকিছুতেই দেখি ব্যাটারির প্রয়োগ। আসলে বর্তমানে ডিজিটাল দুনিয়ায় সবকিছু হাইটেক হয়ে গেছে। আমাদের ছেলেবেলায় এমন কাঠের খেলনা ছিল। মেলার ছবিগুলো আমার দারুন লাগলো। মেলায় যেতে আমি এমনিতেই পছন্দ করি। কারণ সেখানে গেলে একসঙ্গে অনেক কিছু জিনিসপত্র চোখের সামনে চলে আসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit