'আমার বাংলা ব্লগ' প্রতিযোগিতা-৩৪ "ইউনিক শরবতের রেসিপি" -র ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

in hive-129948 •  2 years ago 

নমস্কার,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালোই আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আমার বাংলা ব্লগের ৩৪ তম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নিয়ে হাজির হয়ে গেলাম।

lklhn.png


আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা মানেই এক অনন্য ব্যাপার। ইউনিক শরবতের রেসিপি গুলো যেন তারই প্রতিফলক মাত্র। আমার বাংলা ব্লগের সদস্যদের শরবত বানানো এবং প্রেসেন্টেশনের ক্রিয়েটিভিটি দেখে মুগ্ধ না হয়ে পারা যায়নি। কার শরবতের রেসিপি ছেড়ে কার শরবতের রেসিপি নেবো তাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। প্রতিটি রেসিপিই ছিলো তাক লাগানো, সেই কারণে আমরা ৫ জন বিজয়ীর জায়গায় ১৬ জনকে বাছাই করতে বাধ্য হয়েছি। সবচাইতে বড়ো বিষয় আমাদের পুরস্কারের সাথে ছিলো RME দাদার পক্ষ থেকে বিশাল এম্যাউন্ট এর পুরস্কার। যেখানে আমাদের পক্ষ থেকে প্রতিযোগিতায় প্রথমে ১০০ স্টিম পুরস্কার ধার্য ছিলো তা পরবর্তীতে আমরা আরো ১০ স্টিম বৃদ্ধি করেছি।


৩৪ তম প্রতিযোগিতায় মোট ৪৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। আর আমাদের সর্বমোট পুরস্কার ৮২৫ স্টিম। যার মধ্যে RME দাদার তরফ থেকে বিশেষ পুরস্কার হিসেবে আছে ৭১৫ স্টিম এবং মডারেটরদের তরফ থেকে ১১০ স্টিম। আজ আমার পোস্টে শুধুমাত্র আমাদের পক্ষ থেকে স্টিম গুলো প্রদান করা হবে। দাদার পক্ষ থেকে পুরস্কার বিতরণ দাদা নিজেই করবেন এবং দাদা সেটা পোস্টের মাধ্যমে জানিয়ে দেবেন।


মোট প্রতিযোগী : ৪৩
মোট পুরস্কার : ৮২৫ স্টিম
দাদার পুরস্কার : ৭১৫ স্টিম
আমাদের পুরস্কার : ১১০ স্টিম


প্রতিযোগিতার বিচারক মন্ডলী :


IDDesignation
@rmeFounder
@blacksCo-Founder
@rupokCommunity Moderator 🇧🇩
@kingporosCommunity Moderator 🇮🇳
@alsarzilsiamCommunity Moderator 🇧🇩
@tangeraCommunity Moderator 🇧🇩
@ayrinbdCommunity Moderator 🇧🇩

বিজয়ীরা

PositionUser namePost linkPrize (Founder+Mod)
প্রথম@tasonyaLink112.5 STEEM
প্রথম@tania69Link112.5 STEEM
দ্বিতীয়@rahimakhatunLink90 STEEM
দ্বিতীয়@isratmimLink90 STEEM
তৃতীয়@bristy1Link54.5 STEEM
তৃতীয়@nevlu123Link54.5 STEEM
তৃতীয়@pujaghoshLink54.5 STEEM
তৃতীয়@wahidasumaLink54.5 STEEM
চতুর্থ@mohinahmedLink37.5 STEEM
চতুর্থ@narocky71Link37.5 STEEM
পঞ্চম@jamal7Link26 STEEM
পঞ্চম@bristychakiLink26 STEEM
ষষ্ঠ@mahbubul.lemonLink13.33 STEEM
ষষ্ঠ@monira999Link13.33 STEEM
ষষ্ঠ@sshifaLink13.33 STEEM


বিশেষ পুরস্কার

User namePost linkPrize
@tanujaLink25 STEEM


বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

Winner_1.png

Winner_2.png


প্রতিযোগিতায় যারা স্পন্সর করেছেন

NoNameAmount
1@rme দাদা715 STEEM
2@rupok22 STEEM
3@alsarzilsiam22 STEEM
4@ayrinbd22 STEEM
5@tangera22STEEM
6@kingporos22 STEEM

যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য রইলো অনেক অভিনন্দন এবং যে সমস্ত সদস্যরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সবার রেসিপি গুলোই ছিলো ইউনিক ও দেখবার মতো।




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অভিনন্দন সকল বিজয়ীকে ৷ অনেক সুন্দর একটি প্রতিয়োগিতা ছিলো ৷ অসংখ্য ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটিকে এতো সুন্দর একটি প্রতিয়োগিতার আয়োজন করার জন্য ৷

অভিনন্দন জানাই সকল বিজয়ীকে। সত্যি বলতে কি, সবাই বেশ ভালো করেছিল।

দারুন দারুন শরবতের রেসিপি। যদিও অনেকগুলো শরবত কম ডেজার্ট বললেই বেশি চলে। হাঃ হাঃ

প্রথমেই অভিনন্দন জানাচ্ছি যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে। আসলে সবাই খুব ইউনিক শরবত রেসিপি শেয়ার করেছে। চতুর্থ স্থান অধিকার করতে পেরে আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। দাদাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যাইহোক প্রতিযোগিতার ফলাফল আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

যারা স্থান পেয়েছেন কিংবা যারা পাননি সবাই দারুন করেছেন। বিজয়ী বাছাই করতে জীবন শেষ।

সকল বিজয়ীদের জন্য অভিনন্দন। আর এত সুন্দর একটি ইউনিক শরবতের প্রতিযোগিতা আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

সকল বিজয়ীদের কে অভিনন্দন। সব চমৎকার চমৎকার ইউনিক পোস্ট ছিলো।
কম বেশি সবার পোস্ট গুলো দেখেছি।
সবার জন্য শুভ কামনা রইল।

আমি তো একেবারেই ভাবতে পারিনি যে তৃতীয় পুরষ্কার পাবো। ভীষণ খুশি হয়েছি, এতটা যে বলে বোঝাতে পারবো না।

শরবত বানাতে অনেক সময় লেগেছে সেট বোঝা যাচ্ছিলো।

পুরস্কার পাওয়া গেলে সারাদিন সময় লাগলেও ঠিক আছে। হি হি হি।

এই প্রতিযোগিতার মাধ্যমে ধারুন ধারুন শরবত রেসিপি দেখতে পেরেছি। যারা বিজয় হয়েছে, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা।।

অনেক জমজমাট একটি প্রতিযোগিতা ছিল।এবং এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করতে পারে অনেক বেশি ভালো লেগেছে।অসংখ্য ধন্যবাদ ফলাফল প্রকাশ করে আমাদের মাঝে তুলে ধরার জন্য ।

আমার বাংলা ব্লগের চৌত্রিশতম প্রতিযোগিতার ফলাফল দেখতে পেয়ে খুবই ভালোলাগলো। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি অনেক শুভেচ্ছা রইল এবং যারা বিজয়ী হয়েছেন তাদের প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা।

সকল বিজয়ীদের প্রতি শুভেচ্ছা রইলো। অসাধারণ সব রেসিপি ছিরো।সত্যি অসাধারণ ছিলো।

সত্যিই ভাই। খুব সুন্দর ছিলো।

এবারের প্রতিযোগিতায় অনেক ভালো লেগেছে সকল ইউজার কিন্তু অংশগ্রহণ করেছিলেন। সবার শরবত রেসিপি দারুণ ছিলো দাদা। ধন্যবাদ খুব সুন্দর একটি ফলাফল প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

আমার বাংলা ব্লগ কনটেস্ট ৩৪ এর বিজয়ীদেরকে অনেক শুভেচ্ছা ও অভিন্দন।তারা তাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে পুরষ্কৃত হয়েছেন।সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই।শুভকামনা রইল সবার জন্য।

এটা খুবই দারুণ একটা প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেকগুলো ইউনিক শরবতের রেসিপি দেখতে পেয়েছি। এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

বিজয়ী সবাইকে অভিনন্দন।তারা তাদের দক্ষতা কাজে লাগিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।

বেশ সুন্দর একটি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কিছু ইউনিক শরবতের রেসিপি সম্পর্কে জানতে পারলাম। এ ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা থাকলে এত সুন্দর সুন্দর শরবত রেসিপি হয়তো দেখা হতো না। ধন্যবাদ সম্মানিত ফাউন্ডা, কো-ফাউন্ডার, এডমিন এবং মডারেটর প্যানেল কে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। শুভেচ্ছা জানাই পুরুস্কার পাওয়া প্রত্যেকটি ব্লগার কে।

আসলেই এই প্রতিযোগিতাতে যারা যারা বিজয়ী হয়েছেন তাদের কে অনেক অনেক ধন্যবাদ। কারন আপনারা নিজের চেষ্টায় এই বিজয়ী লাভবান করেছেন। কারণ চেষ্টা না করলে কখনোই বিজয়ী হওয়া সম্ভব না। আমি ও চেষ্টা করেছি অনেক ব্যস্ততার মাঝেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তাতেই নিজের মনটা অনেকটা শান্তি লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রতিযোগিতাগুলোতে এত সুন্দর ভাবে অংশগ্রহণ করার জন্য।

এই প্রতিযোগিতাগুলোতে তো ফার্স্ট সেকেন্ড বের করাই টাফ।প্রত্যেকে এতো ভালো ভালো উপস্থাপনা করে যা চিন্তার বাহিরে।যাইহোক সবার জন্য শুভ কামনা রইলো।

প্রতিযোগিতা মানেই ভিন্ন কিছু তৈরি। ভিন্ন ভিন্ন শরবতের রেসিপি দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। সবার আইডিয়া চিন্তা ভাবনা এত সুন্দর মুগ্ধ হওয়াটাই স্বাভাবিক। এই প্রতিযোগিতার ধারাবাহিকতা চলতে থাকুক সেটাই কামনা করি। সকল বিজয়ীদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন।

ইউনিক শরবত এর রেসিপিতে যে সমস্ত ইউজারগন অংশগ্রহণ করেছিল আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ইউনিক শরবত রেসিপিতে অংশগ্রহণ করে যে সমস্ত ইউজারগণ পুরস্কার বিজয়ী হয়েছেন আমি তাদেরকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি আশা করি আগামী দিনেও আমার বাংলা ব্লগ কমিউনিটি এরকম আরো সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করবে।