নমস্কার,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি।
আজ আমি আপনাদের সামনে আরো একটি নতুন কবিতা আবৃত্তি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে আমাদের প্রিয় ফ্যান্টম দার রোদনভরা এ বসন্ত কবিতাটি আবৃত্তি রূপে আপনাদের সামনে উপস্থাপন করবো। আবৃত্তি সিরিজের এটি আমার পঁচিশ তম উপস্থাপনা। কবিতা ভাবার্থ নিয়ে বিস্তারিত মতামত অভিমত পর্যায়ে আলোচনা করবো। তাহলে চলুন শুরু করে যাক।
বসন্ত সমাগত, হে প্রিয়া তবু কেন দূরে থাকো ?
আজি দখিনা হাওয়া বড়োই চঞ্চল,
চারিদিকে শুনি শুধু প্রেমেরই গুঞ্জন ।
প্রকৃতির এই আয়োজন আজি সবই ব্যর্থ,
শুধু তুমি নেই বলে কাছে হে প্রিয়,
কেন দূরে থাকো?
চতুর্দিকে আজি দেখো কি রঙের বাহার,
রক্ত পলাশ , শিমুল আর মহুয়া ফুলের মাদকতা ।
হাওয়ায় হাওয়ায় শোনো পাখিদের গান,
মনটা কি তোমার হয়না এতটুকুও চঞ্চল?
আমি যে তোমায় ভালোবাসি,
সে কথাটি কেনো তুমি শুধু ভুলে যাও বারংবার?
চারিদিকে এত যে রঙ, এরই মাঝে বিবর্ণ শুধু আমার হৃদয়খানি ;
কোনো রঙ নেই সেথায়, ধূসর ধূলিময় ।
কত যুগ যেনো দেখি না তোমায়,
ফিরে এসো ওগো বন্ধু;
তোমার অধর স্পর্শে রাঙিয়ে তোলো
বিবর্ণ ধূলিময় ব্যথাতুর এ হৃদয় ।
অরণ্যের আকাশে সাঁঝের প্রদীপ জ্বেলে
দেখো আজ ওই চাঁদ ওঠেছে ।
প্রদোষের চন্দ্র আজ রুপালি মোটেই নয়,
রক্ত পলাশের মত টকটকে যেন সাজ তার ।
চাঁদের আদিম রক্ত বইছে আমাদেরই শিরায় শিরায়;
আজ আমি বন্য, উদ্দাম, উত্তাল ।
কাছে এসো, ওগো বন্ধু এই প্রদোষকালে,
বুনো হাওয়ার গন্ধ গায়ে মাখিয়ে,
ঝাঁপিয়ে পড়ো আমার এই তৃষিত হৃদয়ে ।
আপন করো আজ বন্য সোহাগে;
আদিম চাঁদের নীচে প্রাগৈতিহাসিক এ অরণ্যে,
এসো প্রিয়া আজি মত্ত হই আদিম খেলায় দু'জনে ।
আমিই তোমার পুরুষ আর তুমিই আমার নারী,
এসো দু'জনে আজ এখানে প্রেমের স্বর্গ গড়ি।
বসন্তের আবহে প্রেমিক তার পছন্দের মানুষটির কাছে আকুল আবেদন কবি রোদনভরা এ বসন্ত কবিতাটিতে ফুটিয়ে তুলেছেন। কবিতাটি প্রকৃতির সৌন্দর্যের সাথে রোমান্টিকতার অদ্ভুত মিশেল। যেখানে প্রিয়জনের জন্য তার প্রেমিকের মন বড়োই চঞ্চল। অনেকটা বসন্তের মতোই। কবিতার পরতে পরতে বসন্তের ছোঁয়া লেগেছে। প্রেমের রূপ যেখানে বসন্তের রূপের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। একই সাথে প্রেমিকের ভালোবাসার মানুষটিকে কাছে না পাওয়ার ব্যাকুলতা কবি তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে সমর্থ হয়েছে।
কবি বারংবার বসন্তের এই সৌন্দর্যের তুলনা টেনে তার প্রিয়জনের কে কাছে না পাওয়ার ব্যাকুলতা ফুটিয়ে তুলতে পেরেছেন। যেখানে রক্ত পলাশ, শিমুল, মহুয়ায় চারিদিকটা রঙিন হয়ে গেছে। পাখিদের ডাকে চারিদিক যেমন চঞ্চল হয়ে গেছে তেমনি প্রেমিক তার প্রেমিকার কাছে ভালোবাসা জ্ঞাপন করে উত্তর না পেয়ে চঞ্চল হয়ে উঠেছে। প্রেমিকের আক্ষেপ যে এত রঙিন সময়েও তার হৃদয় বিবর্ণ ধূসর। তাই ব্যথাতুর মনে প্রেমিক কাছের মানুষটিকে ফিরে আসার আকুতি জানাচ্ছে।
কবির লেখায় এখানেই সফলতা। তিনি যেমন বসন্তের রঙিন রূপকে লেখার মাধ্যমে তুলে ধরতে পেরেছেন তেমনি ভালোবাসার মানুষটিকে না পেয়ে প্রেমিক যেন বসন্তেও বেরঙা সেটাও তুলে ধরেছেন।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
অসাধারণ কবিতা আবৃত্তি করেছেন দাদা। আপনার কবিতা আবৃত্তি আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া ফ্যান্টম দা সব সময় খুব ভালো কবিতা লিখেন। ওনার কবিতা গুলো পড়তে ও শুনতে খুবই ভালো লাগে। ধন্যবাদ দাদা কবিতাটি সুন্দর করে আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদার লেখা কবিতাতে সত্যিই বেশ সুন্দর ভাবার্থ থাকে। ধন্যবাদ দিদি 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের সকলের প্রিয় দাদার লেখা কবিতাটি আপনি দারুন ভাবে আবৃত্তি করেছেন দাদা। সত্যি কথা বলতে আমাদের দাদা যেমন দারুন কবিতা লিখে তেমনি আপনি দারুন আবৃত্তি করেন। কবিতা আবৃত্তি শুনে ভীষণ ভালো লেগেছে। দারুন ভাবে কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি চেষ্টা করছি দিদি আরো ভালো হবে আশা করি। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এর আগেও আপনার কবিতার আবৃত্তি শুনেছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছিল। এবারের আবৃত্তিটিও ভিষণ ভালো লেগেছে দাদা।এত সুন্দর করে ফ্যান্টম দাদার, রোদনভরা এ বসন্ত কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকেও অনিশ ভাই। আপনার ভালো লেগেছে এটাই পাওনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় দাদা, আপনার আবৃত্তি করা কবিতাগুলো শুনতে আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের প্রিয় দাদার লেখা ‘রোদনভরা এ বসন্ত’কবিতাটি আপনি ধীরে ধীরে মিষ্টি কন্ঠে এত সুন্দর ভাবে আবৃত্তি করেছেন যে, আপনার আবৃত্তি শুনে আমি সম্পূর্ণরূপে মুগ্ধ হয়ে গেছি। অসাধারণ একটি কবিতা অতি চমৎকার ভাবে আবৃতি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ বিদ্যুৎ দা। আরেকটু ধীরে ধীরে করলে হয়তো আরো ভালো হতো। আসলে বহুবার প্রাকটিস করে তারপর ফাইনাল করি তো তাই অনেক সময় হুড়োহুড়ি মনে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ দাদা আপনি তো খুবই ভাল আবৃত্তি করেন। আসলে এর আগেও আপনার আবৃত্তি শুনেছি। আমাদের প্রিয় দাদার বসন্ত নিয়ে লেখা রোদনভরা এ বসন্ত কবিতাটি আপনি আপনার দারাজ কন্ঠে আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করেছেন। বেশ সুন্দর ছিল কবিতার প্রতিটি লাইন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দরাজ কণ্ঠে কি হয়েছে জানিনা তবে চেষ্টা করছি আরো খোলা গলায় আবৃত্তি করার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রোদনভরা এ বসন্ত কবিতাটি আপনি খুবই সুন্দরভাবে আবৃত্তি করেছেন। সত্যিই দাদার এই কবিতাটি আপনার কন্ঠে আবৃত্তি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। কবিতাটির যেন প্রাণ ফিরে পেয়েছে। আসলে কবিতা আবৃত্তি শুনতে খুবই ভালো লাগে আমার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রাণ পেলো কিনা জানিনা। তবে ধন্যবাদ রায়হান ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরেহ বাহ দাদা কবিতার মূলভাব কি চমৎকারভাবে তুলে ধরলেন। আসলে দাদার কবিতাগুলো মাঝে মধ্যে আমার মাথার উপর দিয়ে যায়।
আর আপনার আবৃত্তি কিন্তু অসাধারণ। এর আগেও আপনার আবৃত্তি আমাদের সবাইকে মুগ্ধ করেছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাকেও বারবার পড়ে তবেই অর্থ বুঝতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit