Buy the Dip! $PUSS, কেনার আবার সুযোগ

in hive-129948 •  4 months ago 

নমস্কার বন্ধুরা,

আমি ঠিক এক সপ্তাহ আগে পোস্ট করেছিলাম, Buy the Dip। আসলে আপনারা অনেকে জানেন ক্রিপ্টো মার্কেটে "Buy the Dip" কথার খুব চল আছে। Buy the Dip এর অর্থ, দাম যখন কমে যাবে তখন কিনে HODL করতে হবে। কারণ কিছুদিন পর দাম আবার উপরে উঠবে। আমি বারংবার সেটাই প্রতিফলিত হতে দেখছি। স্টিমিট তথা আমার বাংলা ব্লগের প্রথম কয়েন, $PUSS এর ক্ষেত্রে সেই বিষয়টা বেশি বেশি করে পরিলক্ষিত হচ্ছে। গত ৬ ই সেপ্টেম্বর দুদিন দাম কিছুটা স্থিত থাকার পর এক লহমায় ৪৮ শতাংশ বেড়ে যায়। $PUSS এর দাম ০.০১২৫ TRX থেকে বেড়ে সোজা ০.০১৮৫ TRX এ পৌঁছে যায়। বর্তমানে দাম ফের কিছুটা কমেছে। বলা চলে আমাদের সামনে মার্কেট আবার একটা সুযোগ।

1000017955.jpg

পূর্ব সপ্তাহের ন্যায় আমি সেই একই কথা বলবো, "Buy the Dip"। কারণ ৭ ই সেপ্টেম্বর $PUSS এর দাম ০.০১৬৫ TRX ছিলো তা এখন বেড়ে দাঁড়িয়েছে ০.০২৩৫ TRX, প্রায় ৪২% বেড়েছে। তবে দাম আরো কিছুটা বেশি ছিলো, একসময় ০.০২৫০ TRX পর্যন্ত পৌঁছেছিল। এখন কিছুটা কমেছে, তাই এটাই সুবর্ণ সুযোগ। যারা পারছেন কিছুটা হলেও কিনে রাখুন। এবং সবার কাছে আমার পরামর্শ থাকবে, $PUSS কয়েনের দাম যখনই দেখবেন অল্প কমে এসেছে তখন যতটুকু সম্ভব $PUSS কিনে রাখবেন, আমিও কিনছি 🌝। কারণ ৫/৬ দিন আগে যখন কেউ যদি $PUSS কিনতেন তাহলেও ৪২% লাভে থাকতেন।

1000017971.jpg

দিন যত এগোবে, দাম বাড়তে থাকবে। $PUSS কয়েনের প্রজেক্ট গুলো ধীরে ধীরে পুরোপুরি ইমপ্লিমেন্ট করা হলে তখন দাম আমাদের সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। বারবার তাই একই কথা বলছি এবং বলবো, যতটা পারবেন $PUSS কিনে রাখুন। আমার কথা মিলিয়ে নেবেন, একসময় $PUSS কয়েন তথাকথিত ডিসেট্রালাইজড ব্লগিং জগতকে এক ভিন্ন রূপে তুলে ধরবে। সেন্সরশিপের অতিরিক্ত বাড়াবাড়ি, লড়াইয়ে স্টিমিট হবে মূল হাতিয়ার আর শক্তি জোগাবে আমাদের $PUSS। যেভাবে সব দিকে চাপাচাপি ভবিষ্যতে সাধারন মানুষকে সেন্ট্রালাইজড সোশ্যাল মিডিয়া থেকে ডিসেন্ট্রালাইজড সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকতেই হবে। সেই সময়ে স্টিমিট হয়ে উঠবে বিশ্বের কাছে কাছে এক অপরিহার্য অংশ।

1000017786.png

শুধু কিনলেই হবে না, কিনে $PUSS HODL করতে হবে। আমরা সবে পথ চলা শুরু করছি। $PUSS নিয়ে দাদার এবং আমার বাংলা ব্লগের বহু পরিকল্পনা আছে। আর $PUSS আমাদের কমিউনিটির কয়েন, তাই নিজের কয়েন। HODL...



"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao #TronMemeSeason $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আসলেই দাদা আজকে $PUSS টোকেনের দাম তুলনামূলক কম থাকাতে কেনার বেশ দারুন সুযোগ যাচ্ছে। মার্কেট এভাবে আপডাউন করবে এটাই তো স্বাভাবিক কিন্তু এই আপডাউনে যারা সুযোগ নেবে তারা বেশ ভালো ফলাফল পাবে। যারা এখনো $PUSS টোকেন কেনেনি বা কিনতে আগ্রহী এই সুযোগটা তাদের জন্য। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দাদা।

ধন্যবাদ দাদা,এত সুন্দর করে বোঝানোর জন্য। আমার মতো যারা সল্প কিছু কিনে রেখেছে, তাদের জন্য সুবর্ন সুযোগ কাজে লাগানো উচিত।

আজকে পুস কয়েন কেনার সুবর্ণ সুযোগ ছিলো। তবে আমি দুই দিন আগে কিনেছিলাম। কিন্তু আজকে কিনতে পারলে আরও ভালো হতো। যাইহোক সুযোগ বুঝে যারা পুস কয়েন কিনে হোল্ড করে রাখতে পারবে,ভবিষ্যতে তারাই লাভবান হবে। কারণ পুস কয়েন ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

আমরা বাঙালিরা ক্রিপ্টোতে এই ভুলটা করি। দাম কম থাকতে কিনি না। কিন্তু বেড়ে গেলে তখন কিনি। এটা একপ্রকার আমাদের বদঅভ‍্যাস। ক্রমাগত puss এর দাম বাড়ছে। এমন চললে হয়তো সত্যি সত্যি কয়েক মাস পর আমাদের আফসোস করতে হবে তখন কেন কিনলাম না এটা বলে।