পুরস্কার বিতরণী: "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৫৪ || শেয়ার করো তোমার তৈরি নকশী পিঠার রেসিপি

in hive-129948 •  11 months ago 

নমস্কার,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগ"-এর ৫৪ তম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী নিয়ে হাজির হয়ে গেলাম।

abb_contest.jpeg

Banner credit: @alsarzilsiam

আপামর বাঙালির কাছে শীত কাল মানেই পিঠের পুলির সময়। গোটা শীতে জুড়ে আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি পিঠে পুলি হয়ে থাকে। মূলত সবার বাড়ির পিঠে পুলির ধরণের মধ্যে অনেক মিল হলেও কিছু কিছু এলাকা ভিত্তিক পিঠে আমরা দেখে থাকি। যাদের বেশিরভাগের সাথেই আমার পরিচয় হয়েছে আমার বাংলা ব্লগের সদস্য দের পোস্টের মাধ্যমে। এবারের শীতকাল প্রায় শেষ হয়ে তবে হালকা শীত ভাবটা এখন যেন রয়েছে যা হয়তো আগামী কদিনের মধ্যে উধাও হয়ে যাবে। এবছরের মতো পুরোপুরি ভাবে শীত বিদায় নেওয়ার আগে চিন্তা করা হলো নকশী পিঠের প্রতিযোগিতা করলে কেমন হয়। আর সত্যি কথা বলতে আপনারা পিঠে নিয়ে যা কারুকাজ দেখালেন তাতে বোঝা গেলো টপিক নির্বাচনে আমরা ভুল করিনি। আসলে আপনারা যে কতটা ক্রিয়েটিভ মানুষ সেটা আবার একবার প্রমাণ করলেন।


আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা মানেই এক অনন্য বিষয়। দৃষ্টি নন্দন ও ইউনিক সমস্ত পিঠা গুলো তার প্রতিফলক। নকশী পিঠা বানানো এবং উপস্থাপনা দুটোর মধ্যেই যে ক্রিয়েটিভিটি প্রতিযোগীরা দেখিয়েছেন তাতে বারবার মুগ্ধ হতে হয়েছে। কার পিঠের রেসিপি ছেড়ে কার পিঠের রেসিপি দেখবো তাতে আমাদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে। আসলে প্রতিটি নকশী পিঠেই ছিলো তাক লাগানো। আর কথা বেশি বাড়াবো না, সোজা চলে যাবো পুরস্কার বিতরণীতে।


আমার বাংলা ব্লগের ৫৪ তম প্রতিযোগিতায় মোট ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। সর্বমোট পুরস্কার ছিলো ১৪০ স্টিম। যা পেয়েছেন ৯ জন বিজয়ী। সেই সাথে রয়েছে আমাদের সকলের প্রিয় দাদার তরফ থেকে বিশেষ পুরস্কার।


প্রতিযোগিতার বিচারক মন্ডলী :


IDDesignation
@rme✠ Founder 🔯
@blacksCo-Founder & Operations Head 🇮🇳
@rupokCommunity Moderator 🇧🇩
@kingporosCommunity Moderator 🇮🇳
@alsarzilsiamCommunity Moderator 🇧🇩
@tangeraCommunity Moderator 🇧🇩

দাদার বিশেষ পুরস্কার

User namePost link
@rahimakhatunLink
৫৪ তম প্রতিযোগিতা'র বিজয়ীরা

RankUser IDPost LinkPrize
প্রথম স্থানাধিকারী@nevlu123Link৩৫ Steem
দ্বিতীয় স্থানাধিকারী@mohinahmedLink২৫ Steem
তৃতীয় স্থানাধিকারী@narocky71Link২০ Steem
চতুর্থ স্থানাধিকারী@tanjimaLink১৪ Steem
পঞ্চম স্থানাধিকারী@tasonyaLink১২ Steem
ষষ্ঠ স্থানাধিকারী@selinasathi1Link১০ Steem
সপ্তম স্থানাধিকারী@bdwomenLink৯ Steem
বিশেষ পুরস্কার (যুগ্ম)@sshifaLink৭.৫ Steem
বিশেষ পুরস্কার (যুগ্ম)@bristy1Link৭.৫ Steem

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ


Screenshot_20240321-224354.png


পুরস্কার স্পনসর abb-featured





IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগ কমিউনিটির নতুন একটি প্রতিযোগিতার বিজয়ীদের কে পুরুস্কার বিতরন করা হয়েছে, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বিজয়ী দের কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটি সব সময় আমাদের জন্য কাজ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

এবারের এই প্রতিযোগিতা টা আসলেই অনেক সুন্দর ছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর নকশি পিঠা দেখতে পেয়েছি। যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর সত্যি বলতে এবারের সবারই রেসিপি বা নকশা গুলো মনোমুগ্ধকর ছিল। যাইহোক সর্বোপরি আমাকে প্রথম স্থানের জন্য সিলেক্ট করায় সকল এডমিন মডারেটর বৃন্দকে অনেক অনেক ধন্যবাদ। আর এই প্রতিযোগিতায় যারা যারা বিজয়ী হয়েছেন সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি।

আমার বাংলা ব্লগ এর প্রতিযোগিতা মানেই অন্য লেভেলের কিছু হবেই হবে! এভাবে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করে মেম্বার দের মেধা ও সৃজনশীলতারকে বৃদ্ধি করার জন্য কমিউনিটির শ্রদ্ধেয় এডমিন মডারেটর দের ধন্যবাদ। বিজয়ী সকলকেই প্রাণঢালা অভিনন্দন জানাই।

Posted using SteemPro Mobile

আমার বাংলা ব্লগের নকশী পিঠা রেসিপি প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের সবাইকে পুরস্কৃত করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

এবারের প্রতিযোগিতা সত্যি খুব সুন্দর ছিল। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লেগেছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে নিজে যেমন ইউনিক রেসিপি তৈরি করতে পেরেছি তেমনি আপনাদের কাছ থেকেও বিভিন্ন ধরনের পিঠা রেসিপি শিখতে পেরেছি। আমাকে চতুর্থ স্থান দেওয়াতে সকল এডমিন ও মডারেটরদের ধন্যবাদ জানাই। যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন সবাইকে অভিনন্দন আর বাকি সবার প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা।

নকশি পিঠা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক ইউনিক ইউনিক নকশি পিঠা দেখতে পেয়েছি। সত্যি অসাধারণ একটি প্রতিযোগিতা ছিল।

বিজয়ী হওয়া প্রত্যেক ইউজারের জন্য রইল অনেক অনেক শুভ কামনা। আশা করি বিজয়ীরা তাদের বিজয়ের ধারাবাহিকা আগামীতেও ধরে রাখতে সক্ষম হবে। ধন্যবাদ এত সুন্দর করে প্রতিবেদনটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার বাংলা ব্লগ নকশি পিঠার প্রতিযোগিতার ফলাফল দেখতে পেয়ে বেশ ভালো লাগলো।
প্রতিযোগিতার মাধ্যমে অনেক ইউনিক পিঠা দেখতে পেয়েছি।বেশ দারুন ছিল এবারের প্রতিযোগিতাটি। আপনি বেশ সুন্দরভাবে প্রতিযোগিতার ফলাফল পুরস্কারের রিপোর্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

আমার বাংলা ব্লগের ৫৪ তম প্রতিযোগিতায় ফলাফল দেখতে পেয়ে খুবি ভালো লেগেছে। আর এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক ইউনিক ইউনিয়নের রেসিপি দেখতে পেয়েছি। সকল বিজয়কারের জন্য রইল শুভকামনা।

Posted using SteemPro Mobile

দাদা আপনি আজকে আমাদের মাঝে পুরস্কার বিতরণী পোস্টি বেশ সুন্দরভাবে লিখে শেয়ার করেছেন। আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রত্যেক প্রতিযোগিতার শেষেই বিজয়ীদের বাছাই করে বেশ সুন্দরভাবেই পুরস্কার প্রদান করে থাকে। এবার প্রতিযোগিতায় মোট 20 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তার মধ্য থেকে নয়জন প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

এবারের প্রতিযোগিতার বিষয় সত্যি খুব সুন্দর ছিল।আর প্রতিযোগীরাও খুব দক্ষতার সাথে তাদের সুন্দর কাজগুলো শেয়ার করেছিলেন।নকশী পিঠার রেসিপি সবগুলোই দারুন ছিল।বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে দেখতে পেয়ে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আমার বাংলা ব্লগের ৫৪ তম প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করতে পেরে সত্যি অনেক ভালো লেগেছে। এই প্রতিযোগিতায় সবার অংশগ্রহণ দেখে খুব ভালো লেগেছিল। কারণ প্রত্যেকেই সুন্দর সুন্দর এবং ইউনিক পিঠা তৈরি করেছিল। আর যারা যারা বিজয়ী হয়েছে তাদেরকেও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় দাদা এবং এডমিন মডারেট সকল ভাই বোনকে অনেক অনেক ধন্যবাদ জানাই এর জন্য।

এবারের প্রতিযোগিতাটি একেবারে পারফেক্ট সময়ে আয়োজন করা হয়েছিল। কারণ প্রথমত শীতের হালকা ভাব রয়েছে এখন, আর দ্বিতীয়ত যেহেতু রমজান মাস চলছে, ইফতারের সময় বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার মজাই আলাদা। সবাই খুব সুন্দর সুন্দর নকশী পিঠা শেয়ার করেছে। যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরেছেন,তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করতে পেরে আমি ভীষণ খুশি। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য এবং বিজয়ীদেরকে এভাবে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

এবারের প্রতিযোগিতা টা ছিল অনেক বেশি সুন্দর। বেশিরভাগ ইউজার অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। সবার তৈরি সুন্দর সুন্দর পিঠা দেখে তো ভালোই লেগেছিল। আর এই প্রতিযোগিতায় পঞ্চম স্থান অর্জন করতে পেরে আমার কাছে তো অনেক ভালো লেগেছে। একটা স্থান অর্জন করতে পেরেছি সত্যি খুব ভালো লাগতেছে। আর যারা বিজয়ী হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই।

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৫৪ নকশী পিঠা তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ইউজারদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে প্রতিযোগিতাটি অত্যন্ত জমজমাট একটি প্রতিযোগিতা হয়েছে। প্রত্যেকের নকশী পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লেগেছিল। যাহোক উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার বিজয়ী হওয়া সকল ইউজারদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন।

Posted using SteemPro Mobile

এবারের নকশি পিঠা রেসিপি গুলো সত্যিই দারুন ছিল। আর প্রতিযোগীরাও দারুন ভাবে নিজেদের প্রতিভায় নিজেদের রেসিপিগুলো সবার মাঝে উপস্থাপন করেছে। বিজয়ীদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। দাদা আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো।

এবারের নকশী পিঠার রেসিপি বেশ দুর্দান্ত হয়েছে। সবাই খুবই ইউনিক চমৎকার নকশী পিঠার উপস্থাপন করেছে। যারা বিজয়ী হয়েছে তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রতিযোগিতার ফলাফল পুরস্কারের রিপোর্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

যাদেরকে পুরুষ্কারের জন্য মনোনিত করা হয়েছে,সবার উপস্থাপনা জাষ্ট অসাধারন হয়েছে। কোনটা রেখে কোনটার দিকে তাকাবো সেটাই বুঝতে পারছি না। সব গুলো নজর কেড়ে নিচ্ছে। সবাই তাদের ন্যায্য পুরষ্কার করা হয়েছে। ধন্যবাদ।