টিভি সিরিজ : দ্য উইচার - টার্ন ইউর ব্যাক

in hive-129948 •  2 years ago 

নমস্কার বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি ভালোই আছি। আজ আপনাদের মাঝে নেটফ্লিক্স টিভি সিরিজ দ্য উইচারের দ্বিতীয় সিজনের পঞ্চম এপিসোডটির রিভিউ নিয়ে হাজির হলাম।

দ্য উইচার সিরিজটি পোল্যান্ডের উপন্যাসিক আন্দ্রেজ সাপকোস্কির দ্য উইচার নামক উপন্যাসের উপর ভিত্তি করে তৈরী হয়েছে। দ্য উইচার মধ্যযুগীয় প্রেক্ষাপটের উপর দ্য কন্টিনেন্ট নামক জায়গায়, যেখানে জেরাল্ট দ্য উইচার অফ রিভিয়া, প্রিন্সেস সিরিলা ও ইয়েনেফার অফ ভেঙ্গাবার্গ হলো মূল চরিত্র।


প্রাপ্তি : YouTube


পর্ব
টার্ন ইউর ব্যাক
পরিচালক
এড বাজেলজেট
অভিনয়
হেনরি ক্যাভিল, আনয়া চলোত্রা, ফ্রেয়া আ্যলান
চিত্রনাট্য
হেইলি হল
মুক্তি
১৭-শে ডিসেম্বর, ২০২১
দেশ
আমেরিকা
ভাষা
ইংরেজি
সময়
৫৬ মিনিট

পটভূমি

রাণী ক্যালান্থের মৃত্যুর খবর নিয়ে লিডিয়া সিনট্রার জেলে আটকে থাকা জাদুকর রিয়েন্সের সাথে দেখা করতে যায়। লিডিয়া রিয়েন্সকে প্রস্তাব দেয়, সে যদি ক্যালান্থের নাতনিকে ধরে আনতে পারে তবেই তাকে মুক্ত করা হবে।


Copyright : Netflix


উত্তর রাজ্যে ইয়েনেফার জ্যাস্কিয়ার উধাও হয়ে যাওয়ার পর জ্যাস্কিয়ারের সন্ধানে নৌকা থেকে নামে তারপর ইয়েনেফার সিনট্রা যাওয়ার নৌকাটি মিস করে যায়। ওদিকে রিয়েন্স জ্যাস্কিয়ারকে আটক করে সিরির ও জেরাল্টের খোঁজ শুরু করে।


Copyright : Netflix


পোর্টাল দিয়ে জেরাল্ট ইস্ট্রেডের কাছে পৌঁছানোর পর বলে যে তাকে ট্রিস পাঠিয়েছে, কারণ তাদের একজন মনোলিথ বিশেষজ্ঞের প্রয়োজন। জেরাল্ট ইস্ট্রেডকে সিনট্রার বাইরে ফাটলের কথা জানায় যা থেকে নতুন প্রজাতির মনস্ট্রার দের উঠে আসছে তাই তাদের সেখানে যাওয়া প্রয়োজন। জেরাল্ট ইস্ট্রেডকে সিনট্রা যেতে রাজি করিয়ে নেয়। সিনট্রা যাওয়ার পথে, ইস্ট্রেড জেরাল্টকে বলে মনোলিথ আদপে অবিনশ্বর। ইসট্রেড এও জানায় যে সে আগে কখন সিনট্রার মনোলিথ দেখেনি। কারণ রাণী ক্যালান্থে তাকে প্রবেশের অনুমতি দেয়নি। ইস্ট্রেড ও জেরাল্ট মনোলিথের কাছে পৌঁছলে তাদের দুজন নিলফগার্ডিয়ান সেনা আটকে দেয়। ইস্ট্রেড তাদের কাছে নিজেদের পরিচয় বোঝাতে ব্যর্থ হওয়ার পর জেরাল্ট প্রহরীদের উপর আক্রমণ করে তাদের ধরাশায়ী করে ফেলে। জেরাল্ট ও ইস্ট্রেড মনোলিথের কাছে পৌঁছালে উপরে থেকে কিছুই দেখতে পায় না তাই তারা নীচের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়।


Copyright : Netflix


রিয়েন্স জ্যাস্কিয়ারকে সিরির ও জেরাল্টের খোঁজ দেবার জন্য অত্যাচার করতে থাকে কিন্তু জ্যাস্কিয়ার বারবার বলে যে সে কয়েক মাস ধরে জেরাল্টকে দেখেনি বা সিরিকেও দেখেনি। রিয়েন্স জ্যাস্কিয়ারের উত্তরে বিশ্বাস না করে আগুনের জাদুর ব্যবহার করে জ্যাস্কিয়ার পোড়াতে শুরু করে দেয়। ঠিক সেই সময় ইয়েনেফার সেখানে জ্যাস্কিয়ারের মাতাল স্ত্রী হিসাবে উপস্থিত হয়। ইয়েনেফার কৌশলে রিয়েন্সের মুখে আগুন ছিটিয়ে জ্যাস্কিয়ারকে নিয়ে পালিয়ে যায়।


কের মরহেনে সিরি অস্ত্রের প্রশিক্ষণ চালাতে থাকলেও জাদুর শিক্ষা ছেড়ে দিয়েছে। ট্রিস তখন তাকে জিজ্ঞাসা করে যে সে কেন তার জাদুর প্রশিক্ষণ ছেড়ে দিয়েছে, সিরি তখন বলে যে সে তার ভয়কে জয় করার চেষ্টা করছে। ভয়ের উপরে জয় পেলেই সিরি জাদুর প্রশিক্ষণ শুরু করে দেবে। ভেসেমির ট্রিসের কাছে সিরির এল্ডার ব্লাডের ব্যাপারে চাপ দিলে, ট্রিস রেগে যায়।

ভেসেমির সিরিকে নতুন উইচার বানানোর প্রক্রিয়া বলে তখন সিরি উইচার বানানোর জন্য তার রক্ত দিতে রাজি হয়। ভেসেমির এবং ট্রিস নতুন জাদুকর তৈরি করতে অল্প সিরির রক্ত নেয়। তারপর সিরি বলে সে নতুন জাদুকর হতে চায়।


বন্দি অবস্থা থেকে পালানোর সময় জ্যাস্কিয়ার ইয়েনেফারকে বলে, রিয়েন্স জেরাল্টদের খোঁজ করছে তাই তাদের যেন ইয়েনেফার সতর্ক করে দেয়, কিন্তু যাদু ছাড়া ইয়েনেফার তাতে অসমর্থ। তাদেরকে সন্দেহ করে তিনজন লোক এগিয়ে আসতে থাকলে তারা দুজনে আলাদা হয়ে যায়। যে মহিলাকে ইয়েনেফার জ্যাস্কিয়ারের খোঁজ নিতে বলেছিলেন তিনি সেই মুহূর্তে ইয়েনেফারকে আশ্রয় দেয়, কিন্তু ইয়েনেফারের ঢুকে সেখানে রেডানিয়ান সেনারা তার জন্য আগে থেকে অপেক্ষা করছিলো।

সিরি ভেসেমিরকে বলে তাকে যেন জাদুকরে পরিণত করে। তাই, ভেসেমির সিরিকে শুইয়ে দেয় এবং তাকে মিউটাজেন দিয়ে ইনজেকশন দেওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু তৎক্ষণাৎ জেরাল্ট এসে তাদের থামিয়ে দেয়।


Copyright : Netflix


কাহির জিনট্রিয়া পৌঁছাবার পর লাইন এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রক্ষীরা তার পথ আটকে দেয়। সেই সময় ফিলাভ্যান্ড্রেল হস্তক্ষেপ করে কাহিরকে তার পরিচয় দিতে বলে, সেই মুহূর্তে ফ্রিঙ্গিলা সেখানে আসে ও কাহিরকে স্বাগত জানায়।


Copyright : Netflix


ইয়েনেফার আটক থাকাকালীন ডেথলেস মাদারের আওয়াজ শুনে পোর্টাল করে ডেথলেস মাদারের সামনে পৌঁছায়। ডেথলেস মাদার বলেন যে সিরি হলো তার ক্ষমতা ফিরে পাওয়ার মূল চাবিকাঠি।


Copyright : Netflix


আমার অভিমত

আমার রোমাঞ্চ বরাবরই খুবই পছন্দের। দ্য উইচার সিরিজের প্রথম সিজন দেখার পর থেকে আমি অধীর আগ্রহে ছিলাম দ্বিতীয় সিজনের জন্য। আর দ্বিতীয় সিজন দেখার পর আমি মোটেই নিরাশ হইনি। চরিত্র নির্বাচন, সিনেমাটোগ্রাফি, গল্প সব গুলো দিক থেকেই দ্বিতীয় সিজন প্রথম সিজনের মতোই অসাধারণ হয়েছে।

পঞ্চম পর্ব শুরু হয় নতুন দুই চরিত্র দিয়ে, লিডিয়া আর রিয়েন্স। যেখানে লিডিয়া রিয়েন্সকে সিরির খোঁজ আনার জন্য দায়িত্ব দেয়। অন্যদিকে ইস্ট্রেড ও জেরালটের সাথে মনলিথের উৎস খুঁজতে সিনট্রা আসে।

কের মরহনে জেরালটের অনুপস্থিতিতে ভেসেমীর ও ট্রিস সিরিকে নতুন উইচার তৈরির জন্য প্রয়োজনীয় রক্ত দেবার জন্য রাজি করিয়ে ফেলে, যদিও সিরি নিজেই উইচার হতে চায়। তাতে রাজি হয়ে ভেসেমীর ও ট্রিস সিরিকে উইচার বানাতে শুরু করে ঠিক তখনই জেরালট উপস্থিত হয়ে সেটা থামিয়ে দেয়।

কাহির জিনট্রিয়াতে পৌঁছায়। অপরদিকে জ্যাস্কিয়েরকে বাঁচাতে ইয়েনেফার উত্তর রাজ্যে আটকে পরে।


রেটিং

পরিচালনা
কাহিনী৭.৫
অভিনয়


Support @heroism Delegating your SP

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| JOIN DISCORD ||

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যি বলতে আমি netflix এর সিরিজ খুব একটা দেখি না। দ‍্যা উইচার এর প্রথম পর্ব দেখিও নাই এবং আপনার রিভিউ ও পড়ি নাই সেজন্য এটা মাথার উপর দিয়ে গেল দাদা। তবে চরিএগুলোর নাম ছিল বেশ খটমট😶।।

শুরু করো ভ্রাতা। দারুন লাগবে, দারুন।

দ্য উইচার অনেক আগেই দেখে শেষ করে ফেলেছি। Netflix হলো আমার youtube... এখন A Model Family দেখছি। যদিও এখনও শেষ হয়নি দেখা। তবে তুমি বেশ সুন্দর করে লিখেছো।আমি দেখার সময়ও এত মনোযোগ দিয়ে দেখিনি ।

পরের টিভি সিরিজের আইডিয়া দেবার জন্য ধন্যবাদ। Model Family আমার দেখা হয়নি। হাঃ হাঃ

সিরিজটি ভালো লেগেছে আমার কাছে। আপনাদের পোষ্ট গুলো পড়ে অনেক কিছু শিখা যায়। শুভ কামনা রইল আরো ভালো কিছু দেওয়ার জন্য।

ধন্যবাদ ভাই 🤗

দ্য উইচার সিরিজটি পরে আমার খুবই ভালো লেগেছে। এরকম netflix এর সিরিজ আমি তেমন একটা দেখি না তবে এর রিভিউগুলো পড়তে ভালই লাগে।