নমস্কার বন্ধুরা,
কলকাতায় যে কটি শতাব্দী প্রাচীন সার্বজনীন দুর্গাপূজা রয়েছে তার মধ্যে বাগবাজার সার্বজনীনের নাম অন্যতম। সারদা মায়ের পুজো নামে খ্যাত বাগবাজার সার্বজনীন উত্তর কলকাতার এক ঐতিহ্যবাহী ও সুপরিচিত পুজো। বাগবাজার সার্বজনীনের পুজোর বৈশিষ্ট্য হল তাদের সাবেকিয়ানা, ১০৫ বছরে যেটা তাদের একই রকম রয়ে গিয়েছে। শতাব্দী পেরিয়েও বাগবাজার সার্বজনীন পুজো কমিটি তাদের পুজোর সাবেকিয়ানার যে ঐতিহ্য যথাযথ ভাবে ধরে রেখেছে সেটাই কলকাতার সার্বজনীন দুর্গা পুজোর মধ্যে এক অন্য রকম মাত্রা এনে দেয়।
বলা হয় বাগবাজার সার্বজনীনের পুজো যদি মিস হয়ে যায় তাহলে কলকাতার পুজো দেখাই অসম্পূর্ণ থেকে যাবে। আসলে বাগবাজার সার্বজনীনের পুজোর মধ্যে অদ্ভুত প্রাণ এবং ঐতিহ্য রয়েছে। পুজোর আয়োজনের সব কিছুতেই এক চিরাচরিত সাবেকিয়ানা ঐতিহ্যের ছোঁয়া। সেটা ছোঁয়া মায়ের প্রতিমা, ডাকের সাজ, পুজোর আয়োজন থেকে শুরু করে সব কিছুতেই লেগে থাকে। আর সেটাই মানুষকে কাছে টেনে নিয়ে আসে। তার পাশাপাশি বাগবাজার সার্বজনীন নিয়ে আরেকটি বিশেষত্ব হলো তাদের কুমারী পুজো।
জগৎ পার্কের দুর্গাপুজো দেখার পরে সোজা বাগবাজার সার্বজনীন আসার পরিকল্পনা ছিল কিন্তু পথ চলতি গৌরী মাতা উদ্যানের পুজোর মন্ডপ বাইরে দেখে না গিয়ে থাকতে পারেনি। সেখানে এক অনন্য ধারণা নিয়ে হাঁটতে হাঁটতে বাগবাজার সার্বজনীনের কাছে পৌঁছে গেলাম। বাগবাজার মায়ের ঘাটের একদম পাশে বাগবাজার সার্বজনীন এর পুজো এক বিশাল মাঠ জুড়ে হয়ে থাকে। যেখানে পুজো মন্ডপটি হয় একদম মধ্যেখানে এবং তার চারপাশে ঘিরে একটি মেলা বসে যা পুরো পুজো জুড়েই চলে। বাগবাজারের মণ্ডপের বিশেষত্ব হল তাদের সোনালী রঙ যা রাতের আলোকসজ্জা খুব সুন্দর ভাবে ফুটে ওঠে। ধীরে ধীরে ভিড়ের সাথে চলতে চলতে মণ্ডপের ভিতরে ঢুকে গেলাম ।মন্ডপের ভিতরে রয়েছে বিশাল ঝাড়বাতি।
মণ্ডপের একদম মাঝে বিরাজিত জগৎ জননী মা দুর্গা। বাগবাজারের মায়ের প্রতিমা সবচাইতে আকর্ষণীয়। সাবেকিয়ানার ডাকের কাজের উপরে তৈরি করা হয় মায়ের প্রতিমা। যেটা দূর দূর থেকে মানুষকে আসতে বাধ্য করে।
এক কথায় বলতে গেলে দাদা আজকে আপনার পোস্টটি অসাধারণ হয়েছে। বাগবাজারের পুজোর দৃশ্য দেখেই বুঝতে পারতেছি আপনি সেখানে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন অসাধারণ লাইটিং হয়েছে সেই সাথে ফটোগ্রাফি গুলোও একদম নজর কাড়ার মত হয়েছে। বাগবাজারের পুজোর মধ্যে ১০৫ বছর ধরে যে ঐতিহ্যটা একই রকম রয়েছে সেটি হচ্ছে সাবেকিয়ানা। কিন্তু দাদা এই"সাবেকিয়ানা" এটা আসলে কি? এটা আসলে বুঝি নাই আমি🤔।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাবেকিয়ানা হচ্ছে পুরনো ধ্যান-ধারণা বা চিন্তা চেতনা। আর বাগবাজার সার্বজনীন ১০৫ বছর ধরে সেই প্রাচীনকালের ঐতিহ্য আঁকড়ে ধরে আছে। আশা করি বুঝতে পেরেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাই এখন বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছি।ধন্যবাদ বিষয়টা বুজিয়ে দেওয়ার জন্যে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা বাগবাজার সার্বজনীন এতো চমৎকার আয়োজন করেছে দূর্গাপূজা উপলক্ষে, যা দেখে চোখ ফেরানো যাচ্ছে না। কতো সুন্দর সুন্দর প্যান্ডেল এবং চমৎকার লাইটিং করা হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি চমৎকারভাবে ক্যাপচার করেছেন দাদা। বেশ ভালো লাগলো সম্পূর্ণ পোস্টটি। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit