নমস্কার বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি ভালোই আছি। আজ আমি আপনাদের মাঝে নেটফ্লিক্স টিভি সিরিজ দ্য উইচারের দ্বিতীয় সিজনের চতুর্থ এপিসোডটির রিভিউ নিয়ে হাজির হলাম।
দ্য উইচার সিরিজটি পোল্যান্ডের উপন্যাসিক আন্দ্রেজ সাপকোস্কির দ্য উইচার নামক উপন্যাসের উপর ভিত্তি করে তৈরী হয়েছে। দ্য উইচার মধ্যযুগীয় প্রেক্ষাপটের উপর দ্য কন্টিনেন্ট নামক জায়গায়, যেখানে জেরাল্ট দ্য উইচার অফ রিভিয়া, প্রিন্সেস সিরিলা ও ইয়েনেফার অফ ভেঙ্গাবার্গ হলো মূল চরিত্র।
কের মরহেনে সিরি জেরাল্টের সাথে তার প্রশিক্ষণ চালিয়ে যায়। প্রশিক্ষণরত অবস্থায় হঠাৎ একটা শব্দ শুনে পা হরকে পাহাড় থেকে গড়িয়ে পড়ে যায়। সিরি দেখতে পায় ক্লোক পরিহিত এক মহিলা সিরির দিকে এগিয়ে আসছে। মহিলা পরিচয় দেন যে তার নাম ট্রিস ও তিনি কের মরহেনের যাচ্ছেন। তারপর ট্রিস সিরির কাছে এগিয়ে এসে সিরির গালের কাটা জায়গা সারিয়ে দেয়। সেই সময়ে জেরাল্ট সেখানে চলে আসে। তারপর তারা তিনজন কের মরহেনে ফিরে আসে, যেখানে তাদের ভেসেমির, ল্যাম্বার্ট এবং কোয়েন অভ্যর্থনা জানায়।
ইয়েনেফার ও কাহির অক্সেনফুর্টে পালিয়ে বেড়াচ্ছেন। সেখানে তাদের গ্রেফতারের জন্য ওয়ান্টেড পোস্টার প্রকাশিত হওয়ার পর তারা আত্মগোপন করতে বাধ্য হয়।
আশ্রয়ের সন্ধান করার সময়, ইয়েনেফার ও কাহিরের সাথে, ডারমেইন এবং বালিয়ান নামের দুই এলভের সাথে। ডারমেইন পোস্টার অনুযায়ী ইয়েনেফার ও কাহিরকে চিনতে পারে। চিনতে পারার পর ডারমেইন এবং বালিয়ান বিশ্বাস করে ইয়েনেফার ও কাহিরের কাছে প্রকাশ করে যে তারা স্যান্ডপাইপারের দিকে যাচ্ছে, যে এলভদের জিনট্রিয়াতে যেতে সাহায্য করে। কাহির আশ্বাস দেন তারা যদি নিরাপদে সিনট্রাতে ফিরে যেতে পারেন তাহলে ডারমেইন এবং বালিয়ানেক পুরষ্কার স্বরূপ জমি দেবেন।
জেরাল্ট ট্রিসকে বলে যে সিরি সম্ভবত তার মায়ের জাদুশক্তি বিবর্তিত সংস্করণ উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। কিন্তু সিরি জাদুশক্তির কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখায়নি। জেরাল্ট ট্রিসের কাছে অনুরোধ করে যে সে যেন কের মরহেনে থেকে সিরিকে জাদুশক্তি নিয়ন্ত্রণ করতে শেখায়।
সিরি ট্রিসের কথা মেনে একটি পোশাক পড়ে যা দেখে ল্যামবার্ট এবং কোয়েন মজা করে, সিরি কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে যায়। ট্রিস তারপর তাদের দুজনকেই তিরস্কার করে। ট্রিস বলে যে তারা যেহেতু মিউট্যান্ট তাই তারা বুঝতে পারে না যে সাধারণ মানুষেরা কী অনুভব করে। ট্রিস তারপর সিরির কাছে যায় সেখানে গিয়ে বলে যে তার জাদু ক্ষমতা নিয়ন্ত্রণ করতে ও শিখতে অনেক সময় লেগেছে। জেরাল্ট একটু পরে তাদের সাথে যোগ দেয় এবং সিরিকে বলে যে ল্যামবার্ট এবং কোয়েন অনুতপ্ত। সিরি তখন বলে যে তার ঠাকুরমা ছেলেদের পোশাক পড়েই যুদ্ধে লড়াই করেছিলেন।
বা'লিয়ান ইয়েনেফার ও কাহিরকে এলভেনদের লুকিয়ে থাকার জায়গায় নিয়ে যায়, সেটা ছিল এক সরাইখানার নীচে। পর দিন সকালে, সরাইখানা খালি হয়ে গেলে, ইয়েনেফার জ্যাস্কিয়ারের সাথে দেখা করে খুশি হয়ে যায়। জ্যাস্কিয়ার তাকে জানায় যে অনামী লোকেরা তাকে এলভদের বাঁচাতে সাহায্য করে। কিছু পরে কাহির সেখানে যোগ দেয়। তখন ইয়েনেফার জ্যাস্কিয়ার কে বলে যে তাদের সিনট্রাতে যেতে হবে।
ট্রিস জেরাল্টের সাথে দেখা করে তাকে সিনট্রার বাইরে ধ্বংস হওয়া মনোলিথ অনুসন্ধান করার জন্য বলে। জেরাল্ট তাতে সম্মত হয়। ট্রিস বলে যে তার এক বন্ধু মনোলিথ এবং পোর্টাল নিয়ে অধ্যয়ন করে জেরাল্টকে তার কাছে যাওয়ার কথা বলে।
ভেসেমির জঙ্গলে সিরির প্রশিক্ষণ স্থানে ফেনিওয়েড ফুল প্রস্ফুটিত দেখতে পায়, যেটি কেবল এল্ডার ব্লাড পড়লে বেড়ে ওঠে। ভেসেমির ট্রিসকে বিষয়টি জানায়। ভেসেমির বিশ্বাস করে যে সিরি নতুন উইচার তৈরির চাবিকাঠি।
জ্যাস্কিয়ার এলভস, ইয়েনেফার ও কাহিরকে জাহাজে নামিয়ে দেওয়ার পর, তাকে সবাই ধন্যবাদ জানায়। জ্যাস্কিয়ার তারপর ইয়েনেফারকে বিদায় জানিয়ে চলে যায়। জ্যাস্কিয়ার চলে যাওয়ার সাথে সাথেই, ইয়েনেফার তার চিৎকার শুনতে পায়। তদন্ত করতে গিয়ে দেখে, শুধুমাত্র জ্যাস্কিয়ারের বাদ্য যন্ত্রটি মাটিতে পড়ে আছে।
আমার রোমাঞ্চ বরাবরই খুবই পছন্দের। দ্য উইচার সিরিজের প্রথম সিজন দেখার পর থেকে আমি অধীর আগ্রহে ছিলাম দ্বিতীয় সিজনের জন্য। আর দ্বিতীয় সিজন দেখার পর আমি মোটেই নিরাশ হইনি। চরিত্র নির্বাচন, সিনেমাটোগ্রাফি, গল্প সব গুলো দিক থেকেই দ্বিতীয় সিজন প্রথম সিজনের মতোই অসাধারণ হয়েছে।
চতুর্থ পর্ব শুরু হয় কের মরহেনে ট্রিসের আগমন দিয়ে। পরবর্তী সময়ে ট্রিস খুবই গুরত্বপূর্ণ চরিত্র পালন করে। সিরির মেন্টর হওয়ার পাশাপাশি ট্রিস জেরাল্টকে মনোলিথ খুঁজে পাওয়ার জন্য পথ বাতলে দেয়। চতুর্থ পর্বেই জানা যায় সিরি এল্ডার ব্লাড।
অপরদিকে ইয়েনফার কাহিরকে নিয়ে পালিয়ে যাওয়ার পর এলভস দের সাথ নেয় যেখানে তার দেখা জ্যাস্কিয়েরের সাথে। জ্যাস্কিয়ার ইয়েনফার ও এলভসদের নিরাপত্তা দিয়ে সিনট্রা যাওয়ার জাহাজে চড়িয়ে দেয়। যদিও এপিসোডের শেষে দেখি জ্যাস্কিয়ার জাহাজ থেকে বেরিয়ে যাওয়ার পর নিরুদ্দেশ হয়ে যায়।
পরিচালনা | ৮ |
কাহিনী | ৮ |
অভিনয় | ৮ |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা খুবই রোমাঞ্চকর একটি নেটফ্লিক্স এর রিভিউ শেয়ার করেছেন আপনি। আপনার এর রিভিউটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। তবে একেবারে শেষে জ্যাস্কিয়ার চলে যাওয়ার সাথে সাথেই চিৎকার শুরু করলো এবং সেই চিৎকার শুনতে পেল ইয়েনেফার।ইয়েনেফার সেখানে দ্রুত ছুটে গেল এবং দেখতে পেল জ্যাস্কিয়ারের বাদ্যযন্ত্রটি মাটিতে পড়ে আছে। রহস্যকর ঘটনার পরবর্তী ঘটনাটি জানার জন্য অধীর অপেক্ষায় রইলাম দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নেটফ্লিক্স সিরিজটি দেখে সত্যি অনেক ভালো লেগেছে দাদা আসলে আমি সিরিজ তেমন একটা দে দেখি না কেননা একটা যদি শেষ করি তাহলে আরেকটি না দেখা পর্যন্ত ঘুম হয় না ☺️। তবে এই সিরিজের কাহিনীটা মনে হচ্ছে অনেক ইন্টারেস্টিং রিভিউটি পড়ে খুবই ভালো লেগেছে খুব শীঘ্রই দেখার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সিরিজটা আমি দেখেছি দাদা। আমার ভীষণ ভালো লেগেছে। রিভিউ বেশ সুন্দর করে উপস্থাপনা করেছো দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit