"বাংলা মোদের গর্ব" : পর্ব ১

in hive-129948 •  last month 

নমস্কার বন্ধুরা,

আমাদের দেশে সব সময় কোনো না কোনো মেলা হয়। যদিও পূর্বে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করেই মেলা হয়ে থাকতো বর্তমানে সেটাতে কিছুটা বদল এসেছে। এখন কিছু জায়গায় সরকারি আনুকূল্যে খাবার মেলা সারাবছর চলতে থাকে। গ্রীষ্মের মেলা হলে শত আমি হস্ত দূরে থাকলেও দুর্গাপুজোর মেলা থেকে শুরু হয়ে সারা শীতকাল জুড়ে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সে মেলা গুলো চলে তা খুব একটা মিস করতে চাই না। গত ডিসেম্বর মাসে রাজ্য সরকারের তরফ থেকে এমন এক সুন্দর গোছানো মেলায় গিয়েছিলাম।

PXL_20231209_162931648_copy_1209x907.jpg

PXL_20231209_162953225_copy_1209x907.jpg

আসলে ডিসেম্বর মাসে আমি কাজের জন্য বাড়িতে গিয়েছিলাম। সেবারে জেলা সদর শহরে গিয়ে দেখি আমার পুরনো স্কুলের মাঠে মেলা চলছে, মেলাটি রাজ্য সরকারের তথ্যসংস্কৃতি বিভাগ থেকে করা হচ্ছে। মূলত রাজ্যের বিভিন্ন দিক প্রদর্শনীর ভাবনা রেখে মেলার থিম করা ছিলো "বাংলা মোদের গর্ব"।

PXL_20231209_163029905_copy_1209x907.jpg

PXL_20231209_163026879_copy_1209x907.jpg

পুরনো ফটো ঘাটছিলাম সেই সময়েই মেলার ছবি গুলো চলে আসলে মেলার স্মৃতি আবার ভেসে উঠলো। তাই ভাবলাম স্মৃতি গুলো আপনাদের সাথে ভাগ করে নিলে কেমন হয়। যদিও আর পাঁচটা মেলার থেকে একটু ভিন্ন "বাংলা মোদের গর্ব" মেলাটি আমার বেশ ভালো লেগেছিল। ভালোলাগার মূলত তিনটি কারণ ছিল। প্রথমত মেলায় বিভিন্ন ছোট ছোট সমবায় এবং স্বনির্ভর গোষ্ঠীকে স্টল করতে দেওয়া হয়েছিল সেই সাথে মেলায় চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার যেটা খুবই ভালো লেগেছিল তা হলো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আভিজাত্য।

PXL_20231209_164248562_copy_1209x907.jpg

PXL_20231209_163122845_copy_1209x907.jpg

সংস্কৃতিক অনুষ্ঠানটি জেলার লোক শিল্পীদেরকে নিয়েই করা হচ্ছিলো। তার মধ্যে এক সুন্দর সুশৃংখল বিষয়টি ছিলো সেটা মেলার উদ্যোক্তাদেরই কৃতিত্ব। তবে তথাকথিত মেলায় জিলিপি কিংবা হৈ-হুল্লোড় হয় সেটা এই মেলায় একদমই ছিল না। জিলিপি খাওয়া নিয়ে আসা থাকলেও যেহেতু সেই আশায় জল পড়েছিল তাই মেলায় পছন্দ করে কিনে নিলাম লঙ্কার আচার। মেলায় আরেকটা বিষয় বিশেষভাবে নজর কেড়েছিল। মেলায় থাকা এক প্রদর্শনী যেটা মেলা শেষে মুখ্য বলেই আমার মনে হয়েছিল। সেই প্রদর্শনীতে কি দেখেছিলাম সেটা অন্য পর্বে বলছি।




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

বাহ্! মেলার থিমটা তো আসলেই খুব সুন্দর। মেলায় ঘুরাঘুরি করতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের এখানে সোনারগাঁও জাদুঘরের মধ্যে শীতকালে এক মাস ব্যাপী মেলা অনুষ্ঠিত হয় এবং সেই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। মেলায় গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসলেই খুব ভালো লাগে। যাইহোক মেলার স্টল গুলো আসলেই খুব সুন্দর। ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে দাদা। সবমিলিয়ে পোস্টটি ভীষণ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।