"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৮ || শেয়ার করো তোমার সেরা ফ্রুট ডেজার্ট

in hive-129948 •  6 months ago 

d9c590e2755c1efa.png

ব্যানার ক্রেডিট: @alsarzilsiam ভাই

নমস্কার,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে আমি চলে এলাম আমার বাংলা ব্লগ এর আরো এক নতুন প্রতিযোগিতার ঘোষণা নিয়ে। "আমার বাংলা ব্লগ" এইবার তার ৫৮ তম প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে চলেছে। আর এর পুরো কৃতিত্ব আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা RME দাদা, সহ প্রতিষ্ঠাতা Blacks, আমাদের সম্পূর্ণ এডমিন ও মড প্যানেল এবং সর্বোপরি আমার বাংলা ব্লগের সমস্ত সদস্যদের। সেই সূত্র ধরে আজকের পোস্টের মাধ্যমে আমি প্রতিযোগিতার বিষয়বস্তু ও সংশ্লিষ্ট নিয়মাবলী ভাগ করে নেবো।

আমার পোস্টের ব্যানার দেখে আপনারা নিশ্চই কিছুটা হলেও ধারণা করতে পেরেছেন আমাদের প্রতিযোগিতার বিষয়বস্তু। গরমের কারণে গ্রীষ্মকালের দুর্নাম থাকলেও একটি বিশেষ কারণে গ্রীষ্মের সুনামও রয়েছে, তা হলো ফল। আসলে গ্রীষ্ম যেমন ভাবে সাথে করে গরম বয়ে নিয়ে আসে তেমনি বয়ে নিয়ে আসে নানান রকমের ফল। আম, কাঁঠাল, তরমুজ, লিচু, বাঙ্গি থেকে শুরু আরো নানা ফল এই সময়ে প্রচুর পরিমাণে পাওয়া যায়, স্বাদ গ্রহণ করা যায়। অনেকের বাড়িতে আম, কাঁঠাল বা লিচু গাছই রয়েছে তারা তো সুযোগ পেলে গাছ থেকেই টপাটপ পেড়ে ফেলে। তবে যাদের বাড়িতে ফলের গাছ নেই তারাও আমের আস্বাদন বা লিচুর সুবাস কোনো কিছুই বাদ দেন না। গ্রীষ্মের ফলের সম্ভার তুলে ধরার সুযোগ করে দিতে আমার বাংলা ব্লগ -এর ৫৮ তম প্রতিযোগিতার বিষয় হিসেবে বেছে নেওয়া হয়েছে, ফ্রুট ডেজার্ট। ফল দিয়ে বানিয়ে ফেলুন আপনার পছন্দের ডেজার্ট। যার স্বাদ আপনার পরিবারের মানুষ জন নেবেই তার সাথে আমরাও নতুন নতুন ডেজার্ট দেখতে পাবো।

প্রত্যাশা রইলো, আপনারা আমাদের সামনে সুন্দর সুন্দর বেশ কিছু ফ্রুট ডেজার্ট তুলে ধরবেন। তাহলে চলুন প্রতিযোগিতার নিয়ম গুলো দেখে নেওয়া যাক।


নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ, তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • পোষ্ট করার পর যদি মনে হয় কোথাও ভুল হয়েছে তাহলে অংশগ্রহণকারীরা দুবার এডিট করতে পারবেন। দুই বারের অধিক এডিটেড পোস্ট গ্রহণযোগ্য হবে না।
  • অংশগ্রহনের সময়সীমা ২৩ শে মে, ২০২৪ সকাল ৯ টা পর্যন্ত (ভারতীয় সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-58 #fruitdessert-contest #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটির সাবস্ক্রাইবার হতে হবে এবং পোস্টটি রি-স্টিম করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি পোস্টের নীচে কমেন্ট করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।


পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
  • সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
  • বিশেষ পুরস্কার- ১৫ স্টিম

প্রতিযোগিতার বিচারক মন্ডলীরা:


IDDesignation
@rme✠ Founder 🔯
@blacksCo-Founder♛🇮🇳【IND】
@rupokCommunity Moderator 🇧🇩
@kingporosCommunity Moderator 🇮🇳
@alsarzilsiamCommunity Moderator 🇧🇩
@tangeraCommunity Moderator 🇧🇩

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ২৩ শে মে ২০২৪ ইং রোজ বৃস্পতিবার, আমার বাংলা ব্লগ কমিউনিটির সাপ্তাহিক হ্যাং আউটের মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর এবিবি ফির্চাড




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অংশগ্রহণ ১৪

বরাবরের মতো এবারও চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ফ্রুট ডেজার্ট পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমি তো ফ্রুট ডেজার্ট ভীষণ পছন্দ করি। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক মজার মজার ফ্রুট ডেজার্ট রেসিপি দেখতে পাবো। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

ভাইয়া প্রতিবারের ন্যায় এবারও দারুন একটি প্রতিযোগিতা শেয়ার করেছেন। দেখে খুবই ভালো লাগলো। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্য আগে থেকে রইলো অগ্রিম শুভেচ্ছা। সময় সুযোগ হলে অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জী দাদা এটা ঠিক বলেছেন গরমের কারনে সবাই গ্রীষ্মকালকে দুষারোপ করলেও এই গ্রীষ্মের মধ্যে দারুন দারুন ফল পাওয়া যায়। কারন গ্রীষ্ম কাল না আসলে এগুলো পাওয়া যেতো না। আমার বাংলা ব্লগ কমিউনিটি গ্রীষ্মের সুনাম রক্ষার্থে মনে হয় এমন একটি প্রতিযোগিতার আয়োজন করেছে,হা হা হা। যায়হোক আশা করি সবার নজরকারা ফ্রুট ডেজার্ট গুলো দেখতে পারবো। ধন্যবাদ।

ভীষণ দারুণ একটি বিষয় কে কেন্দ্র করে এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু ঠিক করা হয়েছে। আসলে গ্রীষ্মকালকে ভালোবাসার এই একটাই কারণ নানা রকমের রসালো ফলের মেলা যেন বসে গ্রীষ্ম কালে! দারুণ দারুণ সব ডেজার্ট আইটেম দেখার অপেক্ষায় রইলাম।

প্রতিবারের নেয় এইবারও খুবই সুন্দর একটি কনটেস্টের আয়োজন করা হয়েছে। গ্রীষ্মকাল মানেই হচ্ছে বিভিন্ন ফলের সমাহার। গরমের সাথে সাথে আসলেই গ্রীষ্মকাল নানাবিধ রকমের ফলের সমাহার নিয়ে উপস্থিত হয় আমাদের মাঝে। চেষ্টা করব আমিও এবার এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি কমিউনিটির প্রিয় দাদা সহ সবাইকে এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করার জন্য।

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি কমিউনিটির প্রিয় দাদা সহ সবাইকে এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করার জন্য। দারুণ সব ডেজার্ট আইটেম দেখার অপেক্ষায় রইলাম। দেখে খুবই ভালো লাগবে। গ্রীষ্মের সময় আম, কাঁঠাল, তরমুজ, লিচু, বাঙ্গি ইত্যাদি প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই এই ফল দিয়ে ফ্রুট ডেজার্ট রেসিপি তৈরি করা সম্ভব। আমি নিজেও চেষ্টা করবো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ‌।

এই সময় অনেক ফল পাওয়া যায়। আর এই ফলগুলো খেতেও ভালো লাগে। এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু দারুণ ছিল। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। অবশ্যই চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। ধন্যবাদ আপনাকে দাদা দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া প্রতিবারের ন্যায় এবারও আপনি দারুন একটি প্রতিযোগিতা শেয়ার করেছেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব ভাইয়া। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কনটেস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আশা করা যায় এবারও জমজমাট একটা কনটেস্ট হবে। দারুন সব ফ্রুট ডেজার্টের রেসিপি দেখতে পাবো।

জমজমাট আর হলো না 😅

বরাবরের মতোই বেশ চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন দেখে অনেক ভালো লাগলো ৷ তবে এবারের প্রতিযোগিতার বিষয়টি অনেক সুন্দর এবং ইউনিক ছিলো ৷ আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে সেরা কিছু ফ্রুট ডেজার্টের রেসিপি দেখতে পাবো ৷ অসংখ্য ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ৷ অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের সেরা ফ্রুট ডেজার্টের রেসিপিটি দেওয়ার চেষ্টা করবো ৷ ধন্যবাদ দাদা

গ্রীষ্মকাল টা ফলের জন্য বেশ ভালো। তবে ঐ বাঙ্গি টাকে কেন জানি সবাই একটু অবহেলা অবজ্ঞা করে থাকে হা হা। যদিও এসব ফ্রুট ডেজার্ট আমার দ্বারা হবে না তবুও আমি বেশ এক্সাইটেড। এখানে আমাদের রাধুনি আপুদের ক্রিয়েটিভিটি দেখতে পারব। অনেক ইউনিক ইউনিক ফ্রুট ডেজার্ট দেখতে পারব। ধন্যবাদ সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য দাদা।

বেশ ভালো লাগলো প্রতিযোগিতার বিষয়টি দেখে। যেহেতু আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রতিযোগিতা সব সময় সেরা হয়। তবে এই বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল মনে হয়েছে। ফ্রুটস ডেজার্ট আমার সবচেয়ে বেশি ভালো লাগে। অবশ্যই চেষ্টা করবো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

সময়ের সাথে মিল রেখে প্রতিযোগিতার বিষয়বস্তুটি খুবই ভালো লেগেছে দাদা। ফ্রুট ডেজার্ট নিজে কখনো তৈরি করিনি। তবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিজের মতো করে কিছু করার চেষ্টা করবো দাদা। ভিন্ন ধরনের একটি প্রতিযোগিতার আয়োজন দেখে ভালো লাগলো।

গরমের উষ্ণতা ভুলার দারুণ কিছু স্বাদের রেসিপি দেখতে পাবো বলে আশা করছি, সময়োপযোগী দারুণ একটা প্রতিযাগিতার আয়োজন করা হয়েছে এবার। অনেক ধন্যবাদ

এতো ভালো একটা কনটেস্ট এও প্রতিযোগী নেই। 😅

দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দারুন দারুন ডের্জাট আইটেম দেখতে পাবো।গরমে ঠান্ডা ঠান্ডা ডের্জাট খাওয়ার মজাই আলাদা।প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো।ধন্যবাদ

এবারেও দেখছি দুর্দান্ত একটি প্রতিযোগিতা পেলাম। আসলে রেসিপি তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে, আর যদি হয় ডেজার্ট আইটেম তাহলে তো বর্তমান সময়ের সাথে মিলে গেলো। এত বেশি গরম পড়তেছে, ঠান্ডা ডেজার্ট আইটেমগুলো নিশ্চয়ই ভালো লাগবে। আমি তো অবশ্যই তৈরি করব। আর অপেক্ষায় থাকবো সবার সুন্দর সুন্দর রেসিপি গুলো দেখার ।

আমার বাংলা ব্লগের ৫৮ তম প্রতিযোগিতার টপিক টি খুবই সুন্দর লাগলো। ফ্রুট ডেজার্ট এর বাহারি সব রেসিপি দেখতে পাবো আমরা সকলের কাছ থেকে।ধন্যবাদ ভাইয়া আপনাকে এবং পুরো মডারেটর প্যানেলকে সুন্দর কনটেস্ট এর আয়োজন করার জন্য।

অনেক সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন দাদা। গরমের কারণে গ্রীষ্মকালে দুর্নাম থাকলেও সুস্বাদু ফলের কারণে তার সুনাম যেন আরো বৃদ্ধি পেয়ে যায়। এবারের এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ডেজার্ট দেখতে পাবো।

অনেকদিন ধরে কনটেস্টের জন্য অপেক্ষা করতেছি। আসলে গতবারের কনটেস্ট দ্বিতীয় স্থান অধিকার করায় ভীষণ আগ্রহ কাজ করছিল। আজকে দেখতে পেয়ে আগেই আমি মন্তব্য করতে চলে আসলাম। আমি খুব তাড়াতাড়ি এটাতে জয়েন করার চেষ্টা করবো।ভীষণ ভালো লাগতেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কনটেস্ট আমাদের মাঝে আয়োজন করার জন্য।

দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।এই সময়টা অনেক রকমের ফল পাওয়া যায়।এই ফলগুলো খেতে আসলেই ভালো লাগে। আর দেশি ফলগুলোর স্বাদ অন্যরকম।অবশ্যই চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। অনেক ধন্যবাদ দাদা দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে দারুন একটা কনটেস্টের আয়োজন করা হয়েছে। আসলে এই কনটেস্ট টা দেখেই খুব ভালো লেগেছে। কারণ রেসিপি কনটেস্ট গুলো শুধুমাত্র কনটেস্ট হিসেবে যতটুকু প্রাধান্য পায় তার চেয়ে বেশি ভালো লাগে ইউনিক কিছু তৈরি করে খেতে। প্রতিবারের মতো এবারও চেষ্টা করব ইউনিক কিছু উপস্থাপন করার জন্য। তার পাশাপাশি আরও ইউনিক কিছু রেসিপি সবার কাছ থেকে দেখতে পারবো।

সময় উপযোগী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।ফ্রুট ডেজার্ট বা ফলের ডেজার্ট রেসিপি প্রতিযোগিতা দেখে খুব খুশি হলাম। চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে এই প্রতিযোগিতায় ভালো কিছু নিয়ে আসতে। ধন্যবাদ সবাইকে।

সময় উপযোগী একটা কন্টেস্ট দিয়েছে এবার আমার বাংলা ব্লগ সব সময় ইউজার এবং সময় নিয়ে কাজ করে।তার ধারাবাহিকতা এবারের যে কন্টেস্ট খুবই দারুন সবারই বারিতে প্রায় লিচু আম, জাম কাঠাল এগুলো আছেই আশা করি দারুন কিছু দেখতে পারবো।

অংশগ্রহণ ১

অংশগ্রহণ ২

অংশগ্রহণ ৩

অংশগ্রহণ ৪

আমার অংশগ্রহণ https://steemit.com/hive-129948/@shapladatta/6wrpwi-or-or
PhotoCollage_1716291114326.jpg

অংশগ্রহণ ৫

অংশগ্রহণ ৬

এইবারের প্রতিযোগিতাটিও অনেক সুন্দর ও সময় উপযোগী।গ্রীষ্মের ফল দিয়ে দারুণ কিছু রেসিপি দেখলাম আরো দেখবো বলে আশা করছি।অনেক ব্যস্ততার মাঝেও একটি দিন রয়েছে, চেষ্টা করবো অংশ নেওয়ার জন্য।ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

অংশগ্রহণ ৭

অংশগ্রহণ ৮

অংশগ্রহণ ৯

আমার অংশ গ্রহণ।

https://steemit.com/hive-129948/@ashik333/abb-contest58

অংশগ্রহণ ১০

আমার অংশগ্রহন
https://steemit.com/hive-129948/@selina75/tno9h-or-or

অংশগ্রহণ ১১

Upvoted! Thank you for supporting witness @jswit.

আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@tania69/x5ck2-or-or

অংশগ্রহণ ১২

অংশগ্রহণ ১৩