মুভি রিভিউ : ওল্ড // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in hive-129948 •  3 years ago 



নমস্কার,

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আবার একটি সিনেমার রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি। হরর-থ্রিলার সিনেমা ওল্ড। সিনেমা একটি সমুদ্র সৈকত ঘিরে, যেখানে কিছু পরিবার ছুটি কাটাতে এসে বুঝতে পারে তারা খুব দ্রুত বুড়ো হয়ে যাচ্ছে। তারপর শুরু হয় পরিবার গুলোর বেঁচে থাকার আপ্রাণ প্রচেষ্টা।


YouTube


চলচ্চিত্র
ওল্ড
অভিনয়
গেল গার্সিয়া বার্নাল, ভিকি ক্রিপস, রুফাস সিওয়েল, অ্যালেক্স উলফ, থমাসিন ম্যাকেঞ্জি, অ্যাবে লি, নিকি আ্যমুকা- বার্ড, কেন লিউং
পরিচালক
এম. নাইট. শ্যমালান
লেখক
এম. নাইট. শ্যমালান
মুক্তি
জুলাই, ২০২১
দেশ
আমেরিকা যুক্তরাষ্ট্র
ভাষা
ইংরেজি
সময়
১০৮ মিনিট
বক্স অফিস
৯০ মিলিয়ন ডলার


পটভূমি

গাই ও প্রিস্কা কাপা তাদের দুই সন্তান মেয়ে ম্যাডক্স এবং ছেলে ট্রেন্টকে নিয়ে একটা রিসর্টে ছুটি কাটাতে আসে। তাঁরা হোটেলে প্রবেশ করা মাত্র পানীয় দিয়ে অভ্যর্থনা জানানো হয়। রিসর্টে ম্যাডক্স আর ট্রেন্টের সাথে ম্যানেজারের ভাইপো ইদলিবের বন্ধুত্ব হয়। রাতে গাই আর প্রিস্কার তর্কাতর্কিতে জানা যায়, প্রিস্কার টিউমার হয়েছে। তাঁরা ছুটি কাটিয়ে বিবাহ বিচ্ছেদের পথে এগোবে তাই সবকিছু সন্তানদের জানানোর আগে এটাই তাদের শেষ পারিবারিক ছুটি।


Source : Amazon Prime

পরের দিন সকালে সকালের জলখাবারের সময় হোটেলের ম্যানেজার কাপা পরিবারকে একটি সমুদ্র সৈকতে আমন্ত্রণ জানায়। যেখানে তাঁদের সাথে আরো দুটি পরিবার আমন্ত্রিত। সার্জন চার্লস তার স্ত্রী ক্রিস্টাল এবং তাদের মেয়ে কারা সাথে চার্লসের মা অ্যাগনেস। জারিন ও প্যাট্রিসিয়া কারমাইকেল। পুরো দলটি সমুদ্র সৈকতে পৌঁছে দেখে সেখানে আগে থেকেই একজন ব্যক্তি উপস্থিত, র‍্যাপার মিড-সাইজড সিডান।


Source : Amazon Prime

ট্রেন্ট, ম্যাডক্স আর কারা তিনজনে মিলে লুকোচুরি খেলতে শুরু করে। লুকিয়ে থাকার সময় ট্রেন্টের গায়ে একটি মেয়ের মৃতদেহ এসে ঠেকে। চার্লস মৃতদেহ দেখে র‍্যাপার মিড-সাইজড সিডানকেই সন্দেহ করে। মৃতদেহ দেখে মিড-সাইজড সিডান এগিয়ে এসে এই সময় ওর নাক দিয়ে রক্তপাত হয়, জিজ্ঞাসা করায় সে জানায় সিডান হিমোফিলিয়ায় আক্রান্ত। সবকিছুর মাঝে হঠাৎ অ্যাগনেস মারা যায়। সবকিছুর মাঝে গাই ও প্রিস্কা তাদের সন্তানদের হারিয়ে ফেলে। যখন তাঁরা সন্তানদের খুঁজে পায় তারা আশ্চর্য হয়ে যায় তাঁদের দুই সন্তানকে দেখে। ম্যাডক্স ও ট্রেন্ট দুজনেই বয়ঃসন্ধি হয়ে গেছে। এমনকি কারার বয়ঃসন্ধি ঘটেছে।


Source : Amazon Prime

ঘটনার কিছুই ঠাহর করে না পারায় তিনটি পরিবার নিজেদের মধ্যে আলোচনা করে। তাঁরা বুঝতে পারে যে এই সমুদ্র সৈকতে দ্রুত বার্ধক্য প্রাপ্তি হচ্ছে, প্রতি ৩০ মিনিটে প্রত্যেকের বয়স এক বছর করে বাড়ছে। কথোপকথনে তারা এও জানতে পারে যে প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যের কিছু না কিছু চিকিৎসা চলছে। চার্লস সৈকত থেকে পালানোর চেষ্টা করে তবে বিফল হয়। ক্ষোভের মধ্যে এসে চার্লস একটি সুইচব্লেড দিয়ে সিডানের গাল কেটে ফেলে। তবে সিডানের চোট দ্রুত সেরে উঠতে দেখে তাঁদের সমুদ্র সৈকতের উপর সন্দেহ আরো দৃঢ় হয়। সবকিছুর মাঝে টিউমার অনেকটা বেড়ে গিয়ে প্রিস্কা অজ্ঞান হয়ে যায়। তারপর চার্লস গাই আর জারিনের সহায়তায় অস্ত্রোপচার করে টিউমার বের করে ফেললে প্রিস্কার জ্ঞান ফেরে। সিডান আবিষ্কার করে যে সে মৃতদেহ কয়েক ঘন্টার মধ্যে পচে গেছে। সাথে তিন শিশুই এখন প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছে। কারা ও ট্রেন্টের শারীরিক সম্পর্কে কারা গর্ভবতী হয়ে যায়। কয়েক মিনিটের অবকাশে কারা দ্রুত প্রসব করে, তবে সমুদ্র সৈকতের প্রভাবে শিশুটি জন্মানোর মিনিট খানেকর অন্তরালে মারা যায়।


Source : Amazon Prime

সবকিছুর মাঝে ট্রেন্ট এবং ম্যাডক্স পূর্ববর্তী ভ্রমণকারীদের একটা নোটবুক পায়। নিশ্চিত মৃত্যু থেকে পালাতে রাস্তার খোঁজে জারিন সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে ডুবে যায়। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত চার্লস সিডানকে খুন করে। কারা পথ খুঁজতে পাহাড়ের গায়ে চড়াই করতে গিয়ে পড়ে মারা যায়, ঐদিকে প্যাট্রিসিয়া স্বামীর মৃত্যুর কিছু সময়ের মধ্যে মারাত্মক মৃগীরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পাহাড়ি পথে ক্রিস্টাল হাইপোক্যালসেমিয়ার সব হাড় ফেটে যায়।

রাতে চার্লস একটা ছুরি নিয়ে গাইকে আক্রমণ করে, কিন্তু প্রিস্কা চার্লসকে মরচে ধরা ছুরি দিয়ে কেটে দিলে কয়েক মুহূর্তেই মরচের ইনফেকশনে মারা যায়। রাতের মধ্যেই গাই ও প্রিস্কা বার্ধক্য জনিত কারনে মারা গেলে শুধুমাত্র ম্যাডক্স এবং ট্রেন্ট বেঁচে থাকে। যারা এখন পৌঢ়।


Source : Amazon Prime

সকালে ভাই বোন খেলা ছলে ইদলিবের দেওয়া একটি কাগজে পাজল দেখে। যা থেকে ট্রেন্ট অনুধাবন করে হয়তো সমুদ্র সৈকতের কাছের প্রবালের সাথেই তাদের বেঁচে থাকা নির্ভরশীল। ট্রেন্ট ও ম্যাডক্স প্রবালের মধ্য দিয়ে সাঁতার কাটতে শুরু করে। জল থেকে বের হতে ব্যর্থ হওয়ার, দূর পাহাড় থেকে তাদের পর্যবেক্ষনকারী রিপোর্ট করে যে পুরো দলটিরই মৃত্যু হয়েছে।


Source : Amazon Prime

হোটেলের ম্যানেজার কিছু গবেষণারত বৈজ্ঞানিকদের সাথে তাদের ৭৩ তম ট্রায়ালের সমাপ্তি ঘোষণা করে। জানা যায় ৭২ টি ট্রায়ালে ব্যর্থ হয়ে অবশেষে ৭৩ তম ট্রায়ালে তাঁরা তাদের ওষুধের সার্থকতা পেয়েছে। আসলে রিসর্টটি এক ওষুধ কোম্পানির গবেষণা দলের মুখ, যারা অতিথিদের পানীয় গুলিকে তাদের ওষুধের সাথে মিশিয়ে দেয়। পাশাপাশি ওই সমুদ্র সৈকত প্রাকৃতিক ভাবেই জীবনকে ত্বরান্বিত করে, তাই গবেষকরা একদিনের মধ্যে ওষুধের ট্রায়াল সম্পন্ন করে ফেলতে পারেন।


Source : Amazon Prime

শেষে রিসর্টের ম্যানেজার নতুন অতিথিদের অভ্যর্থনা জানাতে এগিয়ে গেলে ট্রেন্ট এবং ম্যাডক্স বাধা দেয়। তার আগে সৈকতে প্রাপ্ত নোটবুকটিকে প্রমাণ হিসেবে ট্রেন্ট এবং ম্যাডক্স রিসর্টে থাকা পুলিশে হাতে তুলে দেয়।


Source : Amazon Prime

পুলিশ রিসর্টের গবেষকদের গ্রেপ্তার করা শেষ করলে, ট্রেন্ট এবং ম্যাডক্স অনিশ্চয়তা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যায়।


আমার মতামত

"ওল্ড" হরর আর থ্রিলার মেশানো একটি সিনেমা। থ্রিলার আমার বরাবরই খুবই পছন্দের তবে ওল্ড থ্রিলারের পাশাপাশি হরর মেশানো একটি মাস্টারপিস। ছুটি কাটাতে গিয়ে অদ্ভূত ভাবে বয়স বাড়তে থাকে সবার।

এম. নাইট শ্যামলন তার নিজস্বতা ধরে রেখে আরেকটি অসাধারন থ্রিলার আমাদেরকে উপহার দিয়েছেন৷ গাই ও প্রিস্কা কাপা হিসেবে গেল গার্সিয়া বার্নাল ও ভিকি ক্রিপস বেশ ভালো অভিনয় করেছেন। বাকিরাও তাঁদের চরিত্র ঠিকঠাক অভিনয় করলেও র‍্যাপার হিসেবে সিডানের চরিত্র একঘেঁয়ে লেগেছে।


রেটিং

পরিচালনা
কাহিনী
৯.৫
অভিনয়
সিনেমাটোগ্রাফি

ধন্যবাদ



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সত্য কথা বলতে আমি একজন মুভি লাভার। আর আপনাকে ধন্যবাদ বলার মতো কোন ভাষা খুঁজে পাচ্ছিনা। আপনি যেভাবে মুভিটা রিভিউ করেছেন মুভিটা না দেখে আর থাকা যাবে না।যাই হোক আমি মুভিটা দেখবো।

অবশ্যই দেখা উচিত। আমার তো বেশ থ্রিলিং লেগেছে।

দাদা আপনার মুভি রিভিউটি খুব মনোযোগ দিয়ে পড়লাম। এটি দারুন থ্রীলার এবং হরর টাইপের মুভি। আমি এই ধরনের মুভি দেখতে বেশি পছন্দ। খুব শীগ্রই অল্ড মুভিটি দেখব। আপনি দারুন ভাবে মুভিটির রিভিউ দিয়েছেন যা পাঠক অবশ্যই আকৃষ্ট হবে মুভিটি দেখার জন্য।

দারুন। আমার ব্যক্তিগত ভাবে দারুন লেগেছে। গল্পে নতুনত্ব রয়েছে। অভিনয় একটু খাপছাড়া, তবে সেটা চিত্রনাট্যে পুষিয়ে গেছে।

ভাইয়া আপনি ওল্ড মুভিটা খুবই সুন্দরভাবে রিভিউ করেছেন। এই মুভিটা দেখে আমার হয়নি। আপনার রিভিউ দেখে মুভিটা আমার কাছে ভালো লাগলো এবং এই মুভিটা দেখতে ইচ্ছা করছে। আপনার পোস্টটা দেখার শেষেই আমি মুভিটা দেখা শুরু করে দেবো। আপনার জন্য শুভকামনা রইল

কিছুদিন আগেই রিলিজ করেছে। আপনি দেখুন। ভালো লাগবে।

  • এমন অ্যাডভেঞ্চার এবং সারভাইভাল মুভি গুলো দেখতে আমি অনেক ভালবাসি। মুভির ট্রেইলার টি দেখলাম, মুভির ট্রেইলার দেখেই আমি মুগ্ধ হয়ে গেছি এবং সেই সাথে আপনার আলোচনাটা পড়ে আরো ভালো লাগলো , এই মুভিটি আমি আগে কখনো দেখিনি এমন রোমাঞ্চকর মুভি রিভিউ আরো প্রত্যাশা রইল আপনার কাছ থেকে। ধন্যবাদ দাদা।

এডভেঞ্চার-হরর সবকিছু মিলিয়ে আমার অসাধারণ লেগেছে। ধন্যবাদ ভাই 🤗

দাদা এরকম অ্যাডভেঞ্চার মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি। মুভি রিভিউ পড়ে মনে হল ছবিটি খুবই সুন্দর এবং রোমাঞ্চকর। ছবিটি দেখতে খুব ইচ্ছে করছে আপনার পোস্টটি পড়ে। খুব দ্রুত এই ছবিটি দেখব বলে মনে করছি।

বেশ রোমাঞ্চকর। আপনি দেখতে পারেন, ভালো লাগবে।