চিকিৎসা শুরু!

in hive-129948 •  5 months ago 

নমস্কার বন্ধুরা,

জেঠুকে দিশা মহানগরে দেখানোর পরে আরো কিছু কনসাল্টেন্সির প্রয়োজন বোধ হচ্ছিল। যেহেতু চোখ বিষয়টা অত্যন্তই সেনসিটিভ তাই একটু সবদিকেই জেনে নিতে চাইছিলাম। দাদার কাছে পরামর্শ নিই। দাদা শংকর নেত্রালয়ে দেখিয়ে নেওয়ার কথা বলার পর সময় করে একদিন শংকর নেত্রালয়েও পৌঁছে গেলাম। সেখানেও একই ডায়াগনসিস ও চিকিৎসা এবং খরচা মোটামুটি একই রকমের। তবে শংকর এও জানিয়ে দিলো যে, যেহেতু জেঠুর মাঝে জ্বর হওয়াতে শরীর বেশ দুর্বল তাই এখনই অপারেশন হচ্ছে না। অপারেশন হলে কিছুদিন পরেই করা সম্ভব। সেটা আমাদের কাছে হাতে আরো কিছুটা সময় দিলো ফাইনাল আলোচনা সেরে নেওয়ার জন্য।

1000017284.jpg

জেঠুর ছানি অপারেশনের কথা কিভাবে যেন চারিদিকে চাউর হয়ে গেছে। সেই সূত্র ধরে এক পরিচিত ভাই হঠাৎ ফোন করে তার আত্মীয় যিনি কিনা দিশাতে চোখের ডাক্তার তাকে রেফার করলো। সেই ডাক্তার আবার ভিআইপি রোডের উপরের দিশাতে বসেন তবে যেহেতু একটা ভালো রেফারেন্স পাওয়া গিয়েছে তাই আমরা বৃষ্টির মধ্যেই সময় সুযোগ করে চলে গেলাম ভিআইপি দিশাতে। পরিচিত মানুষ পাওয়া গেছে তার কাছে কিছু ভালো পরামর্শ পাবো সেই আশাতে মূলত যাওয়া। ডাক্তারের ফোন নাম্বার সেই ভাইটিই দিয়ে দিয়েছিল এবং ডাক্তারের সাথে আমরাই সরাসরি কথা বলে চলে গেছিলাম।

1000017281.jpg

সেদিন সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো। আমাদের একটু দেরী করেই যেতে বলা হয়েছিল। সব রোগী শেষ করে নেওয়ার পর আমাদের নাম এলো। চোখ দেখানো হলো, একই ডায়াগনসিস, বাম চোখে ছানি, ডান চোখে লেন্সে অল্প ধুলো। সেই বিষয় নিয়ে ডাক্তারের সাথে অনেকক্ষণ কথা হলো এবং তিনি বেশ ভালো ব্যবহার করলেন। সবটা শুনলেন এবং বেশ কিছুটা সময় ডাক্তারবাবুর সেখানেই থাকলাম। কথা বলতে বলতেই তিনি বললেন যে চোখের লেন্সে খানিকটা ধুলো জমেছে সেইটা পরিষ্কার করে দেবেন।আমরা প্রথমে কিছুটা হকচকিয়ে গিয়ে জেঠুর সাথে কথা বলে সম্মতি দিয়ে দিলাম। কিছুক্ষনের মধ্যেই উনি ছোট্ট একটা লেজার সার্জারি করে ফেললেন। প্রাথমিকভাবে আমরা যদিও কিছুটা ভয়ে ছিলাম কারণ হঠাৎ করে এসেই যখন এইরকম একটা কিছুর সম্মুখীন হতে হয় তখন স্বভাবতই একটু ভয় লাগবে।

1000017282.jpg

1000017283.jpg

যাক। সব ভালোভাবেই হলো। অত্যন্ত অল্প সময়ের মধ্যে উনি কাজটা করে ফেলবেন। একটা মেশিনের মধ্যে মুখ বসিয়ে সবকিছু ঝটপট করে সারলেন। সার্জারি শেষে পারিশ্রমিক টাও নিলেন না। শেষে এও বললেন, বাড়ি গিয়েই বাকি অপারেশন কোথায় করা হবে সেটা আমাদের ফোনে যোগাযোগ করে জানিয়ে দেবেন। আমরা ব্যাপারটাতে বেশ নিশ্চিন্ত হলাম।




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @kingporos,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

এখন যে চিকিৎসা ব্যবস্থা উন্নত এগুলো তারই প্রমাণ। ক্যাটারাক্ট সার্জারি খুব একটা বিরাট কিছু না৷ হামেশাই হয়৷ ভালো লেন্স ব্যবহার করলে একটু খরচ বেশি হয় এই আর কি৷ তবে এই অপারেশন শীতকালে করালে ভালো। আসলে শীতকালে ঘাম হয় না৷ অপারেশনের পর চোখে ঘাম হলে বিষয়টা বিপজ্জনক হয়ে যায়।

একটা বয়সের পর আমাদের অঙ্গপ্রত্যঙ্গগুলোতে জং ধরে৷ বাবা মা দের দেখলে বুঝি।

দিশা আই হসপিটাল এমনিতেই অনেক ভালো। এখানে চোখের অপারেশন করলে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। যাই হোক, তোমার জেঠুর ছোটখাটো একটা সার্জারি হয়েছে এবং খুব অল্প সময়ের ভিতরে, এটা তো খুবই ভালো কথা। তবে এই ধরনের অপারেশন একটু ঠান্ডা পড়লেই করা ভালো। যাই হোক, সব থেকে বেশি অবাক হলাম এটা জেনে যে, এত ট্রিটমেন্ট করার পরেও ডাক্তার বাবু টাকা নিলেন না! এখনকার যুগে তো এরকম দেখাই যায় না। এখন বাকি সবকিছু কমপ্লিট করে উনি যাতে সুস্থ হয়ে যান, এটাই কামনা করি।