টিভি সিরিজ : রিচার - ওয়েলকাম টু মারগ্রেভ // ১০% লাজুক 🦊-কে

in hive-129948 •  3 years ago 


নমস্কার বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই সুস্থ। আজ ফের আপনাদের সাথে আরো একটি রিভিউ নিয়ে হাজির হলাম তবে আজকে চলচ্চিত্র রিভিউ করবো না, একটি টিভি সিরিজের, রিচার। মোট ছয়টি এপিসোড নিয়ে টিভি সিরিজটি তৈরী আজকে রিচারের প্ৰথম এপিসোড নিয়ে হাজির হলাম তার নাম ওয়েলকাম টু মারগ্রেভ। গতমাসের ৪ তারিখে মুক্তি পাওয়া রিচার, লি চাইল্ড লিখিত জ্যাক রিচার উপন্যাসের টেলিভিশন সংস্করণ। আজকে শুধু ওয়েলকাম টু মারগ্রেভ এপিসোডটি রিভিউ করবো, বাকি এপিসোডগুলোতে কি হচ্ছে সেগুলো আপনারা পরের পর্ব জানতে পারবেন।


সূত্র : YouTube


এপিসোড
ওয়েলকাম টু মারগ্রেভ
পরিচালক
থমাস ভিনসেন্ট
অভিনয়
অ্যালান রিচসন, ম্যালকম গুডউইন, উইলা ফিটসজেরাল্ড, ক্রিস ওয়েবস্টার
চিত্রনাট্য
নিক স্যানতোরা
মুক্তি
৪-ঠা ফেব্রুয়ারি, ২০২২
দেশ
আমেরিকা
ভাষা
ইংরেজি
সময়
৫৪ মিনিট


পটভূমি

রাতের অন্ধকারের আলো আঁধারিতে কিছু অজ্ঞাত পরিচয় মানুষ এক ব্যক্তিকে খুন করে জঙ্গলের মধ্যে ঢেকে দিয়ে যায়।


সূত্র : Amazon Prime

পরদিন সকালে সম্প্রতি সেনাবাহিনীর চাকরি জীবন শেষ করে জ্যাক রিচার, ব্লুজ সঙ্গীতশিল্পী ব্লাইন্ড ব্লেকের সন্ধানে জর্জিয়ার মারগ্রেভে আসে। ছোট্ট মারগ্রেভে ঢুকে রিচার স্থানীয় একটি খাবারের দোকানে খেতে বসেছে ঠিক তখনই হত্যার দায়ে সেই দোকান থেকে গ্রেপ্তার হতে হয়। রিচারের পাশাপাশি পল হাবল নামের স্থানীয় এক ব্যক্তি খুনের কথা স্বীকার করে। রিচার ও পল হাবল দুজনেই কারাগারে পাঠানো হয়।


সূত্র : Amazon Prime

কারাগারে স্পিভি নামের এক প্রহরী শয়তানি করে রিচার ও হাবলকে সাধারণ বন্দীদের সাথে রাখার পরিবর্তে যাবজ্জীবন কারা প্রাপ্ত আসামীদের সাথে রেখে দেয়। যেখানে রিচার ও হাবলের উপর প্রাণঘাতী হামলা হয় কিন্তু রিচারের দৌলতে হামলা থেকে দুজনেই বেঁচে যায়। প্রাণঘাতী হামলা থেকে বেঁচে হাবল তখন রিচারের সাথে গল্প করে যে সে কিভাবে একটি অপরাধমূলক সংগঠনের জন্য কাজ করে সাথে এও বলে যদি সে কাজ না তাহলে তাকে এবং তার পরিবারকে হত্যা করা হবে।


সূত্র : Amazon Prime

মুক্তি পাওয়ার পর, স্থানীয় ব্যবসায়ী ক্লাইনারের ছেলে রিচারকে মৌখিকভাবে হুমকি দেয়। পরে রিচার থানায় ফিরে গেলে দ্বিতীয় হত্যার কথা জানতে পারে। মর্গে গিয়ে রিচার মৃত ব্যক্তিটিকে তার দাদা হিসেবে চিহ্নিত করে।


আমার অভিমত

লি চাইল্ডের জ্যাক রিচার সিরিজের প্রথম উপন্যাস "কিলিং ফ্লোর" থেকে অনুপ্রেরণা পেয়ে রিচার টিভি সিরিজটি বানানো হয়েছে। গল্পের রিচারের উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি ও ওজন ১০০ কিলো। অ্যালান রিচসনকে জ্যাক রিচার হিসেবে দারুন মানিয়েছে সাথে রয়েছে মানানসই অভিনয়। গল্পের রিচারের সাথে অ্যালান রিচসনের শারীরিকভাবে মিল প্রচুর তাই আমরা যারা রিচার গল্প পড়েছি তাদের খুবই ভালো লাগবে।

পুলিশ প্রধান ফিনলে হিসেবে ম্যালকম গুডউইন আর রস্কো চরিত্রে উইলা ফিটসজেরাল্ডকে ভালো অভিনয় করেছেন।


রেটিং

পরিচালনা
কাহিনী
অভিনয়




Support @heroism Delegating your SP

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা টিভি সিরিয়াল গুলো দেখার ব্যাপারে আমার তেমন কোনো আগ্রহ নেই। কেননা এরা ছোট ছোট কাহিনীকে অনেক লম্বা করে উপস্থাপন করে আর এমন একটা জায়গায় এনে শেষ করে যার জন্য পরবর্তী পর্বে কি হবে সে অপেক্ষায় প্রহর গুনতে হয়। যাই হোক এ পর্বের কাহিনীটি বেশ আকর্ষণীয় মনে হল। রহস্য আর একশন সিরিয়াল হলে দেখতে খারাপ লাগে না। সাবলিলভাবে কাহিনীটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

জ্যাক রিচার উপন্যাস পড়েছি অনেকদিন আগে তাই যখন রিচার বেরোলে দেখতে শুরু করে দিলাম। বেশ টানটান

দাদা আপনি টিভি সিরিজ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমি কখনো এটি দেখিনি তবে আপনার উপস্থাপনা থেকে পড়ে অনেক কিছু জানতে পেরেছি। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার নতুন আরেকটি রিভিউর জন্য সব সময় অপেক্ষায় থাকবো। এর কাহিনী খুবই রহস্যজনক ছিল বলে খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

পরের এপিসোডটি পরের সপ্তাহে দেখে রিভিউ করবো। ধন্যবাদ দিদি 🤗

Screenshot_20220316-104315.jpg

মোবাইলের স্কিনশর্ট থেকে নেওয়া হয়েছে

আমি একজন মুভি লাভার বিশেষ করে হলিউড মুভি গুলো আমি অনেক বেশি পছন্দ করে থাকি।রিচার মুভির এপিসোড ওয়ান খুজে পেয়েছি দেখি ডাউনলোড করে মুভিটি কেমন লাগে দেখতে। আপনি মুভি টা দারুন ভাবে আমাদের মাঝে রিভিউ করেছেন দাদা । আশা করি ভবিষ্যতে এমন ইন্টারেস্টিং মুভি আপনার কাছ থেকে আরও রিভিউ পাব। ❤️

মুভি নয়, টিভি সিরিজি। আজকে প্রথম এপিসোডটি রিভিউ করলাম আগামী সময়ে বাকি গুলো করে ফেলবো।