নমস্কার বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। আজ ফের আপনাদের সাথে আরো একটি রিভিউ নিয়ে হাজির হলাম রিচার টিভি সিরিজের, চতুর্থ এপিসোড। মোট আটটি এপিসোড নিয়ে টিভি সিরিজটি তৈরী। আগে আমি রিচারের প্ৰথম, দ্বিতীয় ও তৃতীয় এপিসোড নিয়ে হাজির হয়েছিলাম আজকে চতুর্থ এপিসোড নিয়ে হাজির হলাম ইন আ ট্রি। আগের পর্বে আমরা জানতে পেরেছি, কিভাবে জ্যাক রিচার মারগ্রেভে ব্লুজ সঙ্গীতশিল্পী ব্লাইন্ড ব্লেকের খোঁজে এসে দুটো খুনের সম্মুখীন হয় তারপর রিচার খুনের তদন্তের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে।
ফিনলে আর রস্কো রিচার যেখানে দুই আততায়ীকে খুন করেছে সেই জায়গায় আসে। রিচার তারপর স্পিভি ও দুই আততায়ীর মৃতদেহ নিষ্পত্তি করতে সাহায্য করার জন্য ফিনলে আর রস্কোকে সাথে নিয়ে যায়।
তিনজনে আটলান্টা বিমানবন্দর গিয়ে সেখানে মৃতদেহ গুলো ফেলে দেওয়ার পরে, রিচার আর রস্কো একটি হোটেলের ওঠে সেখানে রাত্রি যাপন করে। পরের দিন সকালে, তারা দুজনে মিলে ক্লাইনারের এক প্রাক্তন কর্মচারীর বাড়িতে যায়। সেখানে কিছুক্ষণ তদন্ত করার পর কিছু খালি এয়ার কন্ডিশনার বাক্স উদ্ধার হয়। এয়ার কন্ডিশনার বাক্স দেখে রিচারের সন্দেহ হয়। সন্দেহ বশে একটা বাক্স খুলে ফেললে অনেক গুলো নগদ জাল ডলার মেলে। রিচার বুঝতে পারে বাক্স গুলো ডলার সরানোর কাজে ব্যবহার করা হয়।
পিকার্ড রিচার আর রস্কোর সাথে দেখা করে। যেখানে পিকার্ড রিচারের দাদা জো হত্যা হওয়ার আগে যে হোটেলে ছিলো তাঁর খোঁজ দেয়। রস্কো আর রিচার সেই হোটেলের কাছে তদন্ত করতে গিয়ে ডাস্টবিনে কাগজের টুকরো পায়। রস্কো আর রিচার সেই কাগজ নিয়ে কথাবার্তা বলতে বলতেই দুই আততায়ী তাঁদের আক্রমণ করে। রস্কো রিচারের জীবন বাঁচায়।
আটলান্টায় মলি বেথ রিচার আর রস্কোর সাথে দেখা করে তাদের "জো" তদন্তের সমস্ত নথি পত্র তাদের তুলে দিতে চায়। নির্দিষ্ট সময়ে আটলান্টা মেট্রো স্টেশনে পৌঁছে যায়। কিন্তু রিচারের সাথে মলি বেথের চোখাচোখি হতেই ভীড়ের মধ্যে হারিয়ে যায়। অল্প দূরে রিচার ট্রেন লাইনের পাশেই মলি বেথকে খুঁজে পায়, আততায়ীরা আগেই মলি গুলি করে পালিয়ে গেছে। সেখানেই রিচারের কোলে মলি বেথের মৃত্যু হয়।
তৃতীয় পর্বে দেখেছিলাম স্পাইভির খোঁজে রিচার স্থানীয় এক বারে যাওয়ার পরে সেখানে হঠাৎ করে অজ্ঞাত পরিচয় দুই আততায়ী অতর্কিতে রিচারের উপর হামলা করে। রুদ্ধশ্বাস লড়াইয়ে রিচার দুজনকে মেরে ফেলার পর আততায়ীদের দেহ লোপাট করতে আটলান্টা চলে যায়। সেখানে জো'র তদন্তের নথি রিচারের হাতে তুলে দিতে এসে জো'র সহকর্মী মলি বেথ খুন হয়। পরপর খুন গুলো দেখে বোঝা যাচ্ছে এর পেছনে কোনো বড়ো মানুষের হাত আছে। সেটা কে? পরের পর্ব গুলো দেখতে আর তর সইছে না।
পরিচালনা | ৯ |
কাহিনী | ১০ |
অভিনয় | ৯ |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ওয়াও দারুন একটি সিরিজ মনে হচ্ছে। তোরে অনেক দিন থেকেই সিরিজ দেখার সময় হয়ে উঠছে না পরীক্ষার জন্য। এই সিরিজটি নিজের ওয়াস লিস্টে রেখে দিলাম পরীক্ষা শেষ হলেই দেখব বেশ ভালো লাগলো গল্পটি। এবং আপনার রিভিউ দেয়ার উপস্থাপনা দারুন ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া,আপনি একটু ভুল লিখে ফেলেছেন।তাড়াতাড়ি ঠিক করে ফেলেন।না হলে খবর আছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উনি বুঝতে পারেননি দিদি @rahimakhatun 😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরীক্ষা শেষ হলেই শুরু করে দেবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit