রেসিপি : চারা পোনা মাছের ঝাল // ১০% লাজুক 🦊-কে

in hive-129948 •  3 years ago 

নমস্কার বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই সুস্থ। আমি আজ ফের আপনাদের সাথে আরো একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হলো চারা পোনা মাছের ঝাল। কদিন আগেই আমি সজনে, আলু দিয়ে চারা পোনা মাছের পাতলা ঝোল রান্না করেছিলাম আজ ফ্রিজে থাকা বাকি চারা পোনা মাছ গুলো দিয়ে ঝাল রান্না করলাম। আসলে কদিন ফ্রিজে থাকার পর মাছ গুলো দিয়ে ঝাল না করে উপায় ছিলো না। চলুন তাহলে সোজা চলে যাই মূল রান্নায়।


উপকরণ

  • চারা পোনা মাছ
  • নুন
  • হলুদ
  • পেঁয়াজ
  • রসুন
  • আলু
  • পাঁচ ফোড়ন
  • হলুদ গুঁড়ো
  • জিরে গুঁড়ো
  • লঙ্কার গুঁড়ো
  • তেল


উপকরণ


রন্ধনপ্রণালী

ধাপ ১

  • প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে নিয়ে তাতে অল্প তেল দিয়ে গরম হতে দেবো।


ধাপ ২

  • তেল গরম হয়ে গেলে নুন ও হলুদ মাখিয়ে রাখা মাছ গুলো এক এক করে কড়াইতে দিয়ে আঁচ কমিয়ে ভাজতে শুরু করবো। মাছ গুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে রাখবো।


ধাপ ৩

  • মাছ ভাজা হয়ে গেলে ভাজা মাছের তেলেই গোটা পাঁচ ফোড়ন দিয়ে দেবো।


ধাপ ৪

  • ফোড়ন দেওয়া হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে রাখা আলু স্বাদমতো নুন ও পরিমান মতো হলুদ দিয়ে সবকিছু ভাজতে শুরু করবো।


ধাপ ৫

  • আলু অল্প ভাজা হতেই পেঁয়াজ, রসুন, আদা বাটা ও কাঁচা লঙ্কা কড়াইতে দিয়ে ভেজে নেবো।


ধাপ ৬

  • সবকিছু ভালো মতো ভেজে নিয়ে জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে মসলা গুলো হালকা ভেজে হাফ কাপ জল ও টমেটো দিয়ে সবকিছু কষতে ছেড়ে দেবো।


ধাপ ৭

  • আলু কষিয়ে নেবো।


ধাপ ৮

  • আলু ও পেঁয়াজ কষে গেলে কড়াইতে তিন কাপ জল দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। ঝোল অল্প ফুটিয়ে নিয়ে ভাজা মাছ গুলো ঝোলে দিয়ে দিলাম।


ধাপ ৯

  • মিনিট কুড়ি ঝোল ফুটে যেতেই আমাদের চারা পোনা মাছের ঝাল তৈরী।


মাছের ঝাল





Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আচ্ছা দাদা এগুলো চারা গাছের মতো ছোট বলেই কী এদের চারাপোনা বলা হয়??

চারাপোনা মাছের ঝাল রেসিপি টা দারুণ তৈরি করেছেন দাদা। দিন দিন আপনি একজন দক্ষ রাধুনি তে পরিণত হচ্ছেন হি হি। অনেক সুন্দর ছিল সম্পূর্ণ টা। দারুণ পরিবেশনা এ সুন্দর ডেকোরেশন।।

হাঃ হাঃ। চারা গাছের মতো নয়। কম বয়সের মাছ তাই এরূপ নাম 🤣

নামটা তো বেশ চারা পোনা মাছ ।এই নামটি আজই প্রথম শুনলাম ।এর আগে কখনো শুনিনি ।তবে রান্নাটি করেছেন দারুন ।কালার টি এত লোভনীয় লাগছে যে লোভ সামলানো যাচ্ছে না ।খেতে নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছে। দারুন ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

ছোটো মাপের মাছকে আমরা চারা পোনা বলি দিদি 😆।

মাছের নাম টি যদিও প্রথম শুনলাম তবে চেনা চেনা লাগছে।হয়তো নামের ভিন্নতার কারণে চিনছি না। তবে সুন্দর ছিল রেসিপিটি, এরকম মাছের ঝোল রেসিপি মাঝেমধ্যে খেতে বেশ ভালোই লাগে। এবং আপনার উপস্থাপনা খুবই সুন্দর ছিল দাদা।বেশ পাকা রাধুনী হয়ে যাচ্ছেন

ছোট মাপের মাছকেই আমরা পোনা মাছ বলি! ঝাল বানানো সবচেয়ে সহজ 🤣🤣🤣

আমিতো ভেবেছিলাম মাছের নামই পোনা 😁

চারা পোনা মাছের ঝাল রেসিপি দারুন হয়েছে ভাইয়া। আলু দিয়ে মাছের ঝোল রেসিপি তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। আপনার তৈরি করা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। কালার অনেক সুন্দর হয়েছে ভাইয়া। অনেক মজার একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

লংকার গুঁড়ো দিয়েছি তাই রংটা সুন্দর এসেছে। ধন্যবাদ মনীরা দি 🤗

এর আগে একদিন আপনার কাছ থেকে চারা পোনা মাছের নামটা শুনেছি। নামটি আমার কাছে ভালই লাগে ।আমার কাছে মনে হচ্ছে এই মাছটি আমাদের এখানে আছে কিন্তু আমরা অন্য নামে চিনি। আর এভাবে করে যে কোন মাছ রান্না করলে খেতে খুবই মজাদার হয় কারণ আলু আমার অনেক বেশি পছন্দের একটি তরকারি। আলু দিয়ে মাছ রান্না করলে সেটা তো ভালো হবেই আপনি খুব সুন্দরভাবে রান্নাটি করেছেন।

চেনেন ঠিকই। ছোটো মাপের রুই মাছ। হাঃ হাঃ। মাছের ঝাল আলু ছাড়া মোটেই ভালো লাগেনা।

এক কথায় অসাধারণ দাদা। আপনি খুব সুন্দর করে চারা পোনা মাছের ঝোলের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। এসিপির কালার দেখে বোঝাই যাচ্ছে রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিল। এছাড়াও আপনি খুব সুন্দর করে সবকিছু র্বণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

হ্যাঁ। খেতে বেশ ভালো হয়েছিল। আলু, পেঁয়াজ রসুন খারাপ করার জায়গা ছিলো না।

দাদা নামটা আমার কাছে একটু অন্য রকম লাগলো আমাদের এখানে হয়তো অন্য নাম থাকতে পারে। যাই হোক রেসিপিটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি খুব চমৎকার করে চারা পোনা মাছের ঝাল রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি একদম ঠিক বলেছেন ফ্রিজে রাখার পর ঝাল একটু বেশি নাহলে খেতে ভালো লাগেনা। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে। চারা পোনা মাছের ঝাল রেসিপি আমাদের মধ্যে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ছোটো রুই মাছ 🤣! ফ্রিজে কয়েকদিন রাখলে ঝাল ঝাল না করলে খাওয়া যায় না। ধন্যবাদ 🤗

চারা পোনা মাছ নামটা এই প্রথম নাম শুনলাম।যাই হোক মনে হচ্ছে খেতে ভালোই হবে।দাদা আপনার রেসিপি চারা পোনা মাছের ঝাল মনে হচ্ছে খেতে বেশ দারুন হবে। খুব সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ

ফ্রিজের মাছ ঝাল রান্না করা ছাড়া উপায় থাকে না। ধন্যবাদ দিদি 🤗

আপনি অনেক মজাদার একটি চারা পোনা মাছের ঝোল রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। আপনি বরাবরই আমাদের মাঝে অনেক মজাদার মজাদার রেসিপি শেয়ার করে থাকেন প্রতিটি রেসিপি আমার কাছে অনেক ইউনিট লাগে। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি চারা পোনা রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

মজাদার রান্না শিখছি আর চেষ্টা করছি আর আপনাদের সাথে ভাগ করে নেওয়ার। ধন্যবাদ জীবন ভাই 🤗 😌

ওয়াও খুব সুন্দর করে চারা পোনা মাছের ঝাল রেসিপি তৈরি করেছেন। যেটা খুবই লোভনীয় খাবার এই ধরনের খাবার দেখলেই খেতে ইচ্ছে করে ।সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমি চেষ্টা করছি মাত্র। ধন্যবাদ 🤗।

বাহহ দাদা শেষ মেস চারা মাছের রেসিপি হাহহা

অনেক অনেক বেশি ভালো লেগেছে আপনার প্রতিটা রেসিপি আমার খুব ভালাও লাগে এটাও লেগেছে তবে আফসোস খেতে পারলাম না এখনো।ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।

মাছ গুলো ফ্রিজে ছিলো তাই ঝাল বানালাম 🤣🤣🤣।

দাদা আপনি আলু দিয়ে চারা পোনা মাছের খুবই সুস্বাদু একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে সবজি বা যে কোন মাছের তরকারির সাথে একটু ঝোল না হলে খাওয়াটা জমে ওঠে না। আমারও ঝোল ঝোল তরকারি বেশ পছন্দ। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এতটা সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

আমারও মাখো মাখো ঝোল হলেই ভালো লাগে। ধন্যবাদ পাভেল ভাই 🤗

দাদা এপার বাংলা আর ওপার বাংলার বেশকিছু খাবারে ভালো মিল লক্ষ্য করছি। আপনাদের এলাকার চারাপোনা সম্ভবত আমাদের এলাকায় নউলা মাছ হিসেবে পরিচিত। ছোট সাইজের রুই মাছকে গ্রামের দিকে এ নামে ডাকা হয়। আমার কাছে এই মাছের ঝোল দারুন লাগে। ধন্যবাদ রেসিপিট শেয়ার করার জন্য।

ঠিকই ধরেছেন, ছোটো সাইজের রুই মাছ আমরা চারা পোনা বলি 🤣।

পোনা মাছের খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। দেখতে খুবই লোভনীয় লাগছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপগুলো আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

দেখতেও ভালো ছিলো খেতেও বেশ ভালো ছিলো 😋

আপনার মাছের উপরে আলু গুলো দেখে আমার খুবই ভালো লাগতেছে। কারন দাদা আলু আমার খুবই পছন্দের। আর এই মাছের নামটা আমি আর কখনই শুনিনি। খুবই ইউনিক লেগেছে আমার।

আলু লম্বা লম্বা চিরে দিলে আমার তো বেশ লাগে। রেসিপি ইউনিক না হলেও বেশ সুস্বাদু 😋

আবার সেই চারাপোনা, মাছটা দেখতে কিন্তু বেশ সুস্বাদু মনে হয়। তবে সবচেয়ে বড় ব্যাপার আপনার রান্নার কালারটা,সব সময় আমাকে আকর্ষণ করে। জাস্ট দারুণ লাগে।

মাছ গুলো রান্না করে ফেলতে হবে তাইনা? খিক খিক।

কৃতিত্ব লঙ্কার গুঁড়োর 😁

চারা পোনা মাছের ঝাল রেসিপি চমৎকার হয়েছে ভাইয়া। আলু দিয়ে মাছের ঝোল রেসিপি তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। আপনার তৈরি করা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। অনেক রঙ সুন্দর হয়েছে ভাইয়া। অনেক মজার একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

আলু দিয়ে মাখো মাখো ঝোল আমার তো দারুন লাগে। 😋

দাদা আপনি আলু দিয়ে চারা পোনা মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন। রেসিপিটি দেখতে আমার কাছে বেশ লোভনীয় লাগছে। আর এটা যে খেতে খুবই মজা হয়েছিল সেটা কিন্তু এর কালার দেখেই বোঝা যাচ্ছে। বিশেষ করে আপনি এর রান্নার পদ্ধতি খুব সহজ ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে দাদা

ঠিক ধরেছেন কাওসার ভাই। খেতে দারুন হয়েছিলো 😋

আপনি খুব সুন্দর ভাবে মাছ ও আলুর সমন্বয় সুন্দর রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এদেশের প্রতিটি ধাপ আমার খুব ভালো লেগেছে খুবই সুন্দরভাবে দক্ষতার সাথে ইহা প্রস্তুত করেছেন। প্রত্যেকটি ফটোর খুব পরিষ্কার হয়েছে।

ধন্যবাদ সুমন ভাই 🤗

ভাইয়া পোনা মাছ আমি এর আগেও অনেক নাম শুনেছি। যদিও আমি কোন মাছ খাই না কিন্ত ঘরে সবার জন্য আমার প্রতিদিনই মাছ রান্না করতেই হয়। আপনার তৈরী করা পোনা মাছের ঝাল রেসিপি টি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে । একদিন রান্না করা যাবে রেসিপি টি দেখে ।
ধন্যবাদ এতো দারূণভাবে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ভাইয়া।

মাছ কেন খান না? আঁশটে গন্ধ লাগে নাকি?

ছোটো রুই মাছ গুলোকে চারা পোনা মাছ বলি আমরা। 😁

পোনা মাছের ঝাল রেসিপিটি দেখেই খেতে মন চাচ্ছে। কারণ রান্নার পদ্ধতি এবং উপস্থাপনা ছিল অনেক সুন্দর যা দেখে যে কেউই খেতে মন চাবে। মাছগুলো ভেজে নেওয়া আলু কষিয়ে নেওয়া সব মিলিয়ে খুব সুন্দর ভাবে আপনি রান্নার পদ্ধতি আমাদের সামনে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

আমার তো মাঝে মাঝে ঝাল খেতে বেশ লাগে। মাখো মাখো ঝোল। আহা 😋

দাদা চারা পোনা মাছ বলেন আর বড় মাছ বলেন এভাবে ভাজি করে মাছের ঝোল খেতে বেশ দারুন লাগে। আপনার রেসিপিটি অসাধারণ ছিল। তবে আগের চেয়ে আপনার এখন রেসিপি দেখতে বেশ দারুন লাগে। দেখে বুঝা যায় খুবই সুস্বাদু কর। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ঠিকই বলেছেন। চারা মাছ হোক বা বড়ো মাছ, ঝাল হলেই ভালো লাগে।

চারা পোনা মাছের ঝাল রান্নার পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। চারা পোনা মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। রেসিপিটি সাথে আপনি আলু ব্যবহার করেছেন যার কারণে এটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল বলে আমার কাছে মনে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এমন সুন্দর ভাবে চারা পোনা মাছের রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

চারা পোনার কাঁটা বেশি থাকে এটাই যা অসুবিধা বাকি খেতে মন্দ না।

চারা পোনা মাছের ঝোল এর রেসিপি দেখে বেশ লোভনীয় মনে হচ্ছে। আর আলু দিয়ে যেকোনো মাছের ঝোল রান্না করলে একটু বেশি টেস্টি হয়। মজাদার রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।

মাছের ঝোলে বা ঝাল আলু না দিলে ভালো লাগে না।

দাদা আপনার চারা পোনা মাছের রেসিপি আমার কাছে খুব ইউনিক লেগেছে। রেসিপির কালার দেখতে খুবই সুন্দর হয়েছে। তার মানে খেতে নিশ্চয় অনেক ভালো ছিল। এভাবে মাছ রান্না করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু আমি এই মাছ কখনো দেখিনি এবং খাওয়া হয়নি। এতো সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

মাখো মাখো মাছের ঝাল খেতে আমারও দারুন লাগে দিদি। ধন্যবাদ 🤗

চারা পোনা মাছ মানে রুই মাছের বাচ্চা সম্ভবত। আমাদের এখানে এটাকে নছি মাছ বলে। যদিও ধারনা করছি। যাই হোক সত্যি বলতে ফ্রিজে মাছ বেশী দিন থাকলে স্বাদ কিছুটা কমে যায়। তবে বেশ ঝাল দিয়ে রান্না করলে স্বাদ টা ফিরে পাওয়া যায়। আমি একটু বেশী ঝাল খেতে পছন্দ করি। আমি জানি স্বাদের হয়েছে তাতে কোন সন্দেহ নাই। ধন্যবাদ দাদা। ভাল থাকবেন।

হ্যাঁ, ছোটো সাইজের রুই মাছকে চারা পোনা বলি তবে নছি মাছ নামটা বেশ। আসলে মাছ কয়েকদিন ফ্রিজে রাখলে ঝাল ছাড়া উপায় থাকে না শুভ দা।