নমস্কার বন্ধুরা,
বর্তমান যুগে মানুষ তার প্রত্যেক কাজের জন্য ধীরে ধীরে যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। মানুষের যেকোনো কাজে যন্ত্র যেন এক অবিচ্ছেদ অংশ। ছোটো হোক বা বড়ো আমরা সব কাজেই যন্ত্রের উপরে ঝুঁকে গিয়েছে অনেক গুণ। সে হোক মাটি কাটা কিংবা কোনো জিনিস তৈরি আজকাল সবকিছুই যন্ত্রের সাহায্যে হয়ে যাচ্ছে৷ যার ফলস্বরূপ ব্যবহার কমছে হাতের কাজের। বর্তমানে যন্ত্রের উপর নির্ভরশীলতা এতোই বেড়ে গেছে যে তাঁতের কাপড়, নকশী কাঁথা, টেরাকোটা, ডোকরা, মাটির পুতুল, পটচিত্র ও খড়ের কাজের মতো বহু হস্তশিল্পের কাজ আজ বিপন্ন হওয়ার মুখে। আমাদের যন্ত্রনির্ভর সময়ে হারিয়ে যাওয়া সেই সব হস্তশিল্পকেই আরো একবার মানুষজনের কাছে তুলে ধরার প্রচেষ্টা নিয়ে কুমোরটুলি সার্বজনীনের এবারের থিম "লড়াই"।
৯৩ বছরে এসে করে তারা যন্ত্রের সাথে হস্তশিল্পের যে অসম লড়াই তাকেই ফুটিয়ে তোলার চেষ্টা। হারিয়ে যেতে বসা সেই সব হস্তশিল্প গুলোকে আমাদের সামনে তুলে ধরেছে তারা। আসলে মানুষ যত উন্নত হচ্ছে তত সভ্যতার যাঁতাকলে হাতের কাজের জন্য সময় এবং শৈল্পী দুটোই হারিয়ে ফেলছে। আজ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে বাংলার অনেক হস্তশিল্পই বিলুপ্ত হয়ে গেছে। যন্ত্রের সাথে লড়াইয়ে হার মেনে সেই সব হস্তশিল্পীরা আজ অন্য পেশায় চলে গেছেন। কুমোরটুলি সার্বজনীন যন্ত্রের বিরুদ্ধে শিল্পীদের লড়াই পুজোর মণ্ডপ জুড়ে ফুটিয়ে তুলেছে।
বাগবাজার সার্বজনীনেড দুর্গা পুজো দেখে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম কুমোরটুলিতে। কুমোরটুলি কলকাতার সমস্ত ধরনের পুজো পার্বণের জন্য ব্যবহার হওয়া মাটির প্রতিমার একমাত্র ঠিকানা। আর সেজন্য এখানের পুজো কমিটির গুলোর দিকে আলাদা নজর থাকে। রাত যতই বাড়তে থাকলেও সেই সাথে ভিড়ও বাড়তে থাকলো। ভিড়ের মধ্যেই ধীরে ধীরে মন্ডপের ভেতরে প্রবেশ করে গেলাম। মন্ডপের ঢোকার মুখে এক বিশাল মাতৃ মুখ মন্ডপ সজ্জা। মণ্ডপের অন্দর সজ্জা কাঁথার কাজের সাথে খড়ের নানা কাজ দিয়ে মোড়ানো এবং টেরাকোটার নানা ধরনের পুতুল। মণ্ডপের উপরে ঝাড়বাতির পরিবর্তে রয়েছে বিশাল পটচিত্র, যার বিস্তার মা দুর্গার প্রতিমা পর্যন্ত। আর মণ্ডপ জুড়ে রয়েছে অনেক যন্ত্রচালিত হাত, যা থিমের অন্তর্নিহিত অর্থ ফুটিয়ে তুলেছে।
মন্ডপের গর্ভগৃহে সুবিশাল পট চিত্রের প্রান্তে জগৎ জননী মা দুর্গার বিরাজিত রয়েছেন।
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmVZ2LnjzbteWf1QSr3MqRaJx7dYMMGANXS258rRfzaubR/Division.jpeg)
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই দাদা দিনদিন হস্তশিল্প হারিয়ে যাচ্ছে। আমরা যেকোনো কাজের জন্য এখন বিভিন্ন ধরনের যন্ত্রের উপর নির্ভর করি। যাইহোক কুমোরটুলি সার্বজনীনের "লড়াই" নামক থিমটা দারুণ হয়েছে। তাদের সম্পূর্ণ আয়োজন একেবারে চোখ ধাঁধানো। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে দাদা। যাইহোক এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit