নমস্কার,
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি।
গ্রীষ্মের প্রখর রোদে মানবজীবন পুড়ে ছারখার হওয়ার আগ মুহূর্তে ঘরে ঘরে হয় মহা শিবরাত্রি পুজো। মহা শিবরাত্রি মানে সারাদিন উপোস করে বিকেল অথবা সন্ধ্যে বেলায় শিব ঠাকুরের মাথায় জল দেওয়া। মহা শিবরাত্রি মানে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দুধ সাবু দিয়ে উপবাস শেষ করা। গত বছরে মহা শিবরাত্রির পুজোতে না থাকলেও এ বছরে মহা শিবরাত্রি দিন অংশগ্রহণ করতে পেরেছি।
শিবরাত্রি নির্ঘণ্ট এইবার বিকেল বেলা থেকে লগ্ন শুরু হওয়ায় সবাই সারাদিন উপাস করেই ছিলো। আর যেসব জায়গায় শিবরাত্রির পুজো হয় সেখানে মন্দিরে সাজানো ছিলো সকাল থেকেই তুঙ্গে। আমাদের কাছের শিব মন্দিরে সেটার পৃথক হয়নি। সকাল সকাল মন্দির সাজানো শেষ হলেও পুজোর লগ্ন যেহেতু বিকেল থেকে শুরু তাই সন্ধ্যের আগ দিয়ে মূল পুজোর তোড়জোড় শুরু হলো।
যদিও আমার পরিচিত সকলেই সকাল থেকে না খেয়ে থেকেছিল আমার শরীর কিছুটা খারাপ থাকায় আমি দুপুর বেলায় খেয়ে নিয়েছিলাম। সন্ধ্যে হতেই পুজো আরম্ভ, তখন বারবার খেয়াল হচ্ছিলো যে হয়তো আর কিছুটা সময় অপেক্ষা করলেই পারতাম। যাক সেসব কথা। পুজো শুরু হওয়ার সাথে সাথে মন্দিরের আশে পাশে ভক্তদের ভিড় জমানো শুরু হলো। আদপে পুজো শেষ হতেই শিবের মাথায় জল ঢালার হিড়িক পড়ে যায় তাই সকলের চেষ্টা থাকে আগে চলে আসার।
আমাদের মন্দিরের যে পুরোহিত মশাই রয়েছেন উনি বেশ সময় ধরে সমস্ত নিয়ম-নীতি মেনে পুজো করেন তাই তাকেই বারবার ডাকা হয়। উনি মন্ত্র উচ্চারণ দিয়ে পুজো শুরু করে দিলেন তারপর এক এক করে পুজোর বিভিন্ন নিয়ম পালন করে চললেন। পুজো শেষ হতেই পঞ্চ প্রদীপের পবিত্র অগ্নির আশীর্বাদ পেলাম। তারপর শুরু হলো মহা যজ্ঞ। ঘি আহুতি দিয়ে সেটাও নির্বিঘ্নে সম্পন্ন হলো।
যজ্ঞ সম্পন্ন হতেই পুজো সমাপ্ত হলো। সাথে সাথে আশেপাশে ভিড় জমানো সারাদিন উপোস করে থাকা ভক্তরা একে এক ভগবান শিবের মাথায় জল ঢালা শুরু করে দিলেন। তারপর আমরা সবাই পেলাম পুজোর প্রসাদ।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
মহা শিবরাত্রিতে কাটানো মুহূর্তগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন।আর আপনি অসুস্থ থাকার কারণে উপাস থাকতে পারেননি, দুপুরবেলায় খেয়ে নিয়েছেন। ব্যাপারটা শুনে খুব খারাপ লাগছে কারণ দুপুর পর্যন্ত থাকতে পেরেছেন। কিন্তু যখন ভাবলেন যে আরো কিছুক্ষন থাকা যেত তখন সত্যি খুব কষ্ট লাগে। যাইহোক অসুস্থ থাকলে তো আর কিছু করার নেই। আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন দাদা,মুহূর্তটা দেখতে পেরে খুব ভালো লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শেষ মুহুর্তে গিয়ে আটকে গেলাম 🥲
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা নমস্কার
মহা শিবরাত্রি নিজ বাড়িতে পুজোর আয়োজন করেছেন ৷ অনেক ভালো লাগলো দাদা ৷ আমিও কিছু দিন আগে লিখেছি পুজ নিয়ে ৷ নিজ বাড়িতে পুজোর মজাই আলাদা ৷ যদিও আমরা মন্দিরে পুজো করেছিলাম ৷
যা হোক পুজো শেষে প্রসাদ ফটোগ্রাফ টি অনেক সুন্দর ছিল ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাড়িতে নয়। ফ্ল্যাটের পুজো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit