পুজো পরিক্রমা ২০২৩ : কুমোরটুলি পার্ক

in hive-129948 •  last year 

নমস্কার বন্ধুরা,

আমরা জীবনে প্রত্যেকেই কোনো না কোনো লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। আর সেই লক্ষ্যে পৌঁছতে কেউ বেছে নিচ্ছি সঠিক পথ আবার কেউ খুব তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছানোর জন্য বেছে নিচ্ছি অনৈতিক পথ। আমাদের সমাজ আজ সেই দু রকম মানুষে বিভক্ত হয়ে গেছে। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি ভাল মানুষ যখন চেষ্টা করে চলেছে সেই সাথে একটি অসৎ মানুষও একই লক্ষ্যে পৌঁছাবার জন্য চেষ্টা করছে। দুই ভিন্ন ধরনের মানুষের স্বাভাবিক ভাবেই লক্ষ্যে পৌঁছাবার পথ দুটো ভিন্ন হবেই। যে ভালো মানুষ সে ঠিক পথ ধরে এগোবে কিন্তু যে অসৎ মানুষ সে লক্ষ্যে পৌঁছানোর জন্য বাঁকা পথটাই ধরবে। একই লক্ষ্যের লড়াইয়ে কিছু মানুষ যারা ঠিক পথে এগিয়ে চলেছে আর কিছু মানুষ অযোগ্য হয়ে বাঁকা পথে হলেও সেই লক্ষ্যে পৌঁছতে চাইছে। আমাদের এই লক্ষ্যে পৌঁছানোর বিষয়টিকে মাথায় রেখে এ বছরে কুমোরটুলি পার্কের থিম "অ্যাম্বিশন"।

PXL_20231020_214035616_copy_1209x907.jpg

৩১ তম বছরে পদার্পণ করে কুমোরটুলি পার্ক লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য মানুষের যে দুই রূপ দেখতে পাওয়া যায় সেটাই তুলে ধরেছে। বর্তমানে জীবনের লড়াইয়ে কিছু মানুষ সঠিক পথে এবং কিছু মানুষ অসৎ পথে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে সেটাই পুজো কমিটি তাদের ভাবনায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। কয়েক বছর আগেও লক্ষ্যে পৌঁছানোর জন্য এতটা লড়াই করতে হতো না কিংবা এত হুড়োহুড়ি ছিলো না। সময়ের সাথে সেখানে অনেক পরিবর্তন এসেছে। সবাই এখন খুব তাড়াতাড়ি সব কিছু পাওয়ার চেষ্টা করছে৷ তাই লক্ষ্যে পৌঁছনোর জন্য অনেকই বেঠিক পথ নিতেও দ্বিধা বোধ করছে না। সেটা যে ঠিক নাকি ভুল, সেটাও ভাবছে না।

PXL_20231020_214110576_copy_1209x907.jpg

PXL_20231020_214046983_copy_1209x907.jpg

কুমোরটুলি সার্বজনীনের পুজো দেখে কিছুটা হেঁটে যেতেই পেলাম কুমোরটুলি পার্ক। অনেকটাই নতুন এই পুজো খুব তাড়াতাড়ি কলকাতার সুপরিচিত দুর্গা পুজো গুলোর মধ্যে জায়গা করে দিয়েছে। মন্ডপ সজ্জা ভাবনা অনুযায়ী রাখা। যেখানে মণ্ডপের মুখেই একটা বড় মাপের চেয়ার বসানো রয়েছে সেটা আমাদের সেই লক্ষ্যকে বোঝানোর চেষ্টা। যার যেটা পিছনে আমরা ছুটে চলেছি। মণ্ডপের অন্দর সজ্জায় বিশাল লুডোর ব্যবহার করা হয়েছে। লুডোর পরিপ্রেক্ষিত দেখানো হয়েছে যে বর্তমানে কিছু মানুষ রয়েছে যারা ধাপ অনুযায়ী এগিয়ে চলে আবার কিছু মানুষ খুব সহজেই সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়।

PXL_20231020_214133432_copy_1209x907.jpg

PXL_20231020_214053410_copy_1209x907.jpg

মন্ডপের মধ্যেখানে বিরাজিত হয়েছেন স্বয়ং মা দুর্গা। বর্তমানে তিনিই একমাত্র আমাদের সঠিক পথ দেখিয়ে নিয়ে যেতে পারেন।

PXL_20231020_214158346_copy_1209x907.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

বাহ দাদা খুব চমৎকার কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন। চোখ সরানো যাচ্ছে না ফটোগ্রাফি থেকে।আসলে এত চমৎকার করে স্টেজ সজ্জিত করা হয়েছে দেখে আসলে অন্যরকম ভালো লাগছে । ধন্যবাদ দাদা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

পুজোর অসাধারণ থিম ছিল"অ্যাম্বিশন"। কিছু মানুষ সঠিক পথে এবং কিছু মানুষ অসৎ পথে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে সেটাই পুজো কমিটি তাদের ভাবনায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছে।কুমোরটুলি পুজো কমিটিকে অনেক ধন্যবাদ এই নষ্ট সময়ে অসাধারণ চিন্তা চেতনার জন্য।পোস্টটি আমার ভালো লেগেছে। পোস্টের ছবি গুলোও অনেক সুন্দর হয়েছে। পোস্টটি শেয়ার করে কুমোরটুলি পুজোর স্ববিস্তারে জানার সুযোগ করে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

আমাদের বর্তমান সমাজের মানুষগুলি সত্যিই এমনই হয়ে গেছে যে তাদের লক্ষ্যে যে কোনভাবেই হোক খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে তবে সবাই এরকম নয় কিছু মানুষ রয়েছে যারা অসৎভাবে হলেও পক্ষে খুব তাড়াতাড়ি পৌঁছাতে চাই। কুমোরটুলি পার্ক মাঠে পৌঁছানোর এই দুটি বিষয়কে নিজের মধ্যে ধারণ করে সত্যি একটি বড় ধরনের উদাহরণ স্থাপন করেছে। মণ্ডপের অন্দর শয্যায় বসানো লুডুর মাধ্যমে সে বেশি তার পুরস্কার পাবে তুলে ধরেছে। লক্ষ্যে পৌঁছানো নিয়ে আজকে আপনার পোস্টটি সত্যিই অনেক চমৎকার হয়েছে দাদা।

দাদা আমাদের সমাজের বেশিরভাগ মানুষ, এখন শর্টকাট উপায়ে নিজের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে চায়। তাইতো দিন দিন অবৈধ এবং অনৈতিক কাজ ব্যাপক হারে ছড়িয়ে পরছে। তবে আমি ধীর গতিতে লক্ষ্যে পৌঁছাতে রাজি,তবুও অবৈধ এবং অনৈতিক কাজে লিপ্ত হতে রাজি না। যাইহোক কুমোরটুলি পার্ক দূর্গা পূজা উপলক্ষে তাদের থিমের সাথে সামঞ্জস্য রেখে চমৎকার আয়োজন করেছে। ফটোগ্রাফিগুলো চমৎকার ভাবে ক্যাপচার করেছেন দাদা। বেশ উপভোগ করলাম প্রতিটি ফটোগ্রাফি। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

কুমোরটুলি পার্কের দুর্গা পুজোর এই থিমটা কিন্তু বেশ দারুণ । আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা কত কিছুই না করি। যেটা এখানে উল্লেখ করা ছিল। সৎ পথে সামনের দিকে এগোনোর চেষ্টা আবার অসৎ উপায়ে লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা। মানুষের যে দুই রূপ বেশ সুন্দর ভাবে এখানে ফুটে উঠেছিল যা বুজলাম দাদা । সত্যি কথা বলতে এটা আসলে একটা শিক্ষামূলক থিম ছিল।