নমস্কার বন্ধুরা,
অবসর গ্রহণ করতে চলেছেন প্রখ্যাত ভারতীয় মহাকাশ বিজ্ঞানী শ্রী এস. সোমনাথ। আগামী ১৪ ই জানুয়ারি ২০২৫ পর্যন্ত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর চেয়ারম্যান পদ আলোকিত করে থাকবেন ভারত মাতার এই শ্রেষ্ঠ সন্তান। ভারতের মহাকাশ যাত্রা এবং মহাকাশ প্রযুক্তির উন্নয়নে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে শ্রী এস. সোমনাথের নাম রয়ে যাবে। দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে পেয়েছেন নানা সন্মান, সেই সন্মানের শেষ পালক হিসেবে ২০২২ সালের জানুয়ারি মাসে ইসরোর চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং তার নেতৃত্বেই ভারত মহাকাশ গবেষণায় আরো নতুন উচ্চতায় পৌঁছে যায়।
কেরালার ছোটো গ্রাম তুরাভুরে জন্মগ্রহণ করা শ্রীধর পানিকর সোমনাথ কেরালা ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি পান। তারপর বেঙ্গালুরুতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয় নিয়ে স্নাতকোত্তর পাস করেন। স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার পর ১৯৮৫ সালে ইসরোতে কর্মজীবন শুরু করেন।
৮০ এর দশকে ইসরোতে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (PSLV) নিয়ে বিস্তর কাজকর্ম চালাচ্ছিল। শ্রীধর সোমনাথ PSLV এর উন্নয়নেই নিয়োজিত হয়ে যান এবং PSLV উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা GSLV এর ডিজাইনে তাঁর অবদান ভারতীয় মহাকাশ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উকৃষ্ট অবদানের জন্য ২০২২ সালে ইসরোর ভিক্রম সারাভাই স্পেস সেন্টারে পরিচালক হিসেবেও শ্রীধর সোমনাথ নিযুক্তি পান। তাঁর নেতৃত্বেই ইসরো সফলভাবে চন্দ্রযান-৩ এবং আদিত্য এল-১ মিশন পরিচালনা করে, যা ভারতীয় মহাকাশ গবেষণাকে আন্তর্জাতিক মহলে বন্দিত হয়। তাঁর নেতৃত্বে ইসরো নতুন প্রজন্মের মহাকাশ প্রযুক্তি ও বাণিজ্যিক মহাকাশ গবেষণায় প্রবেশ করার পথে যাত্রা শুরু করেছে।
ভারতমাতার কৃতি সন্তানদের মধ্যে একজন শ্রীধর সোমনাথের শুধুমাত্র একজন প্রকৃষ্ট বিজ্ঞানীই নন, বরং একজন দক্ষ প্রশাসক ও দৃষ্টিভঙ্গিসম্পন্ন নেতাও বটে। ইসরোর একের পর এক সফল মিশন তার পরিচালনার মাধ্যমেই এসেছে। তার সময়েই ভারত মহাকাশ গবেষণার শীর্ষে পৌঁছেছে। তাই তিনি শুধু ইসরোর নয়, সমগ্র ভারতীয় বৈজ্ঞানিক সম্প্রদায়ের কাছে এক গর্ব।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ত্রিবান্দম একটা স্পেস মিউজিয়াম আছে। সেখানেই এনার সম্পর্কে বলেছিলাম। এবং ওনার কাজ সাথে প্রিয় সেলফি সমস্ত ধরনের স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেল সম্পর্কে টুকটাক ধারণা এবং ভিডিওগ্রাফি দেখেছিলাম। ছোটর ওপর মিউজিয়াম হলেও খারাপ না। ভারত মাতার বীর সন্তান হিসেবে বেশিরভাগই যারা বর্ডারে যুদ্ধ করে বা দেশের জন্য প্রাণ ত্যাগ করে এই যুদ্ধ করে তাদের নাম উল্লেখযোগ্য হয় কিন্তু এনাদের কৃতিত্ব ভারতবর্ষ তথা মানব জীবনকে কোন উচ্চতায় নিয়ে যায় তা চিন্তাভাবনার বাইরে। সত্যিই এনার চাকরি জীবনে এবং এনার অধীনেই ইসরোর বিশাল উন্নতি প্রশংসনীয়। খুব সুন্দর একটি পোষ্ট শেয়ার করেছেন পড়ে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উনার অবদানের কথা ভারতীয়রা সবসময়ই মনে রাখবে। কিছুদিন আগেই শ্রীধর সোমনাথ সম্পর্কে কিছু কথা পত্রিকায় পড়লাম। সত্যিই তিনি অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ। যাইহোক বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit