"আমার বাংলা ব্লগ" তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশ্যাল DIY প্রোজেক্ট - লিপান আর্ট

in hive-129948 •  7 months ago 

নমস্কার বন্ধুরা,

আমার বাংলা ব্লগ দেখতে দেখতে তৃতীয় বৎসর পূর্ণ করার দোরগোড়ায় দাঁড়িয়ে। সেই উপলক্ষে @rme দাদা অ্যাডমিন মডারেটরদের জন্য স্পেশ্যাল DIY কনটেস্ট রেখেছেন। আজ আপনাদের সামনে সেই প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ পোস্ট নিয়ে হাজির হয়েছি।

বিগত বছরে বর্ষপূর্তির সময় বৃষ্টি ম্যাডাম যখন অ্যাডমিন এবং মডারেটরদের DIY প্রতিযোগিতা চালিয়েছিলেন তখন আমি ফেব্রিক রং দিয়ে টি-শার্টে স্টিমিটের লোগো বানিয়েছিলাম। আজ আবার বর্ষপূর্তির দোরগোড়ায় তখন আবার একটি নতুন DIY প্রতিযোগিতা। যখন DIY টি বানাচ্ছিলাম তখন নিজের মনেই আশ্চর্য লাগছিলো যে আমরা আরো একটা বছর পেরিয়ে এলাম। সময় কতো তাড়াতাড়ি কেটে গেল। আসলে আপনাদের সবার সাথে এতো ভালো সময় কাটে যে কোথা থেকে সময় পেরিয়ে যায় সেটা বুঝে ওঠা যায় না।

যেহেতু অনেকদিন পর DIY বানাচ্ছি সেজন্য বাড়তি চাপ ছিল। তাই কদিন বেশ চিন্তা ভাবনা করছিলাম কি বানানো যায়। সেই সময়ে লিপান আর্ট এর কিছু ভিডিও দেখলাম। লিপান আর্ট হলো গুজরাটের কচ্ছ থেকে উদ্ভূত ভারতের ঐতিহ্যবাহী ম্যুরাল আর্ট ধারার মধ্যে একটি। মূলত কাদা ও আয়না দিয়ে বানানো এই শিল্প পদ্ধতি বর্তমানে ঘর সাজানোর কাজে আসলেও কচ্ছের তীব্র গরম থেকে বাঁচার জন্য সেখানের মানুষ লিপান ব্যবহার করে ঘর ঠান্ডা রাখেন। সেই শিল্প ধারার থেকে ধারণা নিয়ে লিপান আর্ট বানানোর প্রচেষ্টায় আমিও নেমে পড়লাম। বিশেষ ক্লে দিয়ে এটা ছিল আমার প্রথম DIY। আর সে জন্য বারবার নানান সমস্যায় পড়েছি। প্রথমে বেশ কিছুটা ক্লে একসাথে মাখিয়ে ফেলে কিছুক্ষণ যেতে না যেতেই সেগুলো শুকিয়ে যায়। তারপর বিস্তর ঝামেলা করে অল্প অল্প ক্লে মখিয়ে কাজ করতে থাকি। প্রথমে যদিও ভেবেছিলাম খুব সহজে বানিয়ে ফেলবো ক্লে। কিন্তু লিপান আর্ট বানাতে গিয়ে বুঝলাম আসলে এই শিল্পকলা যথেষ্ট শক্ত। বেশ অনেকটা লেগে গেলো পুরো ধাপ শেষ করতে। সবটা শেষ করতে আমার লেগেছে ৯ ঘন্টা। জানিনা আপনাদের কেমন হয়েছে তবে আশা করছি আমার উপস্থাপনা আপনাদের পছন্দ হবে।

1000015629.jpg


উপকরণ

  • কার্ড বোর্ড
  • ক্লে
  • ফলস মিরর
  • এক্রেলিক রং
  • আঁঠা
  • তুলি
  • লোগো
  • পেপার কাটার
  • পেন্সিল
  • স্কেল
  • কাঁচি

1000015452.jpg


ধাপ ১

  • প্রথমে কার্ড বোর্ড টিকে মাপে কেটে নিয়ে তাতে পেন্সিল দিয়ে নকশা এঁকে নিলাম।

1000015477.jpg


ধাপ ২

  • দু ধরণের ক্লে ভালোভাবে মাখিয়ে নিয়ে সরু নুডলসের মতো আকার দিতে থাকলাম।

1000015474.jpg

1000015483.jpg


ধাপ ৩

  • কার্ড বোর্ডে নকশা অনুযায়ী আঁঠা দিয়ে সরু সরু নুডলসের মতো ক্লে গুলো বসিয়ে দিতে থাকলাম।

1000015489.jpg

1000015492.jpg


ধাপ ৪

  • পুরো কার্ড বোর্ড এ নকশা অনুযায়ী ক্লে লাগিয়ে এক পরত সাদা এক্রেলিক রং লাগিয়ে দিলাম।

1000015507.jpg


ধাপ ৫

  • প্রথম পরত রং শুকোতে দিয়ে আমি ফলস মিরর গুলোকে গোল এবং ডায়মন্ড আকারে কেটে নিলাম।

1000015504.jpg

1000015512.jpg


ধাপ ৬

  • কার্ড বোর্ডের নকশা গুলোতে নানান রং দিয়ে ভরিয়ে দিলাম।

1000015546.jpg


ধাপ ৭

  • পুরো আর্ট টিতে এক্রেলিক রং এর তিন বার পরত দিলাম।

1000015552.jpg


ধাপ ৮

  • রং শুকিয়ে যেতে গোল এবং ডায়মন্ড আকারের ফলস মিরর গুলো লাগিয়ে দিলাম।

1000015576.jpg


ধাপ ৯

  • রং পুরোপুরি ভাবে শুকিয়ে গেলে আমার বাংলা ব্লগের লোগো টিকে মাঝে সাঁটিয়ে দিলাম।

1000015625.jpeg




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

লিপান আর্ট অসাধারণ হয়েছে। আপনি প্রথমবার ক্লে দিয়ে কাজ করেছেন দেখে অনেক ভালো লেগেছে। প্রথমবার এই ধরনের আর্ট করেছেন দেখে বোঝাই যাচ্ছে না। খুবই সুন্দর হয়েছে দাদা। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। অনেক দক্ষতার সাথে কাজটি করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

দাদা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। দাদা আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি ডাই পোস্ট তৈরি করে শেয়ার করেছেন। কার্ডবোর্ড এর উপরে আপনি বেশ দারুন ভাবে রং দিয়ে নকশা তৈরি করেছেন দেখতে আমার কাছে সত্যি বেশ চমৎকার লেগেছে। পোস্ট তৈরির মাঝখানে আমার বাংলা ব্লগ কমিউনিটির লোগো তৈরি করে দেওয়ার জন্য দেখতে সবথেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Hi @kingporos,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

লিপান আর্টের নাম এই প্রথম শুনলাম। আগে এরকম আর্ট দেখেছি বলে মনে পড়ছে না। কিন্তু আর্টটি সম্পর্কে জেনে খুব ভালো লাগলো। তাছাড়া এই ডাইটি বানাতে যে আপনার অনেক পরিশ্রম হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। কারণ ছোট ছোট ডিজাইনগুলোর উপরে ক্লে বসানো খুবই কষ্টকর কাজ। যাই হোক দাদা সবশেষে কিন্তু চমৎকার ফিনিশিং দিয়েছেন। তার জন্য এত ভালো লাগছে দেখতে।

দারুন আর্ট করেছেন ভাই, সত্যিই অসাধারণ হয়েছে।

ধন্যবাদ ভাই। ভেবেছিলাম সহজ কিন্তু বানাতে গিয়ে বুঝলাম।

আমার বাংলা ব্লগ তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনার স্পেশ্যাল DIY প্রোজেক্টটা দারুন হয়েছে। লিপান আর্ট আমি আজকে প্রথম দেখলাম। আমি তো চিন্তা করে পায় না,কত ধৈর্যের কাজ এটা। তবে আপনার ধৈর্যের প্রশংসা করতে হয়। চমৎকার হয়েছে দাদা। ধন্যবাদ।

লিপান আর্ট গুলো কখনো ট্রাই করিনি। আপনি কনটেস্ট উপলক্ষে খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করলেন। আপনার গতবারের টি-শার্টের ডিজাইন টাও দেখেছিলাম মনে আছে। ঠিক বলেছেন দাদা, দিনগুলো আসলেই যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। ডাই প্রজেক্ট টা দেখে সত্যিই মুগ্ধ হলাম। নকশাগুলো খুবই সুন্দর হয়েছে। ফলস মিররগুলো দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। শুভকামনা রইল দাদা।

বেশ দারুণ করেছেন ভাই, খুবই চমৎকার লাগছে দেখতে। আমার কাছেও ভালো লেগেছে।

ধন্যবাদ হাফিজ দা। চেষ্টা করলাম আরকি 😅

বাহ্ দাদা চমৎকার একটি লিপান আর্ট আপনি শেয়ার করেছেন।বিশেষ ক্লে দিয়ে আর্ট টি করতে বেশ সমস্যায় পড়তে হয়েছে আপনার যেহেতু প্রথমবার তৈরি করেছিলেন।তবে আর্ট টি দেখে বোঝার উপায় নেই যে এটি আপনার প্রথম লিপান আর্ট ছিল।আর্টটি কতো সুন্দর হয়েছে যে যাই বলিনা কেন কম হয়ে যাবে।সত্যি অসাধারণ কালার কম্বিনেশন এর সাথে দারুন লাগছে দেখতে আর্ট।আপনার আর্ট এর দক্ষতা আসলেই প্রশংসনীয়।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

দাদা প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের এ স্পেশাল ডাই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। এ ধরনের আর্ট সাধারণ তো আমার বাংলা ব্লগে কখনো দেখিনি। আজকে এই জীবনের প্রথম বার দেখলাম। লিপান আর্ট নামটাও বেশ নতুন ও সুন্দর। পুরো এইটাই প্রজেক্টটি করতে আপনার ৯ ঘন্টা সময় লেগেছে জেনে অবাক হলাম। তবে ভেতরের যে, কারুকাজ রয়েছে আরো কয়েক ঘন্টা বেশি লাগলেও করার কিছু থাকতো না। দাদা আপনার ডাই প্রজেক্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই প্রতিযোগিতায় আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দাদা।

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশ্যাল DIY প্রোজেক্ট দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আপনাকে অংশগ্রহণ করে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে আপনি এই চিত্রটি অংকন করেছেন। চিত্রটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি চিত্র আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

৩য় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশাল প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ করা ডাই পোস্ট টি দেখে খুবই ভালো লাগলো। আউটকাম দেখে কেউ ই বলবে না এটি আপনার প্রথম ক্লে প্রজেক্ট! যদিও করতে প্রায় ৯ ঘন্টা লেগেছে, তবে ভীষণ সুন্দর একটি আউটকাম এসেছে দাদা। ৩ পরত রঙ করেছেন বলেই বোধ হয় আরো সুন্দর ফুটে উঠেছে রঙ। বেশ ভালো লাগলো আপনার প্রজেক্ট টি দেখে।

আসলেই দাদা একটি বছর কিভাবে অতিবাহিত হয়ে গেলো,সেটা টেরই পেলাম না। যাইহোক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একেবারে ইউনিক একটি ডাই প্রজেক্ট দেখতে পেলাম। ক্লে দিয়ে কাজ করতে গেলে মাঝেমধ্যে বেশ ঝামেলায় পরতে হয়। যাইহোক এতো সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করতে গেলে তো ৯ ঘন্টা লাগবেই। তবে আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা করতেই হয় দাদা। আপনার জন্য শুভকামনা রইল।

বাহ দাদা দারুণ। আপনাকে তো ডাই প্রজেক্ট করতে খুব একটা দেখি না। কিন্তু দারুণ করেন আপনি। আজ মোটামুটি আপনার টা দিয়ে তিনটা লিপ্পান আর্ট দেখলাম। চমৎকার করেছেন দাদা। অসাধারণ লাগছে দেখতে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

হ্যাঁ দাদা এর আগের প্রতিযোগিতায় আপনার টি-শার্টের লোগো তৈরি দেখেছিলাম। অনেক সুন্দর হয়েছিল আজকে লিপান আর্ট করেছেন দেখতে দারুণ লাগছে। আর জানতে পারলাম এই ধরনের কাজগুলো মাটি দিয়ে করতে হয়। আসলে অনেক দিন পর এই ধরনের কাজগুলো করতে একটু হিমশিম খেয়ে যাওয়া লাগে। যাইহোক অনেক সুন্দর ছিল দেখতে দারুন লাগছে।

দারুণ বানিয়েছেন ভাই, শুভেচ্ছা রইল।

ধন্যবাদ শুভ দা। ♥️

আমাদের এদিকে এটাকে লিপ্পান আর্ট করে।আর এটা দিয়ে কাজ করার আমার অনেক দিনের ইচ্ছে।কিন্তু করা হয়নি।ঠিক এভাবে করে আমি একটা আয়না বানাবো।মানে আয়নাটা মাঝে থাকবে।দারুণ হয়েছে।

লিপান বা লিপ্পান। আমার মনে হয় এটা ঘর লেপা থেকে এসেছে। সঠিক জানিনা।

বানিয়ে ফেলুন, কাঁচ লাগালে দারুন লাগবে।

৯ ঘন্টা পরিশ্রম করে অসাধারণ একটি পোস্ট তৈরি করেছেন দাদা। এই কাজগুলো করা সত্যি অনেক কঠিন ব্যাপার। আর আপনি যে ধৈর্য সহকারে সম্পূর্ণ কাজ শেষ করেছেন এটাই সবচেয়ে আনন্দের বিষয়। সত্যি দাদা আপনার দক্ষতা আর ধৈর্য দুটোই প্রশংসনীয়।

বিয়ের পর ঘর সাজানোর দায়িত্বটা আপনার উপরেই পড়বে যেটা বুঝতেছি। 🤣🤣

লিপ্পান ক্লে দিয়ে আমিও কাজ করেছিলাম,আর আপনার করা আর্ট টা দেখেই তো অবাক হয়ে গেলাম।যেভাবে করেছেন দারুণ লাগছে দেখে।

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্পেশ্যাল DIY কন্টেস্টে লিপা্ন আর্টটি তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো।এই ধরনের ক্লের কাজ করা বেশ কঠিন। অল্প অল্প ক্লে মিশিয়ে কাজ করতে হয়। তাই সময় বেশি লাগে। আজকাল ঘর সাজাতে লিপান আর্ট এর বিভিন্ন জিনিস ব্যবহার দেখা যাচ্ছে।দেখতেও বেশ সুন্দর লাগে এই ধরনের আর্ট। আপনার করা লিপান আর্টটি বেশ সুন্দর হয়েছে। কালা কম্বিনেশন বেশ সুন্দর হয়েছে । তাই দেখতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ দাদা ডাইটি শেয়ার করার জন্য।