নমস্কার বন্ধুরা,
দেড় কিলোমিটার পথ হেঁটে মন্দিরের কাছাকাছি পৌঁছলাম বটে তবে মন্দিরের সামনে যাওয়ার উপায় নেই। তার আগেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। প্রতিমা নিরঞ্জনের সময় বহু মানুষের ভীড় হয় তাতে শৃঙ্খলাবদ্ধ করার জন্যই এমন কাজ। মন্দিরের কাছেই বেশি কিছুটা সময় ধরে দাঁড়িয়ে থাকলাম। শুরুতে মায়ের নিরঞ্জন দেখবার ইচ্ছে ছিলো, দাঁড়িয়ে থাকতে থাকতে যখন মনে পড়ল, নিরঞ্জন হয়ে গেলে মা ফিরতে ফের এক বছরের অপেক্ষা, তখন মনটা খারাপ হয়ে গেলো। তাছাড়া মাকে মন্দিরের কাছে গিয়ে একবার দেখে আসি সে সুযোগ পেলাম না কিংবা ব্যারিকেড ভেঙে সেটা সম্ভবও ছিল না। আসলে নিরঞ্জনের সময়েও এত পরিমানে ভিড় হয় সেটাকে আটকানোর জন্যই এমন ব্যবস্থা। কিছুই করবার নেই। তবে কিছুটা সময় দাঁড়িয়ে নিরঞ্জনের পূর্বে বিভিন্ন ধরনের মায়ের সামনে প্রদর্শনী করা হয় সেসব দেখছিলাম।
প্রায় ৪৫ মিনিট দাঁড়িয়ে থাকার পরে ভিড়ের মধ্যে হাঁসফাঁস শুরু হয়ে গেলো তাছাড়া মনটাও ভালো লাগছিল না, তাই সেখান থেকে বেরিয়ে মেলা ঘুরে নেওয়ার জন্য বেরিয়ে আসলাম। বর্তমানে বোল্লা মেলা হয় মাত্র চারদিনের, এক সময় তার যখন পুরনো গৌরবে ছিল তখন পুরো ১ মাস জুড়ে মেলা চলত। আর দেড় কিলোমিটার রাস্তার দুপাশে শুধুই মেলার দোকানে ভর্তি। মাস জুড়ে মেলা আজ অতীত তবে রাস্তা জুড়ে দোকান বসা এখন বিদ্যমান। ধীরে ধীরে যে পথ দিয়ে মেলায় এসেছিলাম সে পথ দিয়ে ফেরত যাওয়া শুরু করলাম। চারিপাশে হরেক মালের দোকান আর মেয়েদের প্রসাধনীর দোকানে ভর্তি সাধারণত মেলায় যেমনটা হয় তেমনটাই আরকি।
যখন ফেরা শুরু করেছিলাম তখনও অল্প দিনের আলো দেখা যাচ্ছিলো যা মেলার ভিড় বাড়ার সাথে কমতে থাকলো। ধীরে ধীরে মেলা ঘুরতে ঘুরতে দিনের আলো নিভে রাতের বৈদ্যুতিন আলোতে ঝলমলিয়ে উঠলো। শীতকালের এটাই আনন্দের, দিনের আলো থাকতে থাকতে হঠাৎ করেই অন্ধকার হয়ে আসে। হাঁটতে থাকলাম মেলার গভীরে। অন্যান্য দোকানের তুলনায় মেয়েদের প্রসাধনীর দোকান গুলোর ভিড় দেখে অবাক হতে থাকলাম। মেলার দোকানের বেশিরভাগ টাই বাচ্চাদের খেলনা এবং মহিলাদের প্রসাধনীর। সবই বেশ রমরমিয়ে চলছে। দু-একটা দোকানে অল্প ফাঁকা থাকলেও বেশিরভাগ দোকানেই মানুষজনের ভিড় ছিল দেখবার মতন।
আমার মতো অনেকেই মেলার ফিরতি পথে ছিলো তবে ফিরে আসার থেকে মেলায় যাওয়ার লোকের সংখ্যা ছিলো অনেক অনেক বেশি। আসলে মেলার অন্তিম দিনে মানুষ শেষ বেলায় সবটা ঘুরে নিতে চায়। ফের তো এক বছরের অপেক্ষা।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে শীতের দিনে কখন যে সন্ধ্যা হয়ে যায়, অনেক সময় সেটা টেরই পাই না। যাইহোক এই মেলায় তো দেখছি মানুষের প্রচুর ভিড় হয়। এতো ভিড়ের মধ্যে মেলায় ঘুরাঘুরি করতে অস্বস্তি লাগে। দাদা মেলা বলতেই এখন মেয়েদের প্রসাধনী এবং বাচ্চাদের খেলনার দোকান। ছেলেদের জন্য তেমন কিছু নেই বললেই চলে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit