নমস্কার বন্ধুরা,
বাণী প্রকাশনী গ্রুপ থেকে বেরিয়ে সামনে হাঁটতেই পেয়ে গেলাম পশ্চিমবঙ্গ মন্ডপ এবং এইবারের বইমেলার বিশেষ আকর্ষণ দুর্গাপুজো মন্ডপ। বাঙালির সবচেয়ে বড়ো পুজো দুর্গাপুজোকে এবছর ইউনেস্কোর হেরিটেজ হিসেবে সম্মানিত করা হয়েছে সেজন্য বইমেলায় এবার বিশেষ দুর্গা পুজোর একটি মন্ডপ করা হয়েছিল যেটা ছিল পশ্চিমবঙ্গর মন্ডপের পাশেই। আর তার সাথে প্রতিবছরের মতোই বই মেলাতে ছিল বাউল গানের আসর। যেখানে সারা বইমেলা জুড়েই প্রত্যেক দিনই কোন না কোন বাউল শিল্পীরা এসে তাদের শিল্প দেখানোর সুযোগ পান। পাশাপাশি দুই মন্ডপে দু ধরনের বাউলের জায়গা হয়েছিল।
আগে দুর্গা পূজার মন্ডপে গেলাম। কিছুটা ভীড় থাকার কারণে ভেতরে প্রবেশ করতে বেশ পরিশ্রমই করতে হলো। আসলে বাঙালির দুর্গা পুজার প্রতি একটা আলাদা টান আছে সেজন্যই বইমেলাতে মা'কে কাছে পেয়ে সবাই ছুটে গেছে। দুর্গা মন্ডপের একদম সামনের দিকটাই ছিল বাউল গানের জায়গা। কোনোমতে হুড়োহুড়ি করে মায়ের কাছ থেকে ঘুরে এসে বাউল গান শুনে দাঁড়িয়ে পড়লাম। আহা!
দুর্গা মন্ডপে কিছুক্ষন দাঁড়িয়ে বাউল গান উপভোগ করে চলে গেলাম পাশে থাকা পশ্চিমবঙ্গ মন্ডপে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ তরফ থেকে আমাদের রাজ্যের বিভিন্ন লোকসংস্কৃতির শিল্পীকে সুযোগ দেওয়ার জন্যই এই মন্ডপ করা হয়। যে কদিন বইমেলা থাকে সব দিনেই এইখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। শেষের দিনে ছিলো বাউল সংগীত।
অদ্ভুতভাবে দুটো অনুষ্ঠান জায়গা পাশাপাশি হওয়া সত্ত্বেও একটা বাউল গান অন্য গানকে কিন্তু ছাপিয়ে যাচ্ছিলো না। বলা যায় যখন পশ্চিমবঙ্গ মন্ডপে দাঁড়িয়ে ছিলাম সেই সময় দুর্গা পুজোর বাউল গান বিশেষ কানে আসেনি। বিষয় টা খুবই আশ্চর্যের হলেও বেশ ভালো লাগলো। আসলে বইমেলায় শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের নানা স্টেজ থাকে এবং ভিন্ন ভিন্ন স্টেজে ভিন্ন ভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। আর এই সব মিলিয়ে বই মেলা এক সর্ব সমন্বয়ের সংমিশ্রণ কেন্দ্র তৈরী হয়। রাজ্য, দেশ, বিদেশে সব জায়গা থেকে নানান ধরনের মানুষ আসেন বাঙালির বই প্রেমের ঐতিহ্যকে কাছ থেকে অনুভব করার জন্য।
বাউল গান শুনতে শুনতে কখন যে হারিয়ে গেছি সময়ের দিকে খেয়াল হয়নি। যখন বুঝতে পারলাম তখন সন্ধ্যে নেমেই গেছে। ওদিকে আবার আমার বেরোনোর সময় কাছে ছিল এসেছে। তাই এগিয়ে গেলাম। বইমেলার শেষ টুকু দেখে নেওয়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা তাহলে আপনি বই মেলায় অনেক ভালো সময় কাটিয়েছেন। আমাদের এখানেও যখন বই মেলা হয় তখন প্রতিবছর একবার হলেও যাওয়া হয়। আমার কাছেও বই মেলায় যেতে ভালো লাগে। বই মেলার ভিডিও দেখে অনেক ভালো লেগেছে। একদিকে বই মেলা তার মধ্যে দুূর্গাপূজা আবার সেই বই মেলায় বাউল গানের আয়োজন করা হয়েছে। এত কিছু থাকলে মানুষের অনেক ভিড় হওয়ার কথা।দাদা কোনো বই কিনে আনেননি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সে এক দারুন ব্যাপার। আবহাওয়া সুন্দর ছিল আর যেন উৎসবের মরশুম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা বই মেলার যত গুলো পর্ব দেখলাম তার মধ্যে আজকের ব্লগ টি দেখে অনেক ভালো লাগলো ৷বাঙালির ঐতিহ্য দুর্গা পুজো আবার বাউল গানের আসর ৷সবমিলে দারুন অনুভুতি সেটা বুঝতেই পারছি ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন অনুভূতি। বই দেখার পাশে অনেক অনুষ্ঠান দেখাও গেলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit