বৃষ্টির দিন আর লুচি আলুর দম (Rainy day and Luchi Alur Dom) by @kingporos

in hive-129948 •  4 years ago 

নমস্কার বন্ধুরা,



আজ সারাটা বিকেল জুড়েই বৃষ্টি। দুপুরে যেটুকু বাইরে যাবার আশা জন্মেছিল তা বৃষ্টি দেখে পুরোটাই দমে গেল।


জানলা

আগে এই জানলা টা থেকে খুবই ভালো ছবি আসতো। তখন ছিলোনা এতো তারের জঞ্জাল! গত কয়েকমাসে পুরোটাই ঢেকে দিয়েছে।

এক কথায় বৃষ্টি আমার খুবই ভালো লাগে, তবে গ্রামের। মাটির সোঁদা গন্ধ! ঠান্ডা আবহাওয়া। আর শহরের বর্ষা একটু নোংরা। বৃষ্টির পরে রাস্তা ঘাটের নোংরা গুলো যেন আরো বেশি করে বেরিয়ে আসে।

গ্রামের বাড়িতে থাকার সময় এগুলো আবার চিন্তায় আসত না। প্যাচ প্যাচে কাঁদা তবে কাঁদা মাটি তো আর নোংরা না তাই No Worries!

আর বাড়িতে বৃষ্টির দিনে মানেই মায়ের হাতের খিচুড়ি, বেগুন ভাজা, ডিমের অমলেট আর ঘি। কলকাতায় এসব যেন স্মৃতি। তবে আজকে রাতের খাবার বেশ ভালোই ছিল। লুচি আলুর দম।


লুচি-আলুর দম

এটিকে অপছন্দ করে এমন বাঙালির সংখ্যা হাতে গোনা যাবে। অনেকদিন পরে পেলাম তাই বেশ কয়েকটা লুচি খেয়ে ফেললাম।

দিনটা যেন টুক করেই কেটে গেলো। আশা করি আপনাদের দিনটাও ভালো কেটেছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

লোভ লাগিয়ে দিলেন যে। এক নাগারে একদিন ১৭ টা লুচি খাইছিলাম।

১৭ খানা! আরিব্বাস। আমি সবচাইতে বেশি ৯ খানা

পেটুক খুব,খাওয়া ছাড়া যে কিছু বুঝিই না

খেতে ভালবাসেনা এমন লোক খুবই কম! এর বাঙ্গালিদের মতো এতো ঝোলে ঝালে রান্না হলে পেটুক হতে বাধ্য হবেই

এইসব খাবারের সঙ্গে বৃষ্টির একটা আলাদা সম্পর্ক আছে ভাই ।ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

খিচুড়ি হলে আরো জমে যেত তবে লুচি আলুর দম মন্দ নয়

প্রথম দৃশ্যটা ঠিক ছিলো, ওটা দেখে ভালো অনুভূতি তৈরী হয়েছিলো কিন্তু পরের দৃশ্যটা দেখিয়ে সব উলট পালট করে দিলেন, পুরাই মাথা নষ্ট-এমন দিনে এসবই তো চাই।

হাঃ হাঃ। @hafizullah দা আপনি ভালোই রাঁধুনি, একটা বৃষ্টির দিনে দেখে করে ফেলেন