নমস্কার,
বছরটাই যেন আমার বিয়ের নিমন্ত্রন খাওয়ার বছর। চলতি মরশুমে পর পর এত গুলো বিয়ের নেমন্তন্ন পেয়েছি যা সত্যিই অভাবনীয়। হয়তো সারা জীবনের সব কটা বিয়ের নেমন্তন্ন এ বছরেই পেয়ে গেলাম 😆। মার্চ মাসে পিসেমশাইয়ের বন্ধুর মেয়ের বিয়েতে জম্পেশ খাওয়া দাওয়ার পর কল্পনাতেও আসেনি সামনে আরো একটা বিয়ের নিমন্ত্রন পেতে চলেছি তাও আবার গ্রীষ্মের শুরুতে। বলতেই হয় এ বছরে নিমন্ত্রন ভাগ্য আমার খুব সাথ দিয়েছে আর সাথে ছিলো অবিবাহিতদের বিয়ে করার হুজুগ।
পিসতুতো দিদির ছেলের বিয়ের অনুষ্ঠানে আগে থেকে নিমন্ত্রন থাকলেও আমার যাওয়ার খুব একটা ইচ্ছে ছিলো না। আসল কথা গরমের মধ্যে যেতে চাইছিলাম না তবে যেহেতু বিয়েতে অনেক আত্মীয়দের সমাগম হবে আর বিয়েটা সপ্তাহান্তে তাই চলেই গেলাম। সামনের দুদিন কলকাতায় বাইরে থাকবো তাই হাতের কাজকর্ম গুলো সারতে হতো। বৃহস্পতিবার সারা দিন হাতে থাকা কাজ গুলো সারতেই কাটিয়ে দিলাম মাঝে একটুও ফুরসত পাইনি।
বৃহস্পতিবার কাজকর্ম সেরে বাড়ি ফিরতে সন্ধ্যে সাড়ে সাতটা বাজলো। আমি বাড়িতে ঢুকেই হুটোপাটি করে ব্যাগটা গুছিয়ে ফেললাম। ব্যাগ গোছানোর সময় খেয়াল হলো বিয়ের জন্য একটা পাঞ্জাবি কিনবো স্থির করেছিলাম কিন্তু কাজে চাপে তা আর হয় নি।
হাতে আর সময় নেই চিন্তা করলাম যা আছে তা দিয়েই বিয়েটা চালিয়ে নেবো। সন্ধ্যে সাড়ে আটটার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম গন্তব্য শিয়ালদহ স্টেশন। রাত তাই বাসটা বেশ ফাঁকা ছিলো। আসলে করোনার পরে কলকাতার অনেকটা পরিবর্তন হয়েছে, রাত্রি নটা বাজলেই মানুষজন কমে যায়।
যখন স্টেশন পৌছালাম তখন ঘড়িতে বাজে নটা তিরিশ কলকাতার রাস্তা ফাঁকা থাকলেও স্টেশন চত্বরে তখন বেশ ভীড়। কিছু মানুষ লোকাল ট্রেনে উঠবেন আর কিছু মানুষ দূরপাল্লার ট্রেনে। স্টেশনের টাইম ডিসপ্লেতে কাঙ্খিত ট্রেনের প্ল্যাটফর্ম দেখে সেদিকে রওনা হলাম।
আমার ট্রেন ১০:১৫ মিনিটের গৌড় এক্সপ্রেস। অল্প হেঁটেই নির্ধারিত কামড়ায় পৌঁছে গেলাম। ট্রেনে উঠে গুছিয়ে বসে পড়লাম।
খানিকক্ষণ জিরোতেই ট্রেন ছেড়ে দিলো। তিলোত্তমা কলকাতা ছেড়ে জোর গতিতে ট্রেন এগিয়ে চললো। গন্তব্য উত্তরবঙ্গ।
Saludos Steemian, @kingporos, Tu post ha sido recompensado por @alejos7ven del Cotina Team.
Si deseas apoyar a la comunidad considera delegar Steem Power a @cotina o Votar por nuestro Witness
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Gracias Ale 🤗
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না দাদা আপনার পোস্ট পড়ে শান্তি নেই। আকর্ষণীয় জায়গাতে এসেই শেষ করে দেন। গরম হোক আর ঠান্ডা বিয়ে-শাদির অনুষ্ঠানের দাওয়াত খেতে আমার কাছে ভালই লাগে। তবে মনে হচ্ছে আপনি আসলেই অনেক দাওয়াত পেয়েছিলেন। অনেকগুলো পোস্টেই আপনার দাওয়াত খাওয়ার গল্প শুনতে পেলাম। ভালো থাকবেন। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাঃ হাঃ। আসলে পরপর দিলে ভালোই হয় আমি চেষ্টা করছি।
অনেক গুলো নিমন্ত্রন ছিলো। অনেক। 😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
করোনা পরিস্থিতি আমাদের মানুষের মধ্যে সত্যিই একটি পরিবর্তন এনেছে। যেটা কলকাতায় বাসে রাতে দেখা যায়। এছাড়া কর্মব্যস্ততার কারণে আমরা অনেক কাজই করতে পারিনা ।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই করোনা অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit