আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি।
আজকে আমি আমার বাংলা ব্লগ কর্তৃক আয়োজিত বসন্তের ফুলের ফটোগ্রাফী কনটেস্ট এ অংশগ্রহণ করছি। এই নিমিত্তে আমি আমার তোলা কয়েকটি বসন্তে ফোটা ফুলের ছবি শেয়ার করব।
ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে যদিও এখনো কাঁচা। তবুও আমার বাংলা ব্লগের এই কন্টেস্ট দেখে মনে হলো আমিও এবার অংশগ্রহণ করি। যেদিন কন্টেস্টের ঘোষণা এসেছে, তখন আমার পরীক্ষা ছিল। এখন পরীক্ষা মোটামুটি শেষের দিকে, তাই ভাবছিলাম যে এই দিনগুলোতে ফটোগ্রাফি করব। কিন্তু আমি আমার একটা বন্ধুর সাথে বের হতে চেয়েছিলাম। ওর আবার এখন পরীক্ষা চলে। সবকিছু মিলে একদম লেট হয়ে গিয়েছে।
আমি গতকাল ছবি তুলেছি। দুপুরের দিকে হলে থেকে কিছু ছবি তুলি। আর সন্ধ্যার দিকে শহীদ মিনারে গিয়েছিলাম সেখানে আরও কিছু ছবি তুলি। সব মিলিয়ে ছবির ভান্ডার হয়েছে অনেক বড়, যদিও ফুলের কালেকশন খুব বেশি নেই। কারণ বাইরে বের হয়েছিলাম সন্ধ্যায়। তাই শিমুল, পলাশ, জারুলসহ আরো কিছু বসন্তের ফুলের ছবি তুলতে পারিনি বলে কিছুটা আক্ষেপ থেকেই গেল।
এই ফুলের বৈজ্ঞানিক নাম Cosmos bipinnatus ও ইংরেজি নাম garden cosmos। সাধারণত এর গাছ মাঝারি সাইজের হয়ে থাকে। ফুলটি দেখতে খুব সুন্দর। একদম তারার মত ফুটে থাকে। এক জায়গায় এর গাছগুলো একটার সাথে আর একটা মিলে ঝোপের তৈরি করে। আর ফুল গুলো এত সুন্দর করে তার মাঝে ফুটে থাকে দেখতে অসাধারণ লাগে। এছাড়া ফুলের রঙও হরেক রকমের হয় যা সৌন্দর্য আরো বাড়ায়। বাগান বা আঙ্গিনার সৌন্দর্য বৃদ্ধিতে এর জুড়ি মেলা ভার।
আমি যখন এই ফুলের ছবি তুলি তখন সন্ধ্যা। আমার জানা ছিল না যে এরা সন্ধ্যা লাগলে বন্ধ হয়ে যায়। তাই খুঁজে খুঁজে আধ বোজা কিছু ফুলের ছবি তুলতে পেরেছি। তাতেই আমি ধন্য।
ফুলটি এক এক জায়গায় এক এক নামে পরিচিত হতে পারে। আমিও সঠিক নাম জানতাম না, তাই গুগল করে জানলাম এটার নাম পেটুনিয়া। এটা একটা বহুবর্ষজীবী উদ্ভিদ। এই ফুলের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর রঙ আর আকৃতি। দূর থেকেও এর সৌন্দর্য চোখে পড়ে যা দর্শককে কাছে টেনে নিতেও সক্ষম। এই ফুল এক রঙ্গা থেকে শুরু করে মিশ্র রঙ্গা হতে পারে। আমরা এর যে সব প্রজাতি দেখতে পাই তার বেশিরভাগই হাইব্রিড।
ডালিয়া একটি শীতকালীন বহুবর্ষজীবী ফুল। শীতের ফুলের মধ্যে ডালিয়া সবচেয়ে বড়। এটি একটি ভেষজ উদ্ভিদও বটে। এর বাহারী রঙ দর্শককে আকৃষ্ট করে। পেটুনিয়া ফুলের মত এই ফুলও অনেক প্রজাতির হয়ে থাকে। আর বাগানে আমরা যে সব ফুল দেখি বেশির ভাগই হাইব্রিড। ডালিয়া নিয়ে অনেক কথা জানলেও হয়ত অনেকে এটা জানিনা যে আমাদের সুপরিচিত এই ডালিয়াকে মেক্সিকোর জাতীয় ফুল হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল।
ফুলের রাণী গোলাপ আর ঋতুর রাজা বসন্ত। তাই বসন্তে রাণীকে না নিয়ে লিখলে হয়না। আমাদের এই রাণী খুব বিখ্যাত তার রূপ, রঙ আর গন্ধের জন্য। গোলাপের পাপড়িগুলো খুব বিন্যস্ত থাকে। ফুলের কলি থেকে পুরো ফুটে যাওয়ার পর একদম ঝরে পড়া পর্যন্ত এর পাপড়ির বিন্যাস পরিবর্তিত হয়। আর এই ফুল বিভিন্ন রঙের হয়, সাদা, হলুদ, গোলাপী, লাল, কালো ইত্যাদি। এছাড়াও আমি যে ফুল শেয়ার করেছি এই ফুলটি মিশ্র রঙের।
গাঁদা আমাদের সবার পরিচিত একটি ফুল। কারণ এটা সব জায়গাতে এবং প্রায় কোন রকম পরিচর্যা ছাড়াই বেড়ে উঠতে পারে। এই ফুলের গন্ধ অতি মুগ্ধকর এবং মন মাতানো। সাধারণত ঘর সাজাতে এবং বিশেষ করে বসন্ত-বন্দনা এই ফুল ছাড়া হয়না বললেই চলে।
আমাদের অতি সুপরিচিত একটি ফুল। সাধারণত বাগান বা বাড়ির দেওয়াল সাজাতে এই ফুল ব্যবহার করা হয়। আসলে এই ফুল দেখতে অনেকটা রঙিন পাতার মতই। তাই মাঝে মাঝে এই ফুলকে পাতার ফুল বা কাগজের ফুলও বলা হয়।
নিখাদ বসন্তের ফুল হিসেবে যদি একটা নাম করতে হয় তাহলে আমি গোল্ডেন শাওয়ার ফুলের নাম বলব। বসন্তে এর জন্ম আর বসন্ত শেষেই এর মৃত্যু। সাধারণত এর গাছটা লতানো থাকে। অনেকটা বাগানবিলাসের মত বাড়ির দেওয়ালে তুলে দিলে দেখতে খুব সুন্দর লাগে। তবে বাগানবিলাসের মত এই ফুলে কোন কাঁটা নেই, আর বসন্ত-বন্দনাতে আমার জন্য গোল্ডেন শাওয়ার অপরিহার্য।
আশা করি আমার আজকের পোস্ট আপনাদের ভাল লেগেছে। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।
ডিভাইসঃ রিয়েল মি ৮ ৫জি
লোকেশনঃ https://w3w.co/guesswork.intrigued.escorting
ওয়াও আপু অসম্ভব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখার মত ছিল। খুবই ভালো লেগেছে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আপু আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন আপনার ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে। সাথে খুব সুন্দর বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বসন্তের ফুলের অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে মন ভরে গেল।আপনি খুবই দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন এবং সুন্দর সুন্দর ফুল আমাদের মাঝে শেয়ার করলেন। সত্যিই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য রইল শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বসন্তের ফুলের ফটোগ্রাফি উপলক্ষে আপনি খুবই সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা কসমস ফুল এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি টা এতটাই সুন্দর হয়েছে যা দেখে আমি মুগ্ধ হয়েছি। মোবাইল দিয়েও যে এত সুন্দর ফটোগ্রাফি করা যায় তা আপনার এই পোস্টটি দেখার মাধ্যমে বুঝতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ ছিল আপু আপনার ফুলের ফটোগ্রাফি। প্রতিটি ফুলের কালার অনেক সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ফুলের বনলা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই অসাধারণ ছিল আপু আপনার ফটোগ্রাফি গুলো। খুব সাধারন কিন্তু অনন্য,প্রত্যেকটি ফটোগ্রাফি কলারফুল মনে হচ্ছে এডিট করা। যাইহোক শুভেচ্ছা রইলো আপু আপনার জন্য।আর এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আনসার ফুটন্ত বসন্তের ফুটন্ত ফুলের ঝুড়ি দেখতে পেলাম আপনার ফটোগ্রাফি পোষ্টের মাধ্যমে সত্যিই আপনার ফটোগ্রাফি গুলা দেখার মত ছিল দারুণ উপস্থাপনা করেছেন ফটোগ্রাফি গুলো সম্পর্কে শুভেচ্ছা রইল আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit