আসসালামু আলাইকুম। সবাইকে বৃষ্টিস্নাত সন্ধ্যার শুভেচ্ছা। যদিও একাকী ঝিরঝিরি বৃষ্টি অনেক সময়ই বিষণ্ণতা বয়ে আনে তবুও আশা করি সবাই ভাল আছেন।
মূল অংশে যাবার আগে নিজের ছোটখাটো একটা পরিচয় দিয়ে নেই। আমি ফাউজিয়া তামান্না, একজন বাংলাদেশী। গ্রামের বাড়ি পাবনা। বর্তমানে অনার্স পড়ছি এবং আরো কিছু উচ্চতর পড়াশুনার চেষ্টা চালাচ্ছি। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে গত লক ডাউন থেকে গ্রাফিক্স ডিজাইনের উপর কিছু দক্ষতা অর্জনে কাজ করছি। সেখান থেকে পাওয়া কিছু দক্ষতা দিয়ে এখন শখের বসে আঁকিবুঁকিও করি। আর তারই প্রতিফলন দেখাতে আজ বইয়ের কভার ডিজাইন করেছি।
একজন গ্রাফিক্স ডিজাইনার এই কাজের জন্য অবশ্যই ল্যাপটপ এবং সাথে ভারী কিছু সফটওয়্যার ব্যবহার করবেন। কিন্তু আমি যেহেতু এটাকে #diy হিসেবে ট্রিট করছি তাই বেশির ভাগ কাজই ফোনে করার চেষ্টা করেছি।
আমি খুব গল্প- উপন্যাস পাগল একজন বালিকা। অনেক বই পড়ি। এখন হেনরি রাইডার হ্যাগারড স্যারের একটা বই পড়ছি। নেক্সট যে বইটা পড়ব সেটা হুমায়ূন আহমেদ স্যারের মেঘের উপর বাড়ি।
নামটা দেখেই মনের মধ্যে একটা ছবি ভেসে উঠল। সাদা মেঘের ভেলায় একটা বাড়ি আকাশের সীমানা ছাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। কুঁড়েতে বাস করলেও সেখানকার জীবনটা খুব রঙিন। এরপর সেই কল্পনাকে বাস্তব রূপ দিতেই বইয়ের একটা কভার বানিয়ে ফেললাম।
মকাপ লিংকঃ mock up
আর্টটি আঁকতে আমি ibis paint x এপটি ব্যবহার করেছি। এছাড়াও টেক্সট লিখতে ও মকাপ করতে আমি ভিন্ন ভিন্ন সফটওয়্যার ব্যবহার করেছি যা আমি পোস্টের নিচের অংশে উল্লেখ করব।
বইয়ের কভার ডিজাইনের ধাপসমূহ
ধাপ ১
বইয়ের কভার ডিজাইনের জন্য আমাদের প্রথমেই জানতে হবে একটা বই কি কি সাইজের হতে পারে। আমি গুগল করে দেখেছি স্ট্যান্ডার্ড সাইজগুলোর মধ্যে ৫.৫ * ৮.৫ ইঞ্চি এবং ৬ * ৯ ইঞ্চি আছে। তাই আমি ibis paint x ওপেন করে ৬ * ৯ ইঞ্চির একটি আর্টবোর্ড নিয়েছি।
ধাপ ২
নীল রঙ নিয়ে ব্রাশের অপাসিটি কমিয়ে আকাশ এঁকেছি। জায়গায় জায়গায় সাদা রেখেছি সাদা মেঘ বোঝাতে।
ধাপ ৩
মেঘ যথেষ্ট লাগেনি। তাই একটা ক্লাউড ব্রাশ নিয়ে জায়গায় জায়গায় আরো কিছু মেঘ এঁকেছি।
ধাপ ৪
এই ধাপে একটা মেঘপুঞ্জ এঁকেছি। এই মেঘের উপরই আমি বাড়ি করব।
ধাপ ৫
বাড়ির একটি কাঠামো এঁকেছি। বাড়িটা কোন বড় বাড়ি নাকি ছোটখাটো একটা কুঁড়ে হবে সেটা নিয়ে একটু ভেবেছি। শেষে মনে হল কুঁড়েতেই শান্তি খোঁজা যাক।
ধাপ ৬
বাড়িতে রঙ দিলাম এবং মেঘের উপর ভাল ভাবে বসালাম। উজ্জ্বল কালার দিতে চেয়েছিলাম। কিন্তু কুঁড়েটা তাহলে খুব বেশি চোখে পড়ে সেটা চাইনি। তাই একটু মলিন রঙ দিয়েছি।
ধাপ ৭
ধাপ ৬ এ বাড়ি আর মেঘের সংযোগস্থলে ধারগুলো খুব বেশি চোখে পড়ছিল। এই ধাপে সেগুলোকে মিলিয়ে দিয়েছি, সাথে আরো কিছু উড়ন্ত মেঘও দিয়েছি চারপাশে।
ধাপ ৮
রঙিন জীবন বোঝাতে একটা রঙিন ঘুড়ি এঁকেছি। এটাই আমি আর্টটিতে বেশি চোখে পড়াতে চেয়েছি যাতে কুঁড়ে দেখে নয় মেঘের ওপর বাড়ি এবং তারও ওপরে উড়তে থাকা ঘুড়ি দেখে জীবন সম্পর্কে ধারণা নেই।
ধাপ ৯
বইয়ের নাম ও লেখকের নাম যুক্ত করেছি এই ধাপে। ibis paint x থেকে করা আর্ট png ফরম্যাটে নিয়ে লিখন - ছবিতে বাংলা নামের একটা এপে টেক্সটগুলো এড করেছি।
ধাপ ১০
লিখন - ছবিতে বাংলা এপ থেকে লেখাযুক্ত ছবি সেইভ করে সেটা ল্যাপটপে এডোবি ফটোশপে ওপেন করেছি। এরপর এই লিংক থেকে মকাপ ডাউনলোড করে আর্টটি মকাপ করে নিয়েছি।
এভাবে আমি খুব সহজেই একটা বইয়ের কভার ডিজাইন করে ফেললাম।
ক্যাটাগরি | সফটওয়্যার |
---|---|
আর্ট | ibis paint x |
ফন্ট এড | লিখন - ছবিতে বাংলা |
মকাপ | এডোবি ফটোশপ |
আশা করি সবার ভালো লেগেছে।
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া। আশা করছি ভবিষ্যতে আরো ভালো কিছু উপহার দিতে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও এই দু'বছর আগে গ্রাফিক্স ডিজাইনের কাজ করেছিলাম। সত্যিই অনেক দক্ষতার সাথে এই কাজগুলো করতে হয়।আর আপনিও যে গ্রাফিক ডিজাইনে অনেকটাই দক্ষ সেটা আপনার কাজ দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর ভাবে আপনি কাজটি করেছেন। খুব ভালো লাগলো আমার।এই ভাবেই আপনি এগিয়ে যান।অনেক শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুভ কামনা আর উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু। আমিও আপনার কিছু পোস্ট দেখেছি। সব আর্টই অনেক সুন্দর করে এঁকেছেন। আপু কি এখনো গ্রাফিক্সের কাজ করছেন?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে বইয়ের কভার তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া। আপনার ভাল লেগেছে বলে খুব খুশি আর অনুপ্রাণিত হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি সুন্দর একটা কভার পেজ তৈরি করেছেন।নরমাল কিছু টুল আর মকাপ ব্যাবহার করেছেন।দেখে খুব ভাল লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাইয়া। টুলগুলো ব্যবহারে একটু অভিজ্ঞতা থাকলে সহজেই করা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit