DIY-এসো নিজে করি || রঙিন কাগজ দিয়ে তৈরী অরিগামি কচ্ছপ।|| 🦊(10%Beneficiary To @shy-fox)🦊

in hive-129948 •  last year 

আজ - বুধবার ।
২৫ শ্রাবণ ১৪৩০ বাংলা।

আসসালামু-আলাইকুম/ আদাব।

হ্যালো বন্ধুরা,কেমন আছেন, আমার বাংলা ব্লগ পরিবারের সাথে যুক্ত সকল বন্ধুরা? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে তৈরী অরিগামি কচ্ছপ তৈরি একটি পোস্ট নিয়ে চলে এলাম। steemit- এ আমার বাংলা ব্লক কমিউনিটিতে অনেক সুন্দর সুন্দর DIY- পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি ব্লগারেরা আমাদের উপহার দিয়ে থাকেন তাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে আমাদের মাঝে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেন।তাদের দেখাদেখি আমিও বেশ কিছু ডাই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করেছি এবং আজকে একটি কচ্ছপ তৈরি পোস্ট নিয়ে এসেছি।নিচে ধাপে ধাপে সবগুলো দেখানো হলো।

20230808_235308.jpg

কচ্ছপ তৈরির প্রয়োজনীয় উপকরণঃ-

★ রঙিন কাগজ।
★ আঠা।
★ কাগজ কাটার।
★ মার্কার পেন।
★ কাগজের রং লাল,সবুজ ও হলুদ।

🐢🐢প্রথম ধাপ🐢🐢

প্রথমে একটি হলুদ পেপার,কাগজ কাটার,একটি পেন ও আঠা নিয়ে নিয়েছি।তারপরে কম্পাসের সাহায্যে হলুদ পেপারটি বৃত্ত অঙ্কন করেছি।পরবর্তীতে কাটারের সাহায্যে মাঝখান থেকে ত্রিভুজ আকারে কাগজ কেটে নিয়েছি।এরপরে সবুজ রঙের কাগজ দিয়ে পায়ের আকৃতি মত করে চারটে কাগজ কেটে নিয়েছি। সকল ফটোগ্রাফি গুলো ধাপে ধাপে দেখানো হলো।

20230807_205640.jpg

20230807_210007.jpg

20230807_210331.jpg

20230807_211408.jpg

🐢🐢 দ্বিতীয় ধাপ🐢🐢

এখন কেটে নেয়া কাগজের টুকরো গুলো আঠা এর সাহায্যে জুড়ে দেবো।প্রথমে বৃত্তের মত কেটে নেয়া কাগজের টুকরোটি জুরে নিয়েছি।এরপরে ইউ এর মত দেখতে কাগজটি আঠা দিয়ে কচ্ছপের মাথার আকৃতি তৈরি করেছি।এরপরে পায়ের আকৃতি কাগজ গুলো আঠার সাহায্যে বৃত্তাকার কাগজটির সঙ্গে জুড়ে দিয়েছি।এখন মাথা পা ও লেজ জুড়ে দেয়া শেষ।

20230807_211640.jpg

20230807_211745.jpg

20230807_212846.jpg

20230807_213350.jpg

🐢🐢তৃতীয় ধাপ🐢🐢

কচ্ছপের পিঠের উপরে ডিজাইন তৈরি করার জন্য লাল ও সবুজ রঙের কাগজ ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি।এরপরে আঠা এর সাহায্যে সুন্দর করে কাগজের টুকরো গুলো কচ্ছপের পিঠের উপরে এলোমেলোভাবে বসিয়ে দিয়েছি।তারপরে মার্কার পেনের সাহায্যে দুটি চোখ অঙ্কন করেছি।

20230807_214355.jpg

20230807_215435.jpg

20230807_215538.jpg

শেষ ধাপ

ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন কচ্ছপটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে।এ ধরনের ডাই পোস্ট গুলো তৈরি করতে খুব একটা পরিশ্রম ও সময় ব্যয় হয় না। শেষ ধাপে নিজের সঙ্গে একটি সেলফি উঠেছি। কচ্ছপের ডাই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন।

20230807_215705.jpg

20230807_215735.jpg

আমার পরিচয়

20220520_174223.jpg

আমি মোঃ তৌফিকুল ইসলাম আমার ইউজার নাম( @kosto ) আমি বাংলাদেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ভেরিফাই ইউজার।আমার মাতৃভাষা বাংলা। আর বাংলাই ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।বিশেষ করে @rme দাদাকে অনেক অনেক ধন্যবাদ বাংলায় ব্লগিং করার সুযোগ করে দেওয়ার জন্য।ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

🌹সকলকে ধন্যবাদ🌹


সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ 🇧🇩।
পোস্টরঙ্গিন কাগজের কচ্ছপ তৈরি ।
তৈরি@kosto
ক্যামেরাস্যামস্যাং এম ২১।
ক্যামেরাম্যানমোঃ তৌফিক ইসলাম(@kosto)।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

রঙিন কাগজ দিয়ে আপনি অসাধারণ একটি কচ্ছপ তৈরি করেছেন। দেখতে একদম অরজিনাল মনে হচ্ছে। কয়েকটি রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন এজন্য আরও বেশি ফুটে উঠেছে। সব মিলিয়ে অসাধারণ ছিল এভাবে এগিয়ে যান।

ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।

আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটা কচ্ছপের অরিগ্যামি তৈরি করেছেন। কাগজগুলো গোল গোল করে কেটে উপরের অংশে জোড়া লাগিয়ে দেওয়ার কারণে এটি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আসলে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এভাবে কাজ করলে খুব ভালো লাগে দেখতে। উপস্থাপনার মাধ্যমে কচ্ছপ তৈরি করার পদ্ধতি এতো সুন্দর করে ভাগ করে নিয়েছেন দেখে যে কেউ খুব সহজে এটা দেখে তৈরি করে নিতে পারবে।

গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

রঙিন কাগজ দিয়ে কাজ করতে ভীষণ ভালো লাগে। তবে দেখতে আরো বেশি ভালো লাগে। কচ্ছপটি দেখতে কিউট লাগতেছে। রঙিন কাগজ দিয়ে তৈরি জিনিস গুলো চমৎকার ফুটে উঠে। ভালো লাগলো আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

ধন্যবাদ আপনাকে ভাই।

রঙিন কাগজ দিয়ে অনেকে অনেক কিছু বানাচ্ছে। খুব চমৎকার চমৎকার জিনিসপত্র রঙিন কাগজ দিয়ে বানিয়ে আমাদের মাঝে তুলে ধরা হয় এবং দেখতে ভালো লাগে। আপনার কচ্ছপটি ও ভালো ছিল ধন্যবাদ আপনাকে।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া পোস্টটি ভিজিট করার জন্য।

রবিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করল আমার কাছে তা দেখতে অসম্ভব ভালো লাগে। আর আপনি খুব সুন্দর করে কচ্ছপের অরিগ্যামি তৈরি করলেন। কচ্ছপটাকে তো দেখতে অনেক বেশি কিউট লাগছে। আসলে আমি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করতে অনেক পছন্দ করি আর দেখতেও ভালো লাগে। আসলে কচ্ছপটিকে দেখতে কিন্তু সত্যি অনেক বেশি কিউট লাগছে এটা বলতে হয়।

মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি ভিজিট করে মতামত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।কিছু মনে করবেন না আপু আপনার বানানে কিছু ভুল রয়েছে সংশোধন করে নিয়েন। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজ দিয়ে কচ্ছপের অরিগামি দেখে মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিসগুলো আমার কাছে এমনিতেই খুবই ভালো লাগে। যদি ও এগুলো তৈরি করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আপনি অনেক সময় ও ধৈর্য
নিয়ে খুব সুন্দর ভাবে কাজটি সম্পন্ন করেছেন। কালার কম্বিনেশন বেশ ভালই। এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমার তৈরি কচ্ছপ ডাই পোষ্ট আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। পোস্টটি ভিজিট করে মূল্যবান মতামত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু ।

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর কচ্ছপ তৈরি করেছেন। এই কচ্ছপ তৈরি করার উপস্থাপন দেখে আমিও শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করবেন ইনশাআল্লাহ।

অবশ্যই ভাই সম্ভব হলে পরবর্তীতে সুযোগমতো তৈরি করে নিবেন।ধন্যবাদ আপনাকে আমার পোস্ট ভিজিট করে মতামত শেয়ার করার জন্য।

রঙিন কাগজ দিয়ে তৈরি করা কচ্ছপ দেখতে অনেক সুন্দর লাগছে ভাইয়া। আপনি অনেক সুন্দর করে কাগজের কচ্ছপ তৈরি করেছেন ভাইয়া। আপনার দক্ষতা এবং আপনার হাতের কাজ দুটোই অনেক ভালো লেগেছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে এই পোস্ট শেয়ার করার জন্য।

গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।