আজ শুক্রবার।
২৫ আগস্ট ২০২৩ ইংরেজি।
১০ ভাদ্র ১৪৩০ বাংলা।
৮ সফর ১৪৪৫ হিজরি।
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল এবং সুস্থ আছেন।আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন বাংলাদেশী ইউজার। আমার স্টিম আইডি (kosto) বাংলায় বলতে, লিখতে ও প্রকাশ করতে অনেক ভালোবাসি। আজকে আমি আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হলাম।নাটকের নাম -রবিন ভাই।নাটকটি কিছুদিন আগে রিলিজ হয়েছে তবে আমার কাছে খুবই ভালো লেগেছে দেখতে।আশা করছি আপনাদের ভাল লাগবে।আমি অনেক আগে থেকেই হিন্দি তামিল মুভি ও বাংলা দেশি নাটক দেখি এবং সাপ্তাহিক আলিফ লাইলা,কটুন দেখতাম।কিন্তু এখন চাকরি জীবনে এসে তেমন একটা সময় হয়ে উঠেনা আগের মত নাটক ও মুভিগুলো দেখার।অনেক দিন পর নাটক দেখলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই নাটকটি শেয়ার করি।
ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট |
নাটক এর গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের নাম | রবিন ভাই। |
চেনেল | Channel i Prime। |
পরিচালক | মুরসালিন শুভ। |
অভিনয় | জিয়াউল ফারুক অপূর্ব, সাফা কবির, মিলি বাশার, রিয়াদ, ওয়াহিদা মল্লিক জলিসহ অনেকে। |
রচনা | মুরসালিন শুভ। |
প্রযোজনা | ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। |
সম্পাদনা | তানভীর তাহসান। |
সময় | ৫০.৫০ মিনিট। |
নাটকের মূল কাহিনী
নাটকের শুরুতে দেখতে পায় অপূর্ব নামাজ পড়েছিল। এ অবস্থায় তাদের জ্ঞানের যে ছেলেগুলো ছিল তাড়াশে একটি খবর দেয়।অপূর্বার বিজনেস এর উপর নতুন একটি গ্যাংয়ের নজর পড়েছে।সেই সাথে অপূর্বের পার্টনারের সঙ্গে শেয়ার ভাগাভাগি জন্য হুমকিও দিচ্ছে সে সময় অপূর্ব ওখানে উপস্থিত হয়ে যায়। তো তাদের মাঝে অনেকক্ষণ বেশ কিছু কথা কাটাকাটি হয়। |
ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট |
পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পাই সবকিছু সমাধানের জন্য অপূর্ব কাউন্সিলর এর কাছে আসে। কাউন্সিলর এর কাছে এসে বুঝতে পারে তার ক্ষতি করার চেষ্টা করছে আপন চাচাতো ছোট ভাইকে দিয়ে অপূর্ব কে ক্ষতি করার চেষ্টা করছে কাউন্সিলর।আপন চাচাতো ছোট ভাই হওয়ার কারণে অপূর্ব তাকে কিছু বলতে পারেনা।তাই তাকে একটি বিলের পারে নিয়ে আসে এবং বিলটি তাকে দিয়ে দেয় মাছ চাষ করার জন্য।অপূর্ব তাকে বলেন এখান থেকে মাছ চাষ করে এস্টাবলিশ হও। |
ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট |
এরপর আমরা দেখতে পাই নায়িকা অপূর্বর জন্য মাংস রান্না করে নিয়ে আসে এবং অনুষ্ঠানে যাওয়ার জন্য অপূর্বর মায়ের কাছ থেকে একটি নীল রঙের শাড়ি চাই।শাড়ির রং চয়েস নিয়ে অপূর্ব ও নায়িকার মধ্যে বেশ কিছু কথা হয়। রাতে যখন অপূর্ব সিগারেট খাচ্ছিল হঠাৎ করে তখন নায়িকার আগমন ঘটে। তখন তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং অপূর্বকে কিপটা বলে এক কাপ কফি খেতে চাই।অপূর্ব মুখ থেকে কলা কৌশল এর মাধ্যমে কফি খাওয়ার দাওয়াত গ্রহণ করে। |
ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট |
পরবর্তীতে আমরা দেখতে পাই অপূর্ব কোনো এক ভাবে অ্যাক্সিডেন্ট করে।এক্সিডেন্ট করার ফলে তার দুটি কানে সমস্যা দেখা দেয় কিছু শুনতে পায় না।অপূর্ব কানে শুনতে পায় না সে কারণে নিজের দলের কিছু বেইমান ও প্রতারকেরা তাকে নিয়ে অনেক ঠাট্টা মশকারি করে।এমনকি বিপরীত পক্ষের তার আপন চাচাতো ছোট ভাই অপূর্বর গার্লফ্রেন্ডকে বাজে কথা বলে এবং অপূর্বর মাকে বাড়ি থেকে বের করে দেয়ার হুমকি পর্যন্ত দেয়। সবাই মিলে পরিকল্পিতভাবে অপূর্বকে মেরে ফেলার প্লান তৈরি করে।কিন্তু তারা এটা জানতো না অপূর্ব সবই শুনতে পায় শুধু চুপ করে থাকে অভিনয় করে।অপূর্বর দলের একটি ছেলে নামতার সুমন সে অপূর্ব কে বলে কিছুদিন বয়রার অভিনয় করতে তাহলে আসলে কি আপনাকে ভালোবাসে বুঝতে পারবেন এবং কারা আপনার বিশ্বস্ত।এজন্যই অপূর্ব কিছুদিন বয়রার অভিনয় করে।অবশেষে তার শত্রু আপন চাচাতো ছোট ভাইকে হত্যা করে নাটকের সমাপ্তি ঘটায়। |
ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট |
প্রথমে বলব নাটকটি খুবই ভালো এবং শিক্ষনীয় একটি নাটক।বাংলা সামাজিক একটি নাটক কোন অশ্লীলতার ছায়া নেই।এই নাটকে থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে যেমন আমাদের চারিপাশে আমাদের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সকলে রয়েছে।যদি আমরা আমাদের বিশ্বস্ত আপনজনদেরকে বাছাই করতে চাই তাহলে আমাদেরকে কোন না কোন ভাবে পরীক্ষা করতে হবে ঠিক অপূর্বর মতোই।কোথায় আছে ঘরের শত্রু বিভীষণ।নাটকটির মধ্যে আমরা এটি পেয়েছি আমার চাচাতো ভাই নিজের সূত্র বাইরের কেমন নয়।যারা আপনজন ভালোবাসবে বিশ্বাস করবে তারা কখনোই ছেড়ে যাবে না। বিপদের সময়ও পাশে থাকবে অটুট। নাটকটি আমার কাছে খুব ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে।এখানে আমার নাটকের রিভিউ শেষ করছি।ভালো আছি ভালো থাকবেন নাটক রিভিউ কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে শুভকামনা রইল আগামী দিনগুলোর জন্য।
লিংক
৯/১০
লোকেসন | কুমিল্লা,বাংলাদেশ। |
ডিভাইজ | স্যামসাং এম ২১। |
পোষ্ট | নাটক রিভিউ |
রিভিউ | @kosto |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার একটি নাটকের রিভিউ করেছেন তো ভাই। আসলেই নাটকটি এর আগে দেখা হয়নি। তবে আপনার রিভিউ পড়ে খুব ভালো লাগলো।খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেউ অনেক অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি নাটক রিভিউ করেছেন আপনি। এই নাটকটি আমি আগে কখনো দেখিনি। এই নাটকের নায়ক হলো অপূর্ব এবং নায়িকা হলো সাফা কবির। এই দুজনই আমার অত্যন্ত পছন্দের। আপনার এই রিভিউ এর মধ্যে নাটকের সকল বিষয়বস্তু খুবই ভালোভাবে প্রকাশিত হয়েছে। আপনার দেওয়া এই লিংক থেকে আমি নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে মন্তব্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট করেছেন। আসলে আমি নাটক দেখতে যেমন পছন্দ করি, আমার কাছে নাটকের রিভিউ পোস্ট পড়তেও খুব ভালো লাগে। অপূর্বের নাটকগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অপূর্বের অভিনয় অনেক সুন্দর হয় সব সময়। আসলে অপূর্বের নাটক গুলো এমনিতে বেশিরভাগ সময় দেখা হয় তবে এটি দেখা হয়নি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশার করছি আপনার ভালো লাগবে।মূল্যবান মতামত দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি আজকে আমাদের মাঝে চমৎকারভাবে রনি ভাই নামের দারুন নাটক রিভিউ করে শেয়ার করেছেন। আসলে নাটকটি এর আগে আমার কখনো দেখা হয়নি। আপনার পোষ্টের মাধ্যমে নাটকটির নাম জানতে পেলাম। চেষ্টা করব কয়েকদিনের মধ্যেই নাটকটি দেখার জন্য। নাটকটি কবে মুক্তি পেয়েছে সেই বিষয়ে আপনি উল্লেখ করেননি ভাই যদি উল্লেখ করতেন তাহলে বেশ ভালো হতো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া মূল্যবান মতামত শেয়ার করার জন্য পরবর্তী পোস্ট থেকে মুক্তি পাওয়া বিসয়ে আলোচনা করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে যারা একে অপরের প্রতি অনেক বেশি বিশ্বাস রাখে এবং কি ভালোবাসে তারা সবসময় বিপদে-আপদে পাশে থাকে এটা সত্যি কথা। এই ধরনের নাটক গুলোর মধ্যে বেশ শিক্ষনীয় বিষয় রয়েছে, যার থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। এই নাটকটার থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার রয়েছে। আর আমি তো সময় পেলে নাটকটা দেখার চেষ্টা করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি কথা বলতে কি বর্তমান বাংলাদেশের সিনেমা গুলো চেয়েও নাটকগুলো বেশ জনপ্রিয় এবং ভালো লাগার মত। তাই আমি প্রায় সুযোগ পেলেই বাংলাদেশের এই অসাধারণ নাটক গুলো দেখে থাকি। আজকে আপনি আমাদের মাঝে বেশ সুন্দর একটি নাটক রিভিউ করে দেখিয়েছেন তাই অনেক অনেক ভালো লেগেছে। আশা করি এভাবে আপনি আমাদের মাঝে প্রায় মাঝেমধ্যেই নাটক রিভিউ করে দেখানোর চেষ্টা করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটি খুব চমৎকার।খুব সুন্দর ভাবে রিভিউ করেছেন। কিন্তু সময় সল্পতার কারণে নাটক দেখতে পারি না তাই খুব খারাপ লাগে এ বিষয়টি। যাইহোক ভাইয়া আপনার রিভিউটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।এভাবে এগিয়ে যান এই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit