DIY-এসো নিজে করি || রঙিন কাগজ দিয়ে তৈরী অরিগামি ইঁদুর ||(10% Beneficiary To @shy-fox and 5% abb-school)

in hive-129948 •  2 years ago 

★ ৫-জ্যৈষ্ঠ।
★ ১৪৩০ বাংলা।
★ শুক্রবার।

আসসালামু-আলাইকুম/ আদাব।
হ্যালো বন্ধুরা কেমন আছেন, আমার বাংলা ব্লগ পরিবারের সকল মেম্বার ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে তৈরী অরিগামি ইঁদুর তৈরি। একটি ব্লগ নিয়ে চলে এলাম steemit- এ আমার বাংলা ব্লক কমিউনিটিতে অনেক সুন্দর সুন্দর DIY- পোস্ট ব্লগাররা আমাদের উপহার দিয়ে থাকেন তাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে আমাদের মাঝে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেন।

20230425_195744.jpg

দেখতে দেখতে গত কাল আমাদের কমিউনিটির ১০০ তম হ্যাংআউট পার হয়ে গিয়েছে।আমার বাংলা ব্লগে অনেক মেম্বার হয়তো আমাদের সঙ্গে ১০০০ তম হাংআউট পার করবেন।আরো নতুন নতুন মেম্বার আমাদের মাঝে জয়েন হবেন এবং নতুন নতুন ব্লগ নিয়ে আসবেন।মার্কেট ডাউন এর কারনে আমাদের অনেক মেম্বার হয়তো হারিয়ে গিয়েছে।সর্বশেষে আমাদের সঙ্গে বা এই পরিবারের সঙ্গে যারা সম্পর্ক রাখবে দাদা তাদের কে অনেক সুযোগ-সুবিধা দিয়ে থাকবেন আশা করছি।
বাংলা ভাষায় ব্লগিং করার মতো এমন সুযোগ হয়তো আর কোথাও নেই। @rme দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাইআমাদের এই কমিউনিটির মাধ্যমে নিজেদের ক্রিয়েটিভিটি শেয়ার করার সুযোগ করে দেয়ার জন্য।মার্কেট ডাউন এর কারনে দাদা ব্যক্তিগতভাবে আমাদের অনেক সাপোর্ট দিচ্ছেন।আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন ও মডারেটর সকলেই অনেক অক্লান্তি পরিশ্রম করছেন আমাদের জন্য।আশা করছি আমাদের সকলের সামনের দিনগুলো যেন ভাল কাটে সেই কামনাই করি।এখন আপনাদের মাঝে শেয়ার করবো রঙিন কাগজ দিয়ে ইঁদুর তৈরি।

প্রয়োজনীয় উপকরণঃ-

★ রঙিন কাগজ।
★আঠা।
★ কাগজ কাটার।
★মার্কার পেন।

🐀ধাপ-১🐀

প্রথমে হলুদ রংয়ের দুই টুকরা কাগজ,একটি পেন ও একটি কাগজ কাটার নিয়েছি।তার পর মাঝ খান ভাজ দিয়ে পাতার মতো করে কেটে নিয়েছি এবং একটি লাভের আকৃতি কাগজ কেটে নিয়েছি।

20230425_192702.jpg

20230425_193448.jpg

🐀ধাপ-২🐀

ইঁদুরের চোখ তৈরীর জন্য ছোট্ট আকারের দুটি সাদা কাগজ গোল করে কেটে নিয়েছে।কাগজ দুটি মার্কার পেন দিয়ে কাল করে দিয়েছি।কানের অংশটা ভালভাবে বোঝার জন্য দুই টুকরা লাল রঙের কাগজ কেটেছি।

20230425_193857.jpg

20230425_194249.jpg

20230425_194608.jpg

🐀ধাপ-৩🐀

মুখের অংশে একটি লাল কাগজ বসিয়ে দিয়েছি আঠার সাহায্যে।এখন অন্য একটি কেটে রাখা কাগজের উপরে মুখের অংশ বশিয়ে দিব।

20230425_195051.jpg

20230425_195151.jpg

🐀ধাপ-৪🐀

পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন ইঁদুর তৈরি প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে। এখন লেজ লাগানোর পালা।লেজ লাগানোর পর একটি ফটো শেয়ার করছি।এখন ইঁদুর পোস্ট করার জন্য প্রস্তুত। যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

20230425_195623.jpg

20230425_195744.jpg

🌹আমার পরিচয়🌹

20220520_174223.jpg

আমি মোঃ তৌফিকুল ইসলাম আমার ইউজার নাম( @kosto ) আমি বাংলাদেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ইউজার।আমার মাতৃভাষা বাংলা। আর বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।বিশেষ করে দাদাকে অনেক অনেক ধন্যবাদ বাংলায় ব্লগিং করার সুযোগ করে দেওয়ার জন্য।ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

🌹সকলকে ধন্যবাদ🌹


সমস্ত ছবিরতথ্য
লোকেশনকুমিল্লা,বাংলাদেশ 🇧🇩।
ক্যামেরাস্যামস্যাং এম ২১।
DIYইঁদুর 🐀🐀🐀🐀।
Diy- তৈরিমোঃ তৌফিক ইসলাম(@kosto)।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

রঙ্গিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি ঈদুর বানিয়েছেন। তবে কাল অথবা এশ রং এর কাগজ দিয়ে বানালে সত্যিকারের ঈদুরই মনে হতো। ধাপগুলোর উপস্থাপনা বেশ ভাল ছিল।

ধন্যবাদ আপু।

সুন্দর একটি অরিগামি শেয়ার করেছেন ভাইয়া। রঙিন কাগজে বিভিন্ন জিনিস আমার কাছে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

সুন্দর ভাবে মন্তব্য মাধ্যমে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপু।

রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি ইঁদুরের অরিগামি তৈরি করেছেন ভাইয়া। সবুজ এবং লাল রং দেওয়ার কারনে দেখতে আরো সুন্দর লাগছে ‌‌। আপনি অনেক দক্ষতার সহকারে ইঁদুরটি তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভেচ্ছা রইল।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

১০০তম হ্যাংআউটে আমরা সত্যি অনেক সুন্দর সময় কাটিয়েছি। এই সময়গুলো সারা জীবন মনে থাকবে। যাই হোক ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে ইঁদুর তৈরি করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। দেখতে খুবই সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঠিকই বলেছেন আপু এই ১০০ তম হ্যাংআউট আমাদের সারাজীবন মনে থাকবে।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতেই খুবই চমৎকার লাগে। আপনি রঙিন কাগজ ব্যবহার করে ইদুরে অরিগামি তৈরি করেছেন। দেখতে খুবই দারুণ লাগছে। বাস্তবে যেমন ইঁদুর ঠিক তেমনি লাগছে। আপনি অনেক দক্ষ তার সাথেই তৈরি করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।

গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ ভাইয়া।

আপনি খুব সুন্দর কাগজের তৈরি ইঁদুরের অরিগামি তৈরি করেছেন। ইঁদুর টিকে দেখতে খুবই কিউট লাগছে। আমিও এরকম কাগজ দিয়ে ইঁদুর তৈরি করেছিলাম। কিন্তু আপনার টা বেশি সুন্দর হয়েছে। কাগজের কালার কম্বিনেশন বেশ ভালো ছিল‌। এত সুন্দর একটি ডাই আমাদের কে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

ঠিক বলছেন আমার বাংলা ব্লগ কমিউনিটি এমন একটি ব্লগ কমিউনিটি যেখানে নিজেদের ক্রিয়েটিভিটি গুলো খুব সুন্দরভাবে প্রকাশ করার সুযোগ হয়। সবাই এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি শেয়ার করে দেখে অনেক বেশি অনুপ্রেরণা জাগে। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ইঁদুরের অরিগ্যামি তৈরি করেছেন দেখতে অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে অরগ্যামি পোস্ট শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপু সাজিয়ে-গুছিয়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর করে ইঁদুরের অরিগামী করেছেন। আসলে কমিউনিটিতে নিজের দক্ষতা প্রকাশ করতে মাঝে মাঝে একটু ভিন্ন রকমের পোস্ট করা দরকার। এতে করে পোস্টের ভিন্নতা বৃদ্ধির সাথে সাথে নিজের ক্রেয়েটিভিটিও বৃদ্ধি পায়। আপনার ইঁদুরের অরিগামী কিন্তু অনেক সুন্দর হয়েছে। শুভ কামনা রইল আপনার প্রতি।

রঙিন কাগজের তৈরি যেকোনো জিনিস দেখতে ভালো লাগে।আপনার তৈরি ইঁদুরের ডাই এর কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ ছিল, যার জন্য বেশি কিউট লেগেছে।আপনি ডাই তৈরির ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,এটা দেখে অনেক ভালো লেগেছে।তাছাড়া এই ডাই গুলো তৈরি করতে অনেকটা সময় এবং ধৈর্য্যর প্রয়োজন হয়।কেননা একটু ভুল হলেই পুরোটা নষ্ট হয়ে যায়।ধন্যবাদ ভাইয়া সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।