০২-মার্চ-২০২৪-ইংরাজি।
১৮-ফালগুণ-১৪৩০-বাংলা।
২০-শাবান-১৪৪৫-হিজরি।
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল এবং সুস্থ আছেন।আলহামদুলিল্লাহ আমিও আগের থেকে অনেক ভালো ও সুস্থ আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন বাংলাদেশী ইউজার। আমি বাংলায় বলতে, লিখতে ও প্রকাশ করতে অনেক ভালোবাসি। আজকে আমি আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ নিয়ে কিছু কথা শেয়ার করব।নাটকের নাম হলো- এরই নাম সংসার।* নাটকটি কিছু দিন আগে রিলিজ হয়েছে তবে আমার কাছে খুব ভালো লেগেছে দেখে।আশা করি আপনাদের ভাল লাগবে।আজ নাটকটি দেখে ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই নাটকটি রিভিউ শেয়ার করি।
নাটক এর গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের নাম | এরই নাম সংসার। |
---|---|
পরিচালক | শাহ মোহাম্মদ রাকিব। |
অভিনয় | মুশফিক আর ফারহান, মারিয়া শান্ত, আরফান অনিক, দিলরুবা দোয়েল, বাপ্পী আশরাফ, তুতিয়া ইসলাম পাপিয়া, জয়া এবং আরও অনেকে। |
পোস্ট | KS Entertainment। |
সম্পাদনা | সাইফ রাসেল। |
পোস্টার | নাহিদ হাসান। |
ভাষা | বাংলা। |
সময় | ৪৭.৩৩। |
রিলিজ | ২২-০২-২০২৪। |
সংক্ষেপে নাটকের কাহিনী।
নাটকের শুরুতে দেখতে পাই নায়ক ফারহান বাসর ঘরে তার নববধূর কাছে গিয়ে বসে এবং তার সাথে পরিচিত হয়। তাদের মধ্যে অনেক কথাবার্তা আদান প্রদানের মাধ্যমে পরিচিত হয়। আসলে ফারানের বিয়েটা তাড়াহুড়ো করে হয়ে যায়।যেটাকে আমরা বলি দেখতে গিয়ে বিয়ে করে ফেলা।বেশ কিছু দিন সংসার জীবন চলার পর হঠাট করে একটি লোক ফারহানের বউকে বিরক্ত করে।এবং অনেক আজেবাজে কথা মন্তব্য করে।তারপরে কিছুদিন যেতে না যেতেই ফারহানের বউকে ব্ল্যাকমেইল করে ওই লোকটি।
এরই মাঝে হঠাৎ করে ফারহানের বোনের বিবাহ ঠিক হয়ে যায়।ফারান ছিল মধ্যবিত্ত পরিবারের বাবা হারা এক ছেলে পরিবারটাকে অনেক কষ্ট করে আগলে রাখছিল।ছোট্ট একটি প্রাইভেট কোম্পানিতে জব করত। কিছুদিন আগে তার বিবাহ হয়েছে যেকারনে তার হাতে কোনো টাকা নেই এর মাঝে বোনের বিবাহ। ফারহান অনেকটাই চিন্তিত ও একা হয়ে যায় যে কারণে সব সময় আপসেট থাকতো।দীর্ঘ নয় বছর জব করার পরে কোম্পানিতে যখন কিছু টাকা হাওলাত চাই তার বস দিতে রাজি হয় না।
বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন সকলের কাছে হেল্প চাই কেউ নিতে রাজি হয় না। শুধু উপদেশ দিতে পারে কেউ আর্থক হেল্প করতে চাই।এদিকে হঠাত করে জানা যাই ফারহানের বউ বিবাহিত ছিলো এবং সেই বড় ৪ লক্ষো টাকা পাবে ফারহানের বউয়ের কাছে।যা কখনো ফারহানের বউ ফারহানকে বলে নাই সেই বিবাহিত ছিল। এদিকে বাড়িতে ফারহানের বোনের বিয়ের ডেট চলে এসেছে নিরুপায় হয়ে ফারহান তার সততাকে ত্যাগ করে অসৎ কাজ করে।এই নাটকটি দেখলে আপনারা বুঝতে পারবেন একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে কতটা অসহায় হলে অসৎ কাজে লিপ্ত হয়।
আমি বাংলা নাটক গুলো দেখতে সবসময় ভালোবাসি।এমনিতেই ইমোশনাল মুভি নাটক এখন আমার কাছে সব থেকে বেশি প্রিয়। কেন জানি না ইমোশনাল ভিডিও গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।এই নাটকটির মধ্যে ইমোশনাল হলেও গ্রাম বাংলার ঘটে যাওয়া কিছু বৈচিত্র্য ফুটে তোলা হয়েছে।নাটকটি থেকে আমাদের অনেক শিক্ষনীয় কিছু মুহূর্ত রয়েছে। নাটকের মধ্যে দারিদ্রতা এবং বাস্তবতার সঙ্গে লড়াই করে পরাজিত হয়ে যাওয়া একটি মধ্যবিত্ত ছেলের জীবন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি আপনারা দেখলে অনেক ভালো লাগবে। সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্ত ছিল নাটক রিভি।
https://youtu.be/CO1nNGdzU80?si=QrhTjbTVoZY5Y-rq
লোকেশন | কুমিল্লা, বাংলাদেশ। |
---|---|
ডিভাইস | স্যামসাং এম ২১ |
পোস্ট | নাটক রিভিউ |
রাইটিং | @kosto |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নাটকটির সাথে বাস্তবতার অনেক মিল রয়েছে। নাটকটি আমি দেখেছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে রিভিউ করলেন, আপনার রিভিউ পড়র আরো ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নাটক কয়েকদিন ধরে ভাবছি দেখবো কিন্তু সময় হয়ে উঠেনি। তবে আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। রিভিউ পড়ে বুঝতে পারছি এর গল্প খুবই সুন্দর। সময় পেলে অবশ্যই দেখবো।তবে নাটক দেখা থেকে আপনাদের রিভিউ পড়তে বেশি ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করছি নাটকটি দেখলে হয়তো ভালো লাগবে আপনারও ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরই নাম সংসার নাটকটি দেখেছিলাম। বর্তমান সময়ে ফারহান বিভিন্ন ধরণের নাটক উপহার দিয়ে যাচ্ছেন। বউ কে সে ভীষণ ভালো বাসে এর জন্য সে তার জন্য অনেক কিছু করে। এধরনের সামাজিক এবং শিক্ষা মূলক নাটক গুলো দেখতে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি নাটক রিভিউ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমানে সামাজিক নাটকগুলো খুবই ভালো লাগে দেখতে। তাছাড়া ফারহান অনেক সুন্দর নাটক করেন ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটক সেভাবে দেখা হয়ে ওঠে না তবে আপনার রিভিউ নাটক সম্পর্কে ভালো ধারণা পেলাম। আপনি খুব সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে রিভিউটি উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মূল্যবান সময় ব্যয় করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর সুন্দর এরকম শিক্ষনীয় নাটকগুলো দেখতে আমি নিজেও খুবই পছন্দ করি। এরকম শিক্ষনীয় নাটকগুলো দেখলে সেগুলোর থেকে শিক্ষা নেওয়া যায়। আসলে দারিদ্রতার কারণে মধ্যবিত্ত ছেলেগুলো তাদের জীবনের লড়াইতে হেরে যায়। তারা পরাজিত হয়ে যায়। এগুলোকে এই নাটকের মধ্যে সুন্দরভাবেই তুলে ধরা হয়েছে দেখে ভালো লেগেছে। মধ্যবিত্ত ছেলের জীবন কাহিনী সুন্দর করে এই নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। এই নাটকটা সময় পেলে আমি অবশ্যই দেখার চেষ্টা করব। আশা করছি নাটকের রিভিউ পোস্ট পড়ার মতো, নাটকটা দেখতেও অনেক ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে আপু মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো না পারে সঠিকভাবে জীবন পরিচালনা করতে না পারে কারো সামনে মাথা নত করতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরই নাম সংসার নাটকটা আমার এখনো পর্যন্ত দেখা হয়নি। তবে আপনার মাধ্যমে এই নাটকটার রিভিউ পোস্ট পড়ে সত্যি খুবই ভালো লেগেছে। পুরো নাটকটার কাহিনীর মধ্যে বাস্তবতা ফুটে উঠেছে, যেটা আমার অনেক ভালো লেগেছে। অনেক ছেলে রয়েছে যারা মধ্যবিত্ত এবং তাদের দরিদ্রতার কারণে তারা এই জীবনে পরাজিত হয়ে থাকে। বাস্তবতার সাথে লড়াই করে পরাজিত হয়ে যাওয়া, মধ্যবিত্তকে নিয়েই পুরো কাহিনীটা করা হয়েছে দেখলাম। নাটকটা থেকে ভালোই শিক্ষা নেওয়া যাবে সবারই উচিত এই নাটকটা দেখা। আমি তো সময় পেলেই নাটকটা দেখবো ভাবছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাইয়া অর্থ ও সম্মানের কাছে মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো অসহায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন৷ কিছুদিন আগে আমি এই নাটকটি দেখেছিলাম৷ আজকে আবার আপনার কাছ থেকে এই নাটক এর রিভিউ দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি এই নাটক এর রিভিউ এখানে ফুটিয়ে তুলেছেন তা একেবারে অসাধারণ হয়েছে৷ একইসাথে বাস্তবতার সাথে লড়াই করতে করতে পরাজিত হয়ে যাওয়াটা এবং মধ্যবিত্ত শ্রেণীর লোককে নিয়েই নাটকটির সবকিছু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল৷ আপনিও খুব সুন্দরভাবে সবকিছু ফুটিয়ে তুলেছেন৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মূল্যবান সময় ব্যয় করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার রিপ্লাই আমার মন্তব্য এর মাধ্যমে করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit