• ২৮ আশ্বিন
• ১৪২৯ বঙ্গাব্দ।
• বৃহস্পতি বার
• লেভেল ওয়ান হতে আমার অর্জন।
🌺🌺 হ্যালো বন্ধুরা 🌺🌺
আসসালামু আলাইকু।কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি।কিছুদিন হলো আমি এই কমিউনিটিতে যুক্ত হয়েছি আমি@kosto আজ আমার লেভেল ওয়ান এর ভেরিফিকেশন পোস্ট করছি ভুল ত্রুটি ক্ষমা করবেন।
প্রশ্ন: কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?
উত্তর: স্পামিং হলো অপ্রাসঙ্গিক ও অবাঞ্চিত বিষয়কে বোঝায় যা বারবার করা হয়।এক কথায় ঘুরিয়ে-পেঁচিয়ে বারবার একই বিষয়কে কেন্দ্র করে কমেন্ট বা পোস্ট করা হয় তাকে স্পামিং বলে।
প্রশ্ন: ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?
উত্তর: কপিরাইট হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রক্ষা করার জন্য কপি বা নকল করার ক্ষেত্রে একটি আইন।সারা বিশ্বের মানুষ তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে যা কিছু আবিষ্কার বা পোস্ট করে থাকে সেগুলো নিয়ে যাতে কেউ ব্যবসা করতে না পারে এজন্য কপিরাইট আইন চালু করা হয়েছে।
প্রশ্ন: তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়?
উত্তর: ফ্রী ফটো পোস্ট করা যায় এমন তিনটি সাইটের নাম উল্লেখ করা হলো -
১.https://www.freeimages.com/
২.https://pixabay.com/
৩.https://www.pexels.com/
প্রশ্ন: আমার বাংলা ব্লগে একজন ব্লগার ২৪ ঘন্টায় কয়টি পোস্ট করতে পারবেন ?
উত্তর: একজন ব্লগার 24 ঘন্টার মধ্যে তিনটি করে পোস্ট করতে পারবে।
প্রশ্ন: পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?
উত্তর: ট্যাগ হচ্ছে আমি যে বিষয়ের উপর লেখা লিখছি সেই বিষয়ের কিছু কীওয়ার্ডস। খুজে পাবার সহজ উপাই অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো যেমন ধরুন আমি কোনো জাইগা ঘুরতে গিয়েছি সেই বিষয়ে পোষ্ট কোরলে travel, travelling, tour, visit, bangladesh এই ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে। যে ধরণের পোষ্ট পড়তে ইচ্ছা এই ট্যাগের মধ্যেমে খুজে পাবে।
প্রশ্ন: একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?
উত্তর: যদি কোনো পোস্ট একটি ফটো বা ১০০ শব্দের ব্যবহার করা হয়।সেই পোস্টটিকে মাইক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়।
প্রশ্ন: re-write আর্টিকেল কাকে বলে?
উত্তর: রি-রাইট আর্টিকেল হলো যদি কারো পোস্ট বা লেখা আমার ভালো লাগে সেই পোষ্টটি সুন্দরভাবে পড়ে সাজিয়ে গুছিয়ে লেখা নাম হলো রি-রাইট আর্টিকেল।
প্রশ্ন: ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?
উত্তর: রি-রাইট আর্টিকেল লেখার ক্ষেত্রে যে সকল বিষয় খেয়াল রাখতে হবে তা হলো re-write আর্টিকেল লেখার ক্ষেত্রে অবশ্যই ৭৫% বা ৮০% লেখা নিজের হতে হবে। যেসকল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে লেখা হয়েছে তার রেফারেন্স দিতে হবে। সংগ্রহ করা তথ্য গুলো ইনভার্টেট কমার মাঝে রাখতে হবে। re-write আর্টিকেলে ব্যবহৃত ছবি গুলো অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে।
প্রশ্ন: প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?
উত্তর: অন্য লেখাকে কিছুটা পরিবর্তন করে নিজের বলে চালিয়ে দেওয়া কে প্লাগারিজম বলে।
প্রশ্ন: আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?
উত্তর: ১. ধর্ম নিয়ে কূটনৈতিক কথা।
২. কবুতরের মাংসের রেসিপি।
৩. নারীদের সম্মানক্ষুণ্ন যৌন হয়রানি পোষ্ট।
৪. মিথ্যা গুজব কুসংস্কার, কোন গান বিকৃত ভাবে গাওয়া যাবেনা। ৫. পশুপাখি নির্যাতন মূলক পোস্ট করা যাবে না। ৬. nsfw ট্যাগ ব্যবহার না করে অশ্লীল যৌন বিষয়ক পোস্ট করা যাবে না ।
🌹🌹 (সবাইকে ধন্যবাদ) 🌹🌹
সমস্ত ছবির | তথ্য |
---|---|
লোকেশন | বাংলাদেশ |
ক্যামেরা | স্যামস্যাং এম ২১ |
ক্যামেরাম্যান | @kosto |
w3words | https://w3w.co/moats.narrates.voters |
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল ওয়ান এর যে বিষয়গুলো সেগুলো আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন এবং খুব সুন্দর ভাবে মার্জিত ভাষার প্রতিটা প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছেন আশা করি লেভেল ওয়ান ভালোভাবে পার করতে পারবেন। পরবর্তী লেভেলের জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সুন্দর মতামত জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখছেন লেভেল ওয়ান এর পরীক্ষাটা লেভেল ওয়ানের প্রশ্ন অনুসারে দেননি। যা লিখেছেন তা প্রশ্নগুলো র উত্তর লিখতে বেশ ভালো হতো। আমি শুনেছি আপনি প্রায় অনেকদিন অপেক্ষা করে এখন ক্লাস কন্টিনিউ করছেন। আমাদেরকে এখানে কাজ করতে হলে ধৈর্য টাই সব থেকে বেশি প্রয়োজন। সুন্দর ভাবে সকল নিয়ম কানুন মেনে এগিয়ে যান। প্রত্যেকটা লেভেলের ক্লাস করে এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদেরকে ক্লাসে বারবার করে বলেছিলাম নিয়ম-কানুন জেনে পরীক্ষা দিবেন এবং পরীক্ষা কিভাবে দিতে হবে সেটা নিয়ে যে পোস্ট করা আছে সেই পোস্টের লিংক আমি স্টাডি লেভেল ওয়ান এ দিয়েছিলাম। আপনি সেটা না দেখেই নিজের মন মত পরীক্ষা দিয়েছেন। আপনি অনেকদিন ধরেই কমিউনিটিতে ঢোকার চেষ্টা করছেন। কিন্তু তারপরও আপনার এই ধরনের কার্যকলাপ খুবই হতাশজনক। অতি দ্রুত আপনার পোস্টটি সংশোধন করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit