প্রকৃতি নিয়ে উক্তি, বাণী, স্টেটাস, ফটো ~ Bengali Nature Quotes, Poetic Lines, Captions, Status, Pictures

in hive-129948 •  3 years ago 

সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের দেশ। পৃথিবীতে যা কিছু সুন্দর সবই যেন ঈশ্বর প্রকৃতির মধ্যে ঢেলে দিয়ে তাকে করে তুলেছেন সম্পূর্ণা, অনন্যা । মনে হয় বিচিত্ৰবেশী এই প্রকৃতি যেন তার সৌন্দর্যে মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে আমাদের। প্রকৃতির সেই অমোঘ টান আমরা সত্যি কি উপেক্ষা করতে পারি? প্রকৃতিপ্রেমে উদ্বেলিত মন তাই ছুটে চলে দিকশূন্যপুরে….. অসীমের টানে।

bengali-quotes-captions-photos-about-nature-bongquotes-featured-768x768.png

প্রকৃতিকে নিয়ে সুন্দর উক্তিসমূহ, প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে স্টেটাস ~ Bengali Captions, Status about Nature
প্রতিটি ফুল যেন প্রকৃতির এক আত্মাস্বরূপ ।
সব কিছুই কৃত্রিম, প্রকৃতি ই হল একমাত্র ঈশ্বরের তৈরি নিজস্ব শিল্প।
পৃথিবী এবং আকাশ, বন , সমভূমি, হ্রদ ও নদী, পর্বত এবং সমুদ্র, এই সমস্তই হল সর্বোৎকৃষ্ট শিক্ষক, যা আমাদের উদারতার শিক্ষা দেয় যেটি কোনো পাঠ্যপুস্তকে লেখা থাকে না ।

প্রকৃতি বাঙ্ময় হয়ে ওঠে বসন্ত ঋতুতে ;আসুন সেই আনন্দ আমরা উপভোগ করি।
প্রকৃতির সবকিছুর মধ্যেই কোনো না কোনো আশ্চর্যজনক কিছু লুকিয়ে আছে।
মন এক গভীর সমুদ্র
রং তার নীল ঘন নীল
সারাদিন ভেসে ভেসে চলে
মেঘেদের সাথে কত মিল।
প্রকৃতিকে নিয়ে সুন্দর উক্তিসমূহ, প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে স্টেটাস ~ Bengali Captions, Status about Nature

বুদ্ধিমত্তা তাকেই বলে যখন মানুষ পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে।
আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আর তাঁর ই সৃষ্টিকে প্রকৃতি বলে অভিহিত করে থাকি।
প্রকৃতি হলো স্রষ্টার এক মহান শিল্প।
প্রকৃতি সব কিছুকেই আবার নতুনভাবে তৈরি করে দেয় যখন তা ধ্বংস হয়ে যায়।
প্রকৃতি হলো সরলতায় পূর্ণ এক যৌগিক আশ্রয়।
প্রকৃতিতে প্রস্ফুটিত প্রত্যেকটি ফুলই হলো একটি আত্মাস্বরূপ ।
প্রকৃতির মাঝে হারিয়ে গেলেই নিজেকে খুঁজে পাওয়া যায় ।
প্রকৃতির অনির্বচনীয় শোভা মানুষকে বুঝতে শেখায় যে পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা অকৃত্রিম ।

অকার্পণ্য হস্তে ঈশ্বর প্রকৃতিকে ঢেলে সাজিয়েছেন; প্রকৃতির চেয়ে ভালো নকশা আপনি তাই কোথাও খুজে পাবেন না।
প্রকৃতিতে যত বেশি সময় অতিবাহিত করবেন তত বেশি করে এর মর্ম বুঝতে পারবেন!
প্রকৃতি সব সময় এক আত্মিক রঙ গায়ে জড়িয়ে থাকে।
Nature Quotes in Bangla ~ প্রকৃতি নিয়ে বাংলা উক্তি ও বাণী
আকাশ নিয়ে মন কাড়া কিছু উক্তি ( Beautiful Bengali Quotes on Sky )
🌅

Nature Quotes in Bangla

~ প্রকৃতি নিয়ে বাংলা উক্তি ও বাণী
প্রকৃতি হলো এমন একটি পুস্তক যার সম্পাদক এবং প্রকাশক হলেন স্বয়ং বিধাতা।
প্রকৃতি প্রেমিকেরাই জীবনে সবথেকে বেশি সুখী কারণ তাদের ভালোবেসে আঘাত পেতে হয় না।
প্রকৃতি শুধু দিতেই পারে আর আমরা শুধু নিতেই পারি।
প্রকৃতির গান শুধু তারাই শুনতে পায় যারা প্রকৃত রূপে সেটি শুনতে আগ্রহী।
‘বিনষ্ট কোরো না এবং অতিরিক্ত চাহিদা রেখোনা’- এই হল প্রাকৃতিক আইন ।
প্রকৃতি নিয়ম মানতে জানে আবার একই সাথে সে নিয়ম ভাঙতেও জানে।
প্রকৃতি সদা শুভ চেতনার রঙে রঙিন ।
মানুষের যা কিছু অর্জিত সম্পদ তা সবই প্রকৃতির দান ।
প্রকৃতির সৌন্দর্য হলো এমন এক অমূল্য উপহার যা প্রশংসা ও কৃতজ্ঞতা বাড়ায়।

প্রকৃতির পাঠশালায় প্রত্যেক মানুষই এক শিক্ষার্থী; যারা প্রতিনিয়তই কিছু না কিছু শিখে চলেছে।
প্রকৃতির মাঝে গেলে মন ভালো হয়ে ওঠে, দেহ সুস্থ হয়ে যায় এবং নিজের জ্ঞানকে সুশৃঙ্খল করা যায়।
প্রকৃতিকে জানলে, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির কাছাকাছি থাকলে, আপনি কখনই ব্যর্থ হবেন না।
প্রকৃতি তার অপার মহিমা দিয়ে আমাদের ভরিয়ে তোলে।কিন্তু আমরা আমাদের অযত্ন এবং অবহেলা দিয়ে সেই প্রকৃতিকে ধংস করে চলেছি ।
প্রকৃতির কাছে মানুষ অসহায়। প্রকৃতির রূপ যেকোন সময় পরিবর্তন হতে পারে যা মানুষের পক্ষে অনুধাবন করা কখনোই সম্ভব নয়।
প্রকৃতি হল এমন এক অসীম ক্ষেত্র যার কেন্দ্র সর্বত্র প্রসারিত এবং পরিধিটি কোথাও সীমাবদ্ধ নয় ।
প্রকৃতিকে সত্যিকারের ভালোবেসে এবং গভীরভাবে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলে সব জায়গার সৌন্দর্য ই অনুধাবন করতে পারা যাবে।
সেরা বাংলা হোয়াটস্যাপ স্টেটাস পিকচার / 500+ Best Bengali Whatsapp Status, Quotes and Captions

Bengali Poems on Nature’s Beauty

~ প্রকৃতি নিয়ে বাংলা কবিতা ও কাব্যিক লাইন
গোধূলির রঙে আঁকা কবিতার ছন্দ ,
ভোরবেলা ঝরে পড়া বকুলের গন্ধ,
চামেলি, যুথী ,চাঁপা ,রজনীগন্ধা
কামিনী ফুলের ডাকে সাড়া দেয় সন্ধ্যা।
বনহরিণীর চোখে অপরূপ দৃষ্টি
বিজ্ঞান নয় এ তো বিধাতার সৃষ্টি ।
পাহাড়ের কোলে শোনো ঝরনার কলতান,
কত যে অচিন পাখি ভিন্ সুরে গায় গান ,
জোনাকি কখনও ডাকে লাল পলাশের ফাঁকে,
সারাদিন শ্রাবণের রিমঝিম বৃষ্টি।
বিজ্ঞান নয় এ তো বিধাতার সৃষ্টি।
আকাশকে এত নীল কে গো বলো দিয়েছে?
কেমনে গো রামধনু সাত রং পেয়েছে,
রাখালের মেঠো বাঁশি শিশুর মুখের হাসি,
কোকিলের কুহুতান লাগে ভারী মিষ্টি।
বিজ্ঞান নয় এতো বিধাতার সৃষ্টি।
আমি আজি বসে আছি একা
দূরে নদী চলে যায় আঁকাবাঁকা
আমার মনের যত আশা,
এ নদীর কলতানে
খুঁজিয়া পেয়েছি তার ভাষা।
ভাবি বসে ও চলার শেষ নাই বুঝি
অবিরাম চলে যায় পথ নিয়ে খুঁজি
ওগো স্নিগ্ধা সুন্দরী স্রোতস্বিনী,
আমি জানি তুমি কত অভিমানী
চলিয়াছো হেলেদুলে গোপন ব্যথা ভুলে
বিলাইয়া অপরূপ প্রেমময় বাণী॥

আমার ইচ্ছে করে ফাল্গুন হয়ে পলাশের রং মাখতে,
ইচ্ছে করে ঘাসের ওপরে শিশির হয়ে থাকতে
ইচ্ছে করে দীঘির জলেতে পদ্ম হয়ে ফুটতে
ইচ্ছে করে সন্ধ্যাবেলায় সুখতারা হয়ে উঠতে
ইচ্ছে করে চৈত্রদিনের ঝরা পাতা হয়ে ঝরতে
ইচ্ছে করে বৃষ্টি হয়ে সারাদিন ধরে পড়তে
ইচ্ছে করে শেষ রাত হয়ে ভোরবেলাটাকে ডাকতে
ইচ্ছে করে ছোট্ট বেলার মনটাকে ধরে রাখতে
ইচ্ছে করে রোদ্দুর হয়ে সকালের কাছে আসতে
ইচ্ছে করে অন্তর দিয়ে প্রকৃতিকে ভালোবাসতে॥
প্রকৃতির রূপ অপরূপ
সেই সাগরে আমি দিয়েছি ডুব ,
কখনও সে ভোরের আকাশ
সোনালি আলোতে ভরানো
কখনো সে ঝরে পড়া ফুল
বকুলের গন্ধ ছড়ানো
কখনো সে রামধনু রং
অপরূপ রূপে দেয় ধরা।
হয়তো সে রূপের মাধুরী
রয়ে যায় শুধুই অধরা
কখনো সে দখিনা বাতাস
হৃদয় পলাশের বনে
কখনো সে নীরব রাত্রি
জেগে থাকে গভীর গোপনে।
প্রকৃত নিয়ে জনপ্রিয় কিছু গান এবং কবিতার অংশবিশেষ
150+ Bengali Smile Quotes and Captions ~ বাংলা হাসি নিয়ে উক্তি ও ইনস্টাগ্রাম ক্যাপশন, স্টেটাস
😊

প্রকৃত নিয়ে জনপ্রিয় কিছু শায়েরি এবং কবিতার অংশবিশেষ ~ Bengali Shayeri & Song Lyrics part about Nature’s Beauty
ঘাসে ঘাসে পা ফেলেছি
বনের পথে যেতে
ফুলের গন্ধে চমক লেগে
উঠেছে মন মেতে
ছড়িয়ে আছে আনন্দেরই দান
বিস্ময়ে তাই জাগে
জাগে আমার গান
এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়!
কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশতলে মিশে!
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে!
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি।
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়;
হয়তো বা হাঁস হব- কিশোরীর-ঘুঙুর রহিবে লাল পায়,
সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালবেসে।
পূর্ণিমা সন্ধ্যায়, তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়,
তোমার প্রজাপতির পাখা,
আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের
রঙিন স্বপন মাখা,
তোমার চাঁদের আলোয়..
মিলায় আমার দুঃখ-সুখের সকল অবসান।
বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে।
স্থলে জলে নভতলে বনে উপবনে
নদীনদে গিরিগুহা-পারাবারে
নিত্য জাগে সরস সঙ্গীতমধুরিমা,
নিত্য নৃত্যরসভঙ্গিমা।
নতুন নতুন রং ধরেছে
সোনার পৃথিবীতে
যেন ভালোবাসা ছড়িয়ে আছে
নীল আকাশের গায়ে
আমায় দেখতে দাও
ওই মন ভোলানো রামধনু রং
দেখতে দাও।

ঐ দূর দিগন্ত পারে
যেথা আকাশ মাটিতে কানাকানি
তোমার আমার শুধু,
তেমনি করেই জানাজানি
আকাশ অনেক রঙের রাঙানো
মাটিতে ফুলের মেলা সাজানো
তাই তো এমন করে
রূপে আর রসে আজ ভরে আছে
ভরে আছে ভূবন খানি।
তৃণ যে এই ধুলার ‘পরে পাতে আঁচলখানি,
এই-যে আকাশ চিরনীরব অমৃতময় বাণী,
ফুল যে আসে দিনে দিনে বিনা রেখার পথটি চিনে,
এই-যে ভুবন দিকে দিকে পুরায় কত সাধ-
তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥
আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে।
প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে স্টেটাস ও ফটো
মন নিয়ে উক্তি , বাংলায় সুন্দর মন নিয়ে ক্যাপশন ও স্টেটাস ~ Bengali Quotes about Heart ❤️💜💓

মানবজীবনে প্রকৃতির দান অপরিসীম । তাই আমাদেরও দায়িত্ব প্রকৃতিকে যত্ন করা, তাকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর উদ্যোগ নেওয়া। যে প্রকৃতি আমাদের ফলে, ফুলে, রঙে ,রসে ভরিয়ে তুলেছেন আমরা কি প্রতিদানে প্রকৃতিকে সজীব ও চিরনতুন করে রাখতে পারি না ?

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গ্রাম বাংলা ❤️❤️❤️

আপনার পোস্ট টি সঠিক হয়নি।
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।

পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।

নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ (https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21)

আরও কিছু জানতে জয়েন করুন আমাদের
Discord এ 👇
Discord link: https://discord.gg/5aYe6e6nMW

আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের post আমাদের কমিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

source:

https://bongquotes.com/bengali-nature-quotes/